ETV Bharat / city

পঞ্চম দফার 45টি আসনে সম্মুখ-সমরে ঘাসফুল-পদ্মফুল

আগামিকাল, শনিবার পশ্চিমবঙ্গে পঞ্চম দফার ভোটগ্রহণ ৷ ভোট হবে 45টি আসনে ৷ উত্তরের 3 ও দক্ষিণের 3 জেলায় ভোটগ্রহণ হবে ৷ সেখানে কোন দল কী অবস্থায় ? কী বলছে পরিসংখ্যান ?

author img

By

Published : Apr 16, 2021, 5:43 PM IST

Updated : Apr 16, 2021, 10:53 PM IST

পঞ্চম দফার 45টি আসনে সম্মুখ-সমরে ঘাসফুল-পদ্মফুল
পঞ্চম দফার 45টি আসনে সম্মুখ-সমরে ঘাসফুল-পদ্মফুল

কলকাতা, 16 এপ্রিল : আট দফার বঙ্গ-ভোট ৷ শেষ হয়ে গিয়েছে চার দফার নির্বাচন ৷ সেই হিসেবে অর্ধেক ভোট-পর্ব শেষ গিয়েছে ৷ কিন্তু আসন সংখ্যার হিসেবে হিসেবটা অন্যরকম ৷

প্রথম চারটি দফায় পশ্চিমবঙ্গের 135টি আসনে ভোট নেওয়া হয়েছে ৷ 294 আসনের বঙ্গ-বিধানসভার অর্ধেকের চেয়ে এই সংখ্যাটা কিছুটা কম ৷ এখনও বাকি 159টি আসনের নির্বাচন ৷

পঞ্চম দফা
পঞ্চম দফা

আর এই আসনগুলির মধ্যে 45টি-র ভোটাররা আগামিকাল, শনিবার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন ৷ ভোট হবে রাজ্যের ছ’টি জেলায় ৷ তার মধ্যে তিনটি জেলা উত্তরবঙ্গের ৷ আর বাকি তিনটি দক্ষিণবঙ্গের ৷

উত্তরের তিন জেলা - জলপাইগুড়ি (7টি আসন), কালিম্পং (1টি আসন) ও দার্জিলিংয়ে (5টি আসন) ভোট ৷ এই জেলাগুলির সবক’টি আসনেই ভোট হয়ে যাচ্ছে এই দফায় ৷ সব মিলিয়ে উত্তরবঙ্গের 13টি আসনে ভোট হতে চলেছে শনিবার ৷

কিন্তু দক্ষিণবঙ্গের তিনটি জেলায় প্রথম ধাপে ভোট হতে চলেছে আগামিকাল ৷ উত্তর 24 পরগনার 33টি আসনের মধ্যে 16টি, পূর্ব বর্ধমানের 16টি আসনের মধ্য 8টি এবং নদিয়ার 17টি আসনের মধ্যে 8টিতে ভোট হতে চলেছে পঞ্চম দফায় ৷

পঞ্চম দফার ভোটের পরিসংখ্যান
পঞ্চম দফার ভোটের পরিসংখ্যান

রাজ্যের অন্যান্য অংশের মতো এই 45টি আসনের রাজনৈতিক চিত্রও 2016 সালের পর অনেকটাই বদলে গিয়েছে ৷ যার স্পষ্ট ছবি ফুটে উঠেছিল 2019 সালের লোকসভা নির্বাচনের সময় ৷

2016 সালের বিধানসভা নির্বাচনে এই আসনগুলির মধ্যে তৃণমূল কংগ্রেস 32টি, বামফ্রন্ট 5টি, কংগ্রেস 5টি এবং অন্যান্যরা 3টি আসনে জিতেছিল ৷ কিন্তু 2019 সালের লোকসভা নির্বাচনে পুরো চিত্রটাই বদলে যায় ৷ এই আসনগুলির মধ্যে 23টিতে এগিয়ে ছিল তৃণমূল ৷ আর 22টিতে এগিয়েছিল বিজেপি ৷ 2016 সালে যেখানে খাতাই খুলতে পারেনি বিজেপি ৷ অন্যদিকে লোকসভার নিরিখে বাম, কংগ্রেস ও অন্যান্যদের খালি হাতেই ফিরতে হয় ভোটের ময়দান থেকে ৷

পঞ্চম দফার ভোটের পরিসংখ্যান
পঞ্চম দফার ভোটের পরিসংখ্যান

অন্যদিকে 2016 সালের বিধানসভা ভোট ও 2019 সালের লোকসভা নির্বাচনের ভোট শতাংশের হিসেবেও ব্যাপক পরিবর্তন চোখে পড়েছে এই এলাকায় ৷ 2016 সালে এই আসনগুলির 45.25 শতাংশ ভোট তৃণমূল কংগ্রেসের দখলে ছিল ৷ 2019 সালের লোকসভা নির্বাচনে তাদের ভোটের হার কমে হয় 41.77 শতাংশ ৷

তাছাড়া বাম, কংগ্রেস ও অন্যান্যদের ভোট ব্যাপক ভাবে কমেছে এই এলাকায় ৷ 2016 সালের বিধানসভা নির্বাচনে বামেরা 29.63 শতাংশ, কংগ্রেস 7.56 শতাংশ ও অনান্যরা 2.91 শতাংশ ভোট পেয়েছিল ৷ কিন্তু 2019 সালের লোকসভা নির্বাচনের নিরিখে ভোট শতাংশ বামেদের 5.43-এ, কংগ্রেসের 2.71- এ এবং অনান্যদের 2-এ নেমে যায় ৷

পঞ্চম দফার ভোট
পঞ্চম দফার ভোট

আর 2016 থেকে 2019, এই তিন বছরের ব্যবধানে ব্যাপক ভাবে রাজনৈতিক উত্থান হয় গেরুয়া শিবিরের ৷ 2016 সালের বিধানসভা নির্বাচনে এই আসনগুলির 9.88 শতাংশ ভোটারের সমর্থন পেয়েছিল বিজেপি ৷ কিন্তু সেই সমর্থন 2019 সালের লোকসভা নির্বাচনে বেড়ে হয় 45.20 শতাংশ ৷

আরও পড়ুন : তিন দফার ভোট একসঙ্গে করতে সওয়াল তৃণমূলের

ফলে বলাই যায় যে এবার 2021 সালের বিধানসভা নির্বাচনে সেয়ানে-সেয়ানে টক্কর হবে ঘাসফুল ও পদ্মফুল শিবিরের মধ্যে ৷ আর সেক্ষেত্রে বাম-কংগ্রেসের ভোট বাড়ে নাকি, তা আরও কমে যায়, তার উপরও ভোটের ফল অনেকটাই নির্ভর করছে ৷

কলকাতা, 16 এপ্রিল : আট দফার বঙ্গ-ভোট ৷ শেষ হয়ে গিয়েছে চার দফার নির্বাচন ৷ সেই হিসেবে অর্ধেক ভোট-পর্ব শেষ গিয়েছে ৷ কিন্তু আসন সংখ্যার হিসেবে হিসেবটা অন্যরকম ৷

প্রথম চারটি দফায় পশ্চিমবঙ্গের 135টি আসনে ভোট নেওয়া হয়েছে ৷ 294 আসনের বঙ্গ-বিধানসভার অর্ধেকের চেয়ে এই সংখ্যাটা কিছুটা কম ৷ এখনও বাকি 159টি আসনের নির্বাচন ৷

পঞ্চম দফা
পঞ্চম দফা

আর এই আসনগুলির মধ্যে 45টি-র ভোটাররা আগামিকাল, শনিবার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন ৷ ভোট হবে রাজ্যের ছ’টি জেলায় ৷ তার মধ্যে তিনটি জেলা উত্তরবঙ্গের ৷ আর বাকি তিনটি দক্ষিণবঙ্গের ৷

উত্তরের তিন জেলা - জলপাইগুড়ি (7টি আসন), কালিম্পং (1টি আসন) ও দার্জিলিংয়ে (5টি আসন) ভোট ৷ এই জেলাগুলির সবক’টি আসনেই ভোট হয়ে যাচ্ছে এই দফায় ৷ সব মিলিয়ে উত্তরবঙ্গের 13টি আসনে ভোট হতে চলেছে শনিবার ৷

কিন্তু দক্ষিণবঙ্গের তিনটি জেলায় প্রথম ধাপে ভোট হতে চলেছে আগামিকাল ৷ উত্তর 24 পরগনার 33টি আসনের মধ্যে 16টি, পূর্ব বর্ধমানের 16টি আসনের মধ্য 8টি এবং নদিয়ার 17টি আসনের মধ্যে 8টিতে ভোট হতে চলেছে পঞ্চম দফায় ৷

পঞ্চম দফার ভোটের পরিসংখ্যান
পঞ্চম দফার ভোটের পরিসংখ্যান

রাজ্যের অন্যান্য অংশের মতো এই 45টি আসনের রাজনৈতিক চিত্রও 2016 সালের পর অনেকটাই বদলে গিয়েছে ৷ যার স্পষ্ট ছবি ফুটে উঠেছিল 2019 সালের লোকসভা নির্বাচনের সময় ৷

2016 সালের বিধানসভা নির্বাচনে এই আসনগুলির মধ্যে তৃণমূল কংগ্রেস 32টি, বামফ্রন্ট 5টি, কংগ্রেস 5টি এবং অন্যান্যরা 3টি আসনে জিতেছিল ৷ কিন্তু 2019 সালের লোকসভা নির্বাচনে পুরো চিত্রটাই বদলে যায় ৷ এই আসনগুলির মধ্যে 23টিতে এগিয়ে ছিল তৃণমূল ৷ আর 22টিতে এগিয়েছিল বিজেপি ৷ 2016 সালে যেখানে খাতাই খুলতে পারেনি বিজেপি ৷ অন্যদিকে লোকসভার নিরিখে বাম, কংগ্রেস ও অন্যান্যদের খালি হাতেই ফিরতে হয় ভোটের ময়দান থেকে ৷

পঞ্চম দফার ভোটের পরিসংখ্যান
পঞ্চম দফার ভোটের পরিসংখ্যান

অন্যদিকে 2016 সালের বিধানসভা ভোট ও 2019 সালের লোকসভা নির্বাচনের ভোট শতাংশের হিসেবেও ব্যাপক পরিবর্তন চোখে পড়েছে এই এলাকায় ৷ 2016 সালে এই আসনগুলির 45.25 শতাংশ ভোট তৃণমূল কংগ্রেসের দখলে ছিল ৷ 2019 সালের লোকসভা নির্বাচনে তাদের ভোটের হার কমে হয় 41.77 শতাংশ ৷

তাছাড়া বাম, কংগ্রেস ও অন্যান্যদের ভোট ব্যাপক ভাবে কমেছে এই এলাকায় ৷ 2016 সালের বিধানসভা নির্বাচনে বামেরা 29.63 শতাংশ, কংগ্রেস 7.56 শতাংশ ও অনান্যরা 2.91 শতাংশ ভোট পেয়েছিল ৷ কিন্তু 2019 সালের লোকসভা নির্বাচনের নিরিখে ভোট শতাংশ বামেদের 5.43-এ, কংগ্রেসের 2.71- এ এবং অনান্যদের 2-এ নেমে যায় ৷

পঞ্চম দফার ভোট
পঞ্চম দফার ভোট

আর 2016 থেকে 2019, এই তিন বছরের ব্যবধানে ব্যাপক ভাবে রাজনৈতিক উত্থান হয় গেরুয়া শিবিরের ৷ 2016 সালের বিধানসভা নির্বাচনে এই আসনগুলির 9.88 শতাংশ ভোটারের সমর্থন পেয়েছিল বিজেপি ৷ কিন্তু সেই সমর্থন 2019 সালের লোকসভা নির্বাচনে বেড়ে হয় 45.20 শতাংশ ৷

আরও পড়ুন : তিন দফার ভোট একসঙ্গে করতে সওয়াল তৃণমূলের

ফলে বলাই যায় যে এবার 2021 সালের বিধানসভা নির্বাচনে সেয়ানে-সেয়ানে টক্কর হবে ঘাসফুল ও পদ্মফুল শিবিরের মধ্যে ৷ আর সেক্ষেত্রে বাম-কংগ্রেসের ভোট বাড়ে নাকি, তা আরও কমে যায়, তার উপরও ভোটের ফল অনেকটাই নির্ভর করছে ৷

Last Updated : Apr 16, 2021, 10:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.