ETV Bharat / lifestyle

ঘরোয়া উপাদানেই ত্বক হবে জেল্লাদার, পুজোর আগেই ব্যবহার করুন এই উপাদন - Durga puja Skin care Tips - DURGA PUJA SKIN CARE TIPS

Skin Care Tips: উজ্জ্বল ত্বকের যত্নে অ্যালোভেরার একাধিক কার্যকারিতা রয়েছে ৷ হাতের কাছেই থাকে অ্যালোভেরা, ছোট কয়েকটা জিনিস মিশিয়ে দিলেই তৈরি হয়ে যাবে ফেসপ্যাক ৷ বিবর্ণ ত্বকে জীবন ফিরে পেতে ব্যবহার করুন এই ফেসপ্যাক ৷

Skin Care Tips News
ত্বকের যত্ন নিন এইভাবে (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Lifestyle Team

Published : Oct 3, 2024, 11:08 AM IST

Updated : Oct 3, 2024, 1:44 PM IST

কলকাতা: হাতে গোনা আর কয়েকটা দিন ৷ দুর্গাপুজো দরজায় ৷ হাতে সময় আর নেই ৷ বাঙালির আপামোর দিন গুণছে এই সময়ের জন্য ৷ যা বাঙালিকে করে তোলে আবেগ প্রবণ ৷ পুজোর দিন থেকে শুরু হয় সাজগোজ ও খাওয়াদাওয়া ৷ সাজগোজ মানেই নতুন জামা সঙ্গে মাকআপ ৷ পুজোর দিনগুলিতে প্রচুর মেকআপ করেন অনেকেই । যারফলে অনেকের ত্বকের ক্ষতি হয়ে থাকে ৷ তাই আগে থেকেই ত্বকের যত্ন নেওয়া প্রয়োজন ৷

বিউটিশিয়ানরা বলে থাকেন, ঘরোয়া কিছু উপায়েই ত্বকের যত্ন নিলে ত্বককে গ্লো করতে সাহায্য করে ৷ বাজারজাত পণ্য আলাদা আলাদাভাবে রাসায়নিক থাকতে পারে ৷ ফলে সবার ত্বকে খাপ খায় না ৷ অ্যালার্জি জনিত সমস্যা হয় ৷ তাই জেনে নিন, ঘরোয়া কিছু উপায়েই কীভাবে ত্বককে সুন্দর রাখবেন ?

Skin Care Tips News
অ্যালোভেরা (ফাইল চিত্র)

অ্যালোভেরা ও হলুদ ফেসপ্য়াক: এটি সবসময়ই ওষধিগুণের ভরপুর ৷ শরীরের পাশাপাশি এটি ত্বকের জন্যও ভীষণভাবে উপকারী ৷ এটি ত্বক ও চুল উভয়ের জন্য বেশ উপকারী । তাই বার বার বাজার থেকে কিনে আনার থেকে বাড়িতেই রাখতে পারেন । ত্বক চর্চায় হলুদের উপকারিতা নতুন করে বলার অপেক্ষা রাখে না ৷ তাতে যদি মেশান একটু অ্যালোভেরা, তাতে বিবর্ণ ত্বকে উজ্জ্বলতা আনতে খুব বেশি কষ্ট করতে হবে না ৷ হলুদ ও অ্যালোভেরা জেল দিয়ে মাস্ক তৈরি করুন এইভাবে ৷ প্রথমে একটি পাত্রে 2-3 চামচ অ্যালোভেরা জেল, 1 চামচ মধু এবং আধা চা চামচ হলুদ মেশান । মাস্কটি আপনার মুখ, ঘাড়ে ও গলায় ব্যবহার করুন । সপ্তাহে দু'বার ব্যবহার করলেই পার্থক্যটা বুঝতে পারবেন ৷ পাশাপাশি ত্বক ময়েশ্চারাইজ করতে মাস্কে ব্যবহার করতে পারেন মধুও ৷

এন আই এইচ-এর তথ্য অনুযায়ী, অ্যালোভেরাতে 75টি সম্ভাব্য সক্রিয় উপাদান রয়েছে ৷ ভিটামিন, এনজাইম, খনিজ, শর্করা, লিগনিন, স্যাপোনিন, স্যালিসিলিক অ্যাসিড এবং অ্যামিনো অ্যাসিড । যা ত্বকের জন্য উপকারী ৷

https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC2763764/

(বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনে উল্লেখিত তথ্য শুধুমাত্র ধারণা আর সাধারণ জ্ঞানের জন্যই লেখা হয়েছে ৷ এখানে উল্লেখিত কোনও পরামর্শ অনুসরণের আগে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন ৷ যদি আগে থেকেই কোনও স্বাস্থ্য সমস্যা থেকে থাকে, তা আগেই চিকিৎসককে জানাতে হবে ৷)

কলকাতা: হাতে গোনা আর কয়েকটা দিন ৷ দুর্গাপুজো দরজায় ৷ হাতে সময় আর নেই ৷ বাঙালির আপামোর দিন গুণছে এই সময়ের জন্য ৷ যা বাঙালিকে করে তোলে আবেগ প্রবণ ৷ পুজোর দিন থেকে শুরু হয় সাজগোজ ও খাওয়াদাওয়া ৷ সাজগোজ মানেই নতুন জামা সঙ্গে মাকআপ ৷ পুজোর দিনগুলিতে প্রচুর মেকআপ করেন অনেকেই । যারফলে অনেকের ত্বকের ক্ষতি হয়ে থাকে ৷ তাই আগে থেকেই ত্বকের যত্ন নেওয়া প্রয়োজন ৷

বিউটিশিয়ানরা বলে থাকেন, ঘরোয়া কিছু উপায়েই ত্বকের যত্ন নিলে ত্বককে গ্লো করতে সাহায্য করে ৷ বাজারজাত পণ্য আলাদা আলাদাভাবে রাসায়নিক থাকতে পারে ৷ ফলে সবার ত্বকে খাপ খায় না ৷ অ্যালার্জি জনিত সমস্যা হয় ৷ তাই জেনে নিন, ঘরোয়া কিছু উপায়েই কীভাবে ত্বককে সুন্দর রাখবেন ?

Skin Care Tips News
অ্যালোভেরা (ফাইল চিত্র)

অ্যালোভেরা ও হলুদ ফেসপ্য়াক: এটি সবসময়ই ওষধিগুণের ভরপুর ৷ শরীরের পাশাপাশি এটি ত্বকের জন্যও ভীষণভাবে উপকারী ৷ এটি ত্বক ও চুল উভয়ের জন্য বেশ উপকারী । তাই বার বার বাজার থেকে কিনে আনার থেকে বাড়িতেই রাখতে পারেন । ত্বক চর্চায় হলুদের উপকারিতা নতুন করে বলার অপেক্ষা রাখে না ৷ তাতে যদি মেশান একটু অ্যালোভেরা, তাতে বিবর্ণ ত্বকে উজ্জ্বলতা আনতে খুব বেশি কষ্ট করতে হবে না ৷ হলুদ ও অ্যালোভেরা জেল দিয়ে মাস্ক তৈরি করুন এইভাবে ৷ প্রথমে একটি পাত্রে 2-3 চামচ অ্যালোভেরা জেল, 1 চামচ মধু এবং আধা চা চামচ হলুদ মেশান । মাস্কটি আপনার মুখ, ঘাড়ে ও গলায় ব্যবহার করুন । সপ্তাহে দু'বার ব্যবহার করলেই পার্থক্যটা বুঝতে পারবেন ৷ পাশাপাশি ত্বক ময়েশ্চারাইজ করতে মাস্কে ব্যবহার করতে পারেন মধুও ৷

এন আই এইচ-এর তথ্য অনুযায়ী, অ্যালোভেরাতে 75টি সম্ভাব্য সক্রিয় উপাদান রয়েছে ৷ ভিটামিন, এনজাইম, খনিজ, শর্করা, লিগনিন, স্যাপোনিন, স্যালিসিলিক অ্যাসিড এবং অ্যামিনো অ্যাসিড । যা ত্বকের জন্য উপকারী ৷

https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC2763764/

(বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনে উল্লেখিত তথ্য শুধুমাত্র ধারণা আর সাধারণ জ্ঞানের জন্যই লেখা হয়েছে ৷ এখানে উল্লেখিত কোনও পরামর্শ অনুসরণের আগে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন ৷ যদি আগে থেকেই কোনও স্বাস্থ্য সমস্যা থেকে থাকে, তা আগেই চিকিৎসককে জানাতে হবে ৷)

Last Updated : Oct 3, 2024, 1:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.