কলকাতা, 10 এপ্রিল : ভাঙড় ৷ নাম শুনলেই মনে কেমন একটা আতঙ্ক তৈরি হয় ৷ আর তার কারণ, গত কয়েক দশকে তৈরি হওয়া ওই এলাকার সামগ্রিক চিত্র ৷ বিশেষ করে নির্বাচনের সময় সেখানে যে পরিস্থিতি তৈরি হতে দেখা গিয়েছে বিগত সময়ে, তা যথেষ্ট ভয় স্বাভাবিক ভাবেই জাগাবে ৷
কিন্তু দক্ষিণ 24 পরগনার সেই এলাকাতেই এবার উলটপুরাণ ৷ একেবারে নীরবে ভোটপর্ব শেষ হল ভাঙড় বিধানসভা কেন্দ্রে ৷ কোথাও কোনও রাজনৈতিক হানাহানি, আক্রমণ, বোমা-বাজির খবর ছাড়াই এলাকার মানুষ বুথে গিয়ে ভোট দিলেন ৷ স্মরণাতীত কালের মধ্যে সম্ভবত প্রথমবার এই ছবি উঠে এল ভাঙড়ে ৷
গত কয়েকটি নির্বাচনের দিকে যদি তাকানো যায়, তাহলে দেখা যাবে যে দক্ষিণ 24 পরগনার এই বিধানসভা এলাকায় ভোটের দিন গোলমাল অবধারিত ছিল ৷ পঞ্চায়েত ভোট থেকে লোকসভা নির্বাচন, সবসময়ই ভাঙড়ে গোলমালের ছবি সামনে এসেছে ৷ কোথাও দুই রাজনৈতিক দলের সমর্থকরা নিজেদের মধ্যে সঙ্ঘর্ষে জড়িয়েছেন ৷ কোথাও আবার গোলমাল আকার নিয়েছে বোমাবাজি ও আগ্নেয়াস্ত্র ব্যবহারে ৷
প্রায় প্রতিটি নির্বাচনে যে ব্যক্তিকে ভাঙড়ের গোলমালের অন্যতম অভিযুক্ত হিসেবে কাঠগড়ায় তোলা হয়েছে, সেই আরাবুল ইসলাম এদিন নিজের ভোট দিয়ে ঘুরে বেড়ালেন শুধু তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসগুলিতে৷
স্বাভাবিক ভাবেই তাই এই নীরবতা ভাঙড়ের কোন ভবিষ্যতের দিকে ইঙ্গিত করছে ? কারণ, এই ভাঙড়ের তৃণমূল কংগ্রেস প্রার্থীর নাম ঘোষণা হতেই ক্ষোভ প্রকাশ করেছিলেন আরাবুল ইসলাম ৷ যদিও পরে তৃণমূলের এই প্রাক্তন বিধায়ক দলের হয়েই কাজ শুরু করেন ৷ সেই কারণেই কি এবার কোনওরকম গোলমাল ছাড়া ভোটপর্ব মিটল ভাঙড়ে, উঠছে প্রশ্ন ৷
যদিও স্থানীয় মানুষ এর কৃতিত্ব দিচ্ছেন নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনীকে ৷ প্রথমবার শান্তিপূর্ণ ভাবে ভোট দিতে পেরে অনেকে রীতিমতো বিস্মিত ৷
তবে ভোটের আগে তৃণমূল কংগ্রেসের শওকত মোল্লাকে নিয়ে বিস্তর হইচই হয়েছে ৷ শুক্রবারও নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল সংযুক্ত মোর্চা ৷ এবার সেখানে তাদের প্রার্থী ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নওশাদ সিদ্দিকী ৷
শনিবার সকালের দিকে ভাঙড়ের সাইহাটিতে 251 এবং 252 নম্বর বুথে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ উঠছিল তৃণমূলের বিরুদ্ধে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে যান নওশাদ সিদ্দিকি ৷ এরপরেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ৷ এমনকি, তাঁকে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছে ৷
তার পর আর সেভাবে কোনও খবর হয়নি ভাঙড় নিয়ে ৷ তাই ভাঙড়ের শান্তিপূর্ণ ভোটই চতুর্থ দফায় সবচেয়ে বড় চমক বলে মনে করছে রাজনৈতিক মহল ৷
আরও পড়ুন : বারুদের স্তুপের উপরই বসে ছিল কোচবিহার
যদিও তার পরও প্রশ্ন থেকে যাচ্ছে, এই শান্তিপূর্ণ ভোট কি আগামী 2 মে আরও বড় কোনও চমক দেবে রাজ্যবাসীর জন্য ? আর তা যদি হয়, সেক্ষেত্রে কে হাসবেন শেষ হাসি - তৃণমূলের রেজাউল করিম, বিজেপির সৌমী হাতি নাকি আইএসএফ এর নওশাদ সিদ্দিকী ?