নয়াদিল্লি, 3 নভেম্বর: হাসপাতালে ঢুকে চিকিৎসককে খুন করল দুষ্কৃতীরা ৷ পুলিশ জানিয়েছে, বুধবার গভীর রাতে দিল্লির জইতপুর এলাকায় নিমা হাসপাতালে এই দুর্ঘটনাটি ঘটেছে ৷ নিহত চিকিৎসকের নাম জাভেজ আখতার ৷ তিনি ইউনানি চিকিৎসক (বিইউএমএস) ছিলেন ৷ একটি চেয়ারে তাঁকে রক্তাক্ত অবস্থায় বসে থাকতে দেখা যায় ৷ তাঁর মাথা থেকে চুঁইয়ে রক্ত পড়ছিল ৷
বুধবার দু'জন চিকিৎসা করাতে আসে ওই হাসপাতালে ৷ সেই অজুহাতে তারা চিকিৎসক জাভেদ আখতারকে গুলি করে চলে যায় ৷ হাসপাতালের কর্মীদের কথায়, রাত তখন 1.45 মিনিট ৷ কালিন্দী কুঞ্জ থানা এলাকার জইতপুরের নিমা হাসপাতালে আসে দুই দুষ্কৃতী ৷ তারা জানায়, ক্ষতস্থানে চিকিৎসা করতে সেখানে এসেছে এবং পরে ডাক্তার জাভেদের সঙ্গে দেখা করতে চায় ৷
#WATCH | Delhi | A doctor named Javed Akhtar was shot dead inside Nima Hospital, Jaitpur under the Kalindi Kunj PS area. As per hospital staff, two boys had come to the hospital with an injury, after dressing they had demanded to meet the doctor and shot him dead once they… pic.twitter.com/OJTkTsl5MJ
— ANI (@ANI) October 3, 2024
প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে, ওই দুই দুষ্কৃতী নাবালক ৷ তাদের বয়স 16 বছর ৷ তাদের একজনের পায়ের পাতায় ব্যান্ডেজ করা ছিল ৷ তারা বুধবারের আগের দিন অর্থাৎ মঙ্গলবারও হাসপাতালে এসেছিল ৷ ওই কিশোরের ক্ষতস্থানে ব্যান্ডেজ করা হয় ৷ এরপরই তারা জাভেদ আখতারের কেবিনে যায় ৷
এর কিছুক্ষণ পর নার্স গাজালা পরভীন এবং মহম্মদ কামিল বন্দুকের গুলির শব্দ শুনতে পান ৷ পরভীন ডাক্তার জাভেদ আখতারের কেবিনে ছুটে যান ৷ তিনি দেখতে পান, চিকিৎসক জাভেদ আখতার রক্তাক্ত অবস্থায় চেয়ারে বসে আছেন ৷ প্রাথমিক তদন্ত অনুযায়ী, এটা হঠাৎ খুনের ঘটনা নয় ৷ আগে থাকতে জাভেদ আখতারকে নিশানা করা হয়েছিল ৷ রেইকি করে তারপর পরিকল্পনামাফিক ঠান্ডা মাথায় খুন ৷ পুলিশ এলাকা, হাসপাতালের ভিতরের সিসি ক্যামেরা খতিয়ে দেখছে ৷
আম আদমি পার্টি এই ঘটনার জন্য কেন্দ্রীয় সরকার এবং দিল্লির উপ-রাজ্যপাল ভিকে সাক্সেনার দিকে আঙুল তুলেছে ৷ এই ঘটনায় প্রমাণ হয় বিজেপি সরকার এবং উপ-রাজ্যপাল ব্যর্থ, জানিয়েছে দিল্লির শাসকদল ৷