ETV Bharat / city

নগদ-মদ-মাদক, কমিশনের বাজেয়াপ্তের মূল্য 248.9 কোটি

এর মধ্যে নগদ টাকার পরিমাণ 37.72 কোটি ৷ জানালেন অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সঞ্জয় বসু ৷

worth-rs-248-dot-9-crore-seized-in-west-bengal
worth-rs-248-dot-9-crore-seized-in-west-bengal
author img

By

Published : Mar 30, 2021, 8:30 AM IST

কলকাতা, 29 মার্চ: নির্বাচনী আবহে রোজই নগদ ও অন্যান্য সামগ্রী বাজেয়াপ্ত করছে কমিশন ৷ এখনও পর্যন্ত বাজেয়াপ্ত করা নগদ ও অন্য সামগ্রীর মূল্য 248.9 কোটি টাকা ৷ সোমবার জানাল নির্বাচন কমিশন ৷

গতকাল অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সঞ্জয় বসু বলেন, "এখনও অবধি 248.9 কোটি টাকা মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে ৷ এর মধ্যে নগদ টাকার পরিমাণ 37.72 কোটি, 9.5 কোটি টাকা মূল্যের মদ এবং 114.44 কোটি টাকা মূল্যের মাদক ও অন্য সামগ্রী রয়েছে ৷"

আরও পড়ুন: আত্মরক্ষায় গুলি, কড়া পদক্ষেপ নিতে পারে বাহিনী; নির্দেশ কমিশনের

ইতিমধ্যে প্রথম দফার ভোট পর্ব মিটেছে রাজ্যে ৷ গত শনিবার পাঁচ জেলার 30 টি বিধানসভায় 79.79 শতাংশ ভোট পড়েছে ৷ সেদিন 191 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হয়েছে ইভিএম-এ ৷ যাদের মধ্যে 21 জন মহিলা প্রার্থী ৷ বাকি সাত দফার ভোটপর্ব মিটবে আগামী 29 এপ্রিল ৷ ফলাফল জানা যাবে 2 মে ৷

কলকাতা, 29 মার্চ: নির্বাচনী আবহে রোজই নগদ ও অন্যান্য সামগ্রী বাজেয়াপ্ত করছে কমিশন ৷ এখনও পর্যন্ত বাজেয়াপ্ত করা নগদ ও অন্য সামগ্রীর মূল্য 248.9 কোটি টাকা ৷ সোমবার জানাল নির্বাচন কমিশন ৷

গতকাল অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সঞ্জয় বসু বলেন, "এখনও অবধি 248.9 কোটি টাকা মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে ৷ এর মধ্যে নগদ টাকার পরিমাণ 37.72 কোটি, 9.5 কোটি টাকা মূল্যের মদ এবং 114.44 কোটি টাকা মূল্যের মাদক ও অন্য সামগ্রী রয়েছে ৷"

আরও পড়ুন: আত্মরক্ষায় গুলি, কড়া পদক্ষেপ নিতে পারে বাহিনী; নির্দেশ কমিশনের

ইতিমধ্যে প্রথম দফার ভোট পর্ব মিটেছে রাজ্যে ৷ গত শনিবার পাঁচ জেলার 30 টি বিধানসভায় 79.79 শতাংশ ভোট পড়েছে ৷ সেদিন 191 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হয়েছে ইভিএম-এ ৷ যাদের মধ্যে 21 জন মহিলা প্রার্থী ৷ বাকি সাত দফার ভোটপর্ব মিটবে আগামী 29 এপ্রিল ৷ ফলাফল জানা যাবে 2 মে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.