কলকাতা, 29 মার্চ : কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্রের সঙ্গে গঙ্গাবক্ষে দোল উৎসবে যোগ দিয়েছিলেন বিজেপির তিন তারকা প্রার্থী পায়েল সরকার, শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও তনুশ্রী চক্রবর্তী ৷ গঙ্গাবক্ষে তাঁদের দোল উৎসব পালনের ছবি সোশাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন বাংলার মানুষ ৷ এরপরেই ক্ষোভে ফেটে পড়েন বহু বিজেপি কর্মী ৷ প্রশ্ন ওঠে যখন সারা রাজ্যে বিজেপির কর্মীরা মার খাচ্ছে ৷ তৃণমূলের গুন্ডাবাহিনীর বিরুদ্ধে লড়াই করছে ৷ ঠিক তখন কীভাবে বিজেপির 3 প্রার্থী মদন মিত্রের সঙ্গে দল উৎসবে যোগ দেন ? এ ই ক্ষোভের খবর জানতে পেরেই এবার কর্মী সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে নিলেন অভিনেত্রী তথা বেহালা পূর্বের বিজেপির প্রার্থী পায়েল সরকার ৷
পায়েল, শ্রাবন্তী এবং তনুশ্রীর গঙ্গাবক্ষে প্রধান প্রতিপক্ষ তৃণমূলের এক নেতার সঙ্গে দল উৎসব পালন ভালভাবে নেয়নি নিচুতলার কর্মীরা ৷ সোশাল মিডিয়ায় দোলের দিনের ছবি ছড়িয়ে পড়তেই ক্ষোভপ্রকাশ করতে শুরু করেছে বিজেপি কর্মীরা ৷ এই অসন্তোষের খবর কানে যেতেই, পরিস্থিতি সামাল দিতে কর্মীদের কাছে ক্ষমা চেয়ে নিলেন অভিনেত্রী তথা বিজেপির প্রার্থী পায়েল সরকার ৷ এ নিয়ে এক ভিডিয়ো বার্তা প্রকাশ করেন পায়েল ৷
আরও পড়ুন : রঙের দিনে ঘাস-পদ্ম মিলে এ-যেন মদন-ফুল
ওই ভিডিয়ো বার্তায় পায়েল বিজেপি কর্মীদের কাছে ক্ষমা চেয়ে বলেছেন, ‘‘নমস্কার আমি পায়েল সরকার। গতকাল দোল উৎসবের সময় একটা ছবি নিয়ে অনেকে আমার উপর হয়তো মনোক্ষুণ্ণ হয়েছেন। গত 70 বছর ধরে পশ্চিমবঙ্গে চলা রাজনৈতিক প্রতিহিংসার বলি হয়েছেন আমার অসংখ্য বাংলার ভাইবোনেরা । এখানে বিরোধী দলকে তাদের মতপ্রকাশ করতে দেওয়া হয় না । বিজেপি করার অপরাধে খুন হয়েছেন 140 জনের বেশি কর্মকর্তা ৷ অপরাধ তারা বিজেপি করত । 70 বছর ধরে চলা এই রাজনৈতিক হিংসার অবসানের জন্যে বিজেপির সংগ্রাম চলছে। 140 জন শহিদের রক্তের শপথ নিয়ে বলছি, তোমাদের রক্ত আমরা বৃথা যেতে দেব না । Restoration of democracy অর্থাৎ গণতন্ত্রের পুনরুদ্ধার করাই হবে আমাদের প্রথম কাজ । 2 মে বিজেপির সরকার গঠনের পর বিরোধী শাসক একসাথে মিলেমিশে থাকবে এইরকম পরিবেশ পশ্চিমবঙ্গে তৈরি হবে ৷ এই আশা নিয়ে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি । ভালো থাকবেন, সুস্থ থাকবেন।’’