ETV Bharat / city

8 রিটার্নিং অফিসারের বদলির পর কলকাতার ভোটে কি আরও কড়া হবে কমিশন ? - Returning Officer

শেষ দুই দফায় ভোট কলকাতায়৷ এখন চলছে মনোনয়ন প্রক্রিয়া৷ তার মধ্যেই কলকাতার আট কেন্দ্রের রিটার্নিং অফিসারদের বদলি করা হল৷ কেন এমন সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন৷

8 রিটার্নিং অফিসারের বদলির পর কলকাতার ভোটে কি আরও কড়া হবে কমিশন ?
8 রিটার্নিং অফিসারের বদলির পর কলকাতার ভোটে কি আরও কড়া হবে কমিশন ?
author img

By

Published : Apr 6, 2021, 10:29 PM IST

Updated : Apr 7, 2021, 12:16 PM IST

কলকাতা, 6 এপ্রিল : আট দফার শেষ দুই দফায় ভোট হতে চলেছে কলকাতায় ৷ মহানগরের 11টি বিধানসভা কেন্দ্রে ভোট হবে আগামী 26 ও 29 এপ্রিল ৷ আর তার আগে আজ, মঙ্গলবার কলকাতার 8টি কেন্দ্রের রিটার্নিং অফিসারদের সরিয়ে দিল নির্বাচন কমিশন ৷

ওয়াকিবহাল মহল এই ঘটনাকে নজিরবিহীন আখ্যা দিচ্ছে ৷ তার কারণ, এতদিন জেলায় 3 বছরের বেশি দায়িত্বে কিংবা কোনও অভিযোগ থাকলে রিটার্নিং অফিসারদের বদলি করার ঘটনা ঘটেছে ৷ কিন্তু কলকাতার ক্ষেত্রে তা একেবারেই হয়নি ৷

স্বাভাবিক ভাবেই তাই প্রশ্ন উঠছে, কেন এমন সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন ? কলকাতার ভোট নিয়ে কি আগামিদিনে আরও কড়া কোনও সিদ্ধান্তের পথে হাঁটতে পারে তারা ?

উল্লেখ্য, মঙ্গলবার নির্বাচন কমিশনের তরফ থেকে জানা গিয়েছে যে কলকাতা বন্দর, ভবানীপুর, বেলেঘাটা, চৌরঙ্গী, শ্যামপুকুর, কাশীপুর-বেলগাছিয়া, জোড়াসাঁকো ও এন্টালি বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসারদের সরিয়ে দেওয়া হচ্ছে ৷ তাঁদের জায়গায় কাদের দায়িত্ব দেওয়া হবে, সেটাও জানিয়ে দেওয়া হয়েছে ৷

কমিশনের একটি সূত্র থেকে জানা গিয়েছে, তিন বছরের বেশি পদে থাকায় তাঁদের আপাতত ওই পদ থেকে সরিয়ে দেওয়া হল ৷ তবে অন্য একটি সূত্র বলছে, ওই আধিকারিকদের বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়েছিল ৷ সেই কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

স্বাভাবিক ভাবেই তাই প্রশ্ন উঠছে, কলকাতায় নির্বাচন পরিচালনার কাজে আরও কড়া হতে চলেছে নির্বাচন কমিশন ? যদিও নির্বাচন কমিশন এই বিষয়ে সেভাবে কিছু বলতে নারাজ ৷

আরও পড়ুন : কলকাতার 8 রিটার্নিং অফিসার বদল

তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এবার বিধানসভা নির্বাচন যে কড়া হাতে পরিচালনা করা হবে, তা গোড়া থেকেই একাধিক পদক্ষেপে বুঝিয়ে দিয়েছে নির্বাচন কমিশন ৷ এই সিদ্ধান্তের মধ্যেও সেই কড়া পদক্ষেপের ইঙ্গিত পাওয়া যাচ্ছে ৷ আগামিদিনে কমিশনের গতিবিধি থেকে এই বিষয়টি আরও স্পষ্ট হবে বলে তাঁরা মনে করছেন ৷

কলকাতা, 6 এপ্রিল : আট দফার শেষ দুই দফায় ভোট হতে চলেছে কলকাতায় ৷ মহানগরের 11টি বিধানসভা কেন্দ্রে ভোট হবে আগামী 26 ও 29 এপ্রিল ৷ আর তার আগে আজ, মঙ্গলবার কলকাতার 8টি কেন্দ্রের রিটার্নিং অফিসারদের সরিয়ে দিল নির্বাচন কমিশন ৷

ওয়াকিবহাল মহল এই ঘটনাকে নজিরবিহীন আখ্যা দিচ্ছে ৷ তার কারণ, এতদিন জেলায় 3 বছরের বেশি দায়িত্বে কিংবা কোনও অভিযোগ থাকলে রিটার্নিং অফিসারদের বদলি করার ঘটনা ঘটেছে ৷ কিন্তু কলকাতার ক্ষেত্রে তা একেবারেই হয়নি ৷

স্বাভাবিক ভাবেই তাই প্রশ্ন উঠছে, কেন এমন সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন ? কলকাতার ভোট নিয়ে কি আগামিদিনে আরও কড়া কোনও সিদ্ধান্তের পথে হাঁটতে পারে তারা ?

উল্লেখ্য, মঙ্গলবার নির্বাচন কমিশনের তরফ থেকে জানা গিয়েছে যে কলকাতা বন্দর, ভবানীপুর, বেলেঘাটা, চৌরঙ্গী, শ্যামপুকুর, কাশীপুর-বেলগাছিয়া, জোড়াসাঁকো ও এন্টালি বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসারদের সরিয়ে দেওয়া হচ্ছে ৷ তাঁদের জায়গায় কাদের দায়িত্ব দেওয়া হবে, সেটাও জানিয়ে দেওয়া হয়েছে ৷

কমিশনের একটি সূত্র থেকে জানা গিয়েছে, তিন বছরের বেশি পদে থাকায় তাঁদের আপাতত ওই পদ থেকে সরিয়ে দেওয়া হল ৷ তবে অন্য একটি সূত্র বলছে, ওই আধিকারিকদের বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়েছিল ৷ সেই কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

স্বাভাবিক ভাবেই তাই প্রশ্ন উঠছে, কলকাতায় নির্বাচন পরিচালনার কাজে আরও কড়া হতে চলেছে নির্বাচন কমিশন ? যদিও নির্বাচন কমিশন এই বিষয়ে সেভাবে কিছু বলতে নারাজ ৷

আরও পড়ুন : কলকাতার 8 রিটার্নিং অফিসার বদল

তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এবার বিধানসভা নির্বাচন যে কড়া হাতে পরিচালনা করা হবে, তা গোড়া থেকেই একাধিক পদক্ষেপে বুঝিয়ে দিয়েছে নির্বাচন কমিশন ৷ এই সিদ্ধান্তের মধ্যেও সেই কড়া পদক্ষেপের ইঙ্গিত পাওয়া যাচ্ছে ৷ আগামিদিনে কমিশনের গতিবিধি থেকে এই বিষয়টি আরও স্পষ্ট হবে বলে তাঁরা মনে করছেন ৷

Last Updated : Apr 7, 2021, 12:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.