ETV Bharat / city

সংযুক্ত মোর্চার 5 প্রার্থী জমা দিলেন মনোনয়ন - united front

সংযুক্ত মোর্চার পাঁচ প্রার্থী আজ, শনিবার মনোনয়ন জমা দিলেন । যাদবপুর, কসবা, বেহালা পূর্ব, বেহালা পশ্চিম ও টালিগঞ্জের প্রার্থীরা মনোনয়ন জমা দিলেন আলিপুরে দক্ষিণ 24 পরগনার জেলা শাসকের অফিসে ।

সংযুক্ত মোর্চার 5 প্রার্থী জমা দিলেন মনোনয়ন
সংযুক্ত মোর্চার 5 প্রার্থী জমা দিলেন মনোনয়ন
author img

By

Published : Mar 20, 2021, 3:45 PM IST

কলকাতা, 20 মার্চ : সংযুক্ত মোর্চার পাঁচ প্রার্থী আজ, শনিবার মনোনয়ন জমা দিলেন । যাদবপুর, কসবা, বেহালা পূর্ব, বেহালা পশ্চিম ও টালিগঞ্জের প্রার্থীরা মনোনয়ন জমা দিলেন আলিপুরে দক্ষিণ 24 পরগনার জেলা শাসকের অফিসে ।

সংযুক্ত মোর্চার প্রার্থীদের মিছিল
সংযুক্ত মোর্চার প্রার্থীদের মিছিল

এদিন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী বলেন, ‘‘তৃণমূল ও বিজেপিকে রুখতে আসন্ন বিধানসভা নির্বাচনে সংযুক্ত মোর্চার প্রার্থীরা রণকৌশল সাজিয়েছেন । বাংলা মানুষের নিরাপত্তা এবং সুরক্ষা দিতে আমরাই বিকল্প । আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যের প্রতারিত মানুষ তৃণমূল ও বিজেপি দুই দলকে জবাব দেবেন ।’’

সংযুক্ত মোর্চার প্রার্থীদের মিছিল
সংযুক্ত মোর্চার প্রার্থীদের মিছিল

আরও পড়ুন : তারকারা শুটিং ছেড়ে মানুষের সমস্যার কথা শুনবেন ? প্রশ্ন শ্রীলেখার

কসবার তরুণ মুখ শতরূপ ঘোষ জানান, তাঁর মূল প্রতিপক্ষ রাজ্যের মন্ত্রী জাভেদ খান । তিনি একাধিক খুনে অভিযুক্ত । তাঁর বিরুদ্ধে গোপন রণকৌশল নিয়ে ময়দানে নামছেন শতরূপ । এদিন ছিলেন বেহাল পূর্বের প্রার্থী নিহার ভক্ত । বেহাল পশ্চিমের প্রার্থী সমিতা ধর চৌধুরী প্রমুখেরা ।

কলকাতা, 20 মার্চ : সংযুক্ত মোর্চার পাঁচ প্রার্থী আজ, শনিবার মনোনয়ন জমা দিলেন । যাদবপুর, কসবা, বেহালা পূর্ব, বেহালা পশ্চিম ও টালিগঞ্জের প্রার্থীরা মনোনয়ন জমা দিলেন আলিপুরে দক্ষিণ 24 পরগনার জেলা শাসকের অফিসে ।

সংযুক্ত মোর্চার প্রার্থীদের মিছিল
সংযুক্ত মোর্চার প্রার্থীদের মিছিল

এদিন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী বলেন, ‘‘তৃণমূল ও বিজেপিকে রুখতে আসন্ন বিধানসভা নির্বাচনে সংযুক্ত মোর্চার প্রার্থীরা রণকৌশল সাজিয়েছেন । বাংলা মানুষের নিরাপত্তা এবং সুরক্ষা দিতে আমরাই বিকল্প । আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যের প্রতারিত মানুষ তৃণমূল ও বিজেপি দুই দলকে জবাব দেবেন ।’’

সংযুক্ত মোর্চার প্রার্থীদের মিছিল
সংযুক্ত মোর্চার প্রার্থীদের মিছিল

আরও পড়ুন : তারকারা শুটিং ছেড়ে মানুষের সমস্যার কথা শুনবেন ? প্রশ্ন শ্রীলেখার

কসবার তরুণ মুখ শতরূপ ঘোষ জানান, তাঁর মূল প্রতিপক্ষ রাজ্যের মন্ত্রী জাভেদ খান । তিনি একাধিক খুনে অভিযুক্ত । তাঁর বিরুদ্ধে গোপন রণকৌশল নিয়ে ময়দানে নামছেন শতরূপ । এদিন ছিলেন বেহাল পূর্বের প্রার্থী নিহার ভক্ত । বেহাল পশ্চিমের প্রার্থী সমিতা ধর চৌধুরী প্রমুখেরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.