ETV Bharat / city

তফসিলিদের নিয়ে বিরূপ মন্তব্য, সুজাতার জবাব চাইল কমিশন - TMC

এবার নির্বাচন কমিশনের রোষের মুখে পড়ছেন হুগলির আরামবাগের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল খাঁ ৷ তফসিলিদের নিয়ে বিরূপ মন্তব্যের জেরে 24 ঘণ্টার মধ্যে তাঁকে জবাব দিতে বলা হয়েছে ৷

তফসিলিদের নিয়ে বিরূপ মন্তব্য, সুজাতার জবাব চাইল কমিশন
তফসিলিদের নিয়ে বিরূপ মন্তব্য, সুজাতার জবাব চাইল কমিশন
author img

By

Published : Apr 16, 2021, 8:33 PM IST

কলকাতা, 16 এপ্রিল : এবার নির্বাচন কমিশনের রোষের মুখে পড়ছেন হুগলির আরামবাগের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল খাঁ ৷ তাঁর বিরুদ্ধে তফসিলি জাতিদের নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগ উঠেছিল ৷ তার ভিত্তিতেই সুজাতার কাছে এই নিয়ে জবাব চাইল নির্বাচন কমিশন ৷ 24 ঘণ্টার মধ্যে তাঁকে জবাব দিতে বলা হয়েছে ৷

  • Election Commission of India has sought an explanation from TMC's Sujata Mondal (file photo) within 24 hours on the complaint of BJP for her "disparaging remarks against Scheduled Caste community in an interview to a TV channel" pic.twitter.com/Xigge9FfpT

    — ANI (@ANI) April 16, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সুজাতার বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল বিজেপি ৷ এমনকী, এই নিয়ে তারা জাতীয় দলিত কমিশনেও অভিযোগ জানায় বিজেপি ৷ সেই অভিযোগে জানানো হয়েছিল যে আরামবাগের তৃণমূল প্রার্থী একটি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে তফসিলি জাতিদের সম্পর্কে বিরূপ মন্তব্য করেন ৷

আরও পড়ুন : বিজেপি ক্ষমতায় এলে ঠাকুরনগরের নাম মোদিনগর হয়ে যাবে : অভিষেক

গত সোমবার জাতীয় দলিত কমিশনে এই অভিযোগ জানানোর পর বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক দুষ্মন্ত গৌতম দাবি করেছিলেন যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজাতা মণ্ডলের এই মন্তব্য অত্যন্ত অপমানজনক ৷ উন্নয়নের মাধ্যমে দলিতরা এখন অনেকটাই এগিয়ে গিয়েছে ৷ আর তাঁরা (দলিতরা) জানেন যে একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব ও বিজেপির জন্য এটা সম্ভব হয়েছে ৷

কলকাতা, 16 এপ্রিল : এবার নির্বাচন কমিশনের রোষের মুখে পড়ছেন হুগলির আরামবাগের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল খাঁ ৷ তাঁর বিরুদ্ধে তফসিলি জাতিদের নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগ উঠেছিল ৷ তার ভিত্তিতেই সুজাতার কাছে এই নিয়ে জবাব চাইল নির্বাচন কমিশন ৷ 24 ঘণ্টার মধ্যে তাঁকে জবাব দিতে বলা হয়েছে ৷

  • Election Commission of India has sought an explanation from TMC's Sujata Mondal (file photo) within 24 hours on the complaint of BJP for her "disparaging remarks against Scheduled Caste community in an interview to a TV channel" pic.twitter.com/Xigge9FfpT

    — ANI (@ANI) April 16, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সুজাতার বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল বিজেপি ৷ এমনকী, এই নিয়ে তারা জাতীয় দলিত কমিশনেও অভিযোগ জানায় বিজেপি ৷ সেই অভিযোগে জানানো হয়েছিল যে আরামবাগের তৃণমূল প্রার্থী একটি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে তফসিলি জাতিদের সম্পর্কে বিরূপ মন্তব্য করেন ৷

আরও পড়ুন : বিজেপি ক্ষমতায় এলে ঠাকুরনগরের নাম মোদিনগর হয়ে যাবে : অভিষেক

গত সোমবার জাতীয় দলিত কমিশনে এই অভিযোগ জানানোর পর বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক দুষ্মন্ত গৌতম দাবি করেছিলেন যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজাতা মণ্ডলের এই মন্তব্য অত্যন্ত অপমানজনক ৷ উন্নয়নের মাধ্যমে দলিতরা এখন অনেকটাই এগিয়ে গিয়েছে ৷ আর তাঁরা (দলিতরা) জানেন যে একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব ও বিজেপির জন্য এটা সম্ভব হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.