ETV Bharat / city

বাংলার মেয়ে মীনাক্ষী, ঘুরিয়ে মমতাকে বৃদ্ধা বললেন বিমান

মুখ্যমন্ত্রী বাংলার মেয়ে নন ৷ তিনি বৃদ্ধা ৷ মুখে না বললেও নানা উদাহরণ পেশ করে তেমনই বুঝিয়ে দিলেন বিমান বসু ৷ তৃণমূলের ‘‘বাংলা নিজের মেয়েকে চায়’’ স্লোগানের কটাক্ষে একথা বলেন বামফ্রন্ট চেয়ারম্যান ৷

bengal-election-2021-leftfront-chairman-biman-basu-sneer-mamata-banerjee-on-bangla-tar-nijer-meyeke-chay-slogan
বাংলা নিজের মেয়েকে চায়,বৃদ্ধাকে নয় ! পরোক্ষে কটাক্ষ বিমান বসুর
author img

By

Published : Mar 24, 2021, 9:35 PM IST

কলকাতা, 24 মার্চ : আমাকে কেউ নিশ্চয়ই বাংলার ছেলে বলবে না, বৃদ্ধ বলবে । আর নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে দাঁড়িয়ে বলছেন বাংলার মেয়ে ৷ তিনি তো বাংলার মেয়ে হতে পারেন না ৷ বাংলার মেয়ে সিপিআইএমের নন্দীগ্রামের প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায় ৷ তৃণমূলের ‘‘বাংলা নিজের মেয়েকে চায়’’ স্লোগানের কটাক্ষ করতে গিয়ে এভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন বিমান বসু ৷ মুখে না বললেও কার্যত এভাবেই তৃণমূল নেত্রীকে বৃদ্ধা বলে কটাক্ষ করলেন বামফ্রন্ট চেয়ারম্যান ৷ পাশাপাশি তিনি এও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমের মেয়ে নন ৷ তাঁর জন্ম কলকাতায় ৷ নন্দীগ্রামে ভোট পেতে নিজেকে কলকাতার মেয়ে না বলে বীরভূমের মেয়ে বলছেন ৷

ভোটের আবহে এবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘‘বাংলা তাঁর নিজের মেয়েকে চায়’’ স্লোগানকে নিশানা করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ৷ সরাসরি না হলেও, নিজের উদাহরণ দিয়ে মুখ্যমন্ত্রীকে বৃদ্ধা বলে কটাক্ষ করলেন তিনি ৷ বলেন, ‘‘বাংলা তাঁর নিজের মেয়েকে চায় ৷ কিন্তু, উনি তো মেয়ে নন ৷ বাংলার মেয়ে নন্দীগ্রামে ওনার প্রতিপক্ষ সিপিআইএমের প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায় ৷’’ তিনি এও বলেন, বিমান বসুকে কেউ বাংলার ছেলে বলবে না ৷ বলবে বৃদ্ধ ৷

বাংলার মেয়ে মীনাক্ষী, ঘুরিয়ে মমতাকে বৃদ্ধা বললেন বিমান

আরও পড়ুন :মোদি-মমতা মিথ্যে কথায় ডক্টরেট, ইস্তাহার প্রকাশ করে বললেন বিমান বসু

পাশাপাশি আজ সিএএ নিয়েও বিজেপি ও তৃণমূলকে একসঙ্গে নিশানা করেন বামফ্রন্ট চেয়ারম্যান ৷ তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তাঁর দল ক্ষমতায় না থাকলে সিএএ আটকানোর দায় নিতে পারবে না ৷ তবে, বামফ্রন্ট দায়িত্ব তার সংযুক্ত মোর্চার সঙ্গীদের নিয়ে সিএএ-র বিরুদ্ধে রুখে দাঁড়াবে বলে জানান বিমান বসু ৷ একই সঙ্গে দেগঙ্গায় ফরওয়ার্ড ব্লক প্রার্থী দেওয়ায়, জোটের সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠেছে ৷ যা নিয়ে বিমান বসু জানান, এমন বিচ্ছিন্ন ঘটনা আলোচনার মাধ্যমে তারা মিটিয়ে নেবেন ৷

কলকাতা, 24 মার্চ : আমাকে কেউ নিশ্চয়ই বাংলার ছেলে বলবে না, বৃদ্ধ বলবে । আর নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে দাঁড়িয়ে বলছেন বাংলার মেয়ে ৷ তিনি তো বাংলার মেয়ে হতে পারেন না ৷ বাংলার মেয়ে সিপিআইএমের নন্দীগ্রামের প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায় ৷ তৃণমূলের ‘‘বাংলা নিজের মেয়েকে চায়’’ স্লোগানের কটাক্ষ করতে গিয়ে এভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন বিমান বসু ৷ মুখে না বললেও কার্যত এভাবেই তৃণমূল নেত্রীকে বৃদ্ধা বলে কটাক্ষ করলেন বামফ্রন্ট চেয়ারম্যান ৷ পাশাপাশি তিনি এও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমের মেয়ে নন ৷ তাঁর জন্ম কলকাতায় ৷ নন্দীগ্রামে ভোট পেতে নিজেকে কলকাতার মেয়ে না বলে বীরভূমের মেয়ে বলছেন ৷

ভোটের আবহে এবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘‘বাংলা তাঁর নিজের মেয়েকে চায়’’ স্লোগানকে নিশানা করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ৷ সরাসরি না হলেও, নিজের উদাহরণ দিয়ে মুখ্যমন্ত্রীকে বৃদ্ধা বলে কটাক্ষ করলেন তিনি ৷ বলেন, ‘‘বাংলা তাঁর নিজের মেয়েকে চায় ৷ কিন্তু, উনি তো মেয়ে নন ৷ বাংলার মেয়ে নন্দীগ্রামে ওনার প্রতিপক্ষ সিপিআইএমের প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায় ৷’’ তিনি এও বলেন, বিমান বসুকে কেউ বাংলার ছেলে বলবে না ৷ বলবে বৃদ্ধ ৷

বাংলার মেয়ে মীনাক্ষী, ঘুরিয়ে মমতাকে বৃদ্ধা বললেন বিমান

আরও পড়ুন :মোদি-মমতা মিথ্যে কথায় ডক্টরেট, ইস্তাহার প্রকাশ করে বললেন বিমান বসু

পাশাপাশি আজ সিএএ নিয়েও বিজেপি ও তৃণমূলকে একসঙ্গে নিশানা করেন বামফ্রন্ট চেয়ারম্যান ৷ তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তাঁর দল ক্ষমতায় না থাকলে সিএএ আটকানোর দায় নিতে পারবে না ৷ তবে, বামফ্রন্ট দায়িত্ব তার সংযুক্ত মোর্চার সঙ্গীদের নিয়ে সিএএ-র বিরুদ্ধে রুখে দাঁড়াবে বলে জানান বিমান বসু ৷ একই সঙ্গে দেগঙ্গায় ফরওয়ার্ড ব্লক প্রার্থী দেওয়ায়, জোটের সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠেছে ৷ যা নিয়ে বিমান বসু জানান, এমন বিচ্ছিন্ন ঘটনা আলোচনার মাধ্যমে তারা মিটিয়ে নেবেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.