কলকাতা, 22 এপ্রিল : মুর্শিদাবাদের দুই বিধানসভা আসনে ফের নির্বাচনের দিন পরবর্তন করা হল ৷ বৃহস্পতিবার নির্বাচন কমিশনের তরফে এই নির্দেশ দেওয়া হয়েছে ৷
মুর্শিদাবাদের দু’টি বিধানসভা কেন্দ্র সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে সংযুক্ত মোর্চার প্রার্থীরা করোনায় আক্রান্ত হয়ে মারা যান ৷ তাই ওই দুই কেন্দ্রে ভোট স্থগিত হয়ে যায় ৷ পরে নির্বাচন কমিশনের তরফে জানানো হয় যে ওই দুই কেন্দ্রে আগামী 13 মে নির্বাচন হবে ৷
কিন্তু ওই দিন ঈদ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে ৷ তাই উৎসবের দিনে ভোট না করার দাবি জানিয়েছিলেন অনেকে ৷ সেই দাবিকে মান্যতা দিয়েই ওই দুই কেন্দ্রে ভোটের দিনে পরিবর্তন করল নির্বাচন কমিশন ৷
আরও পড়ুন : জগদ্দলে দলের 7 এজেন্ট নিখোঁজ, অভিযোগ তৃণমূলের
কমিশনের তরফে জানা গিয়েছে যে সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে ভোট হবে আগামী 16 মে ৷ ভোট গণনা হবে 19 মে ৷ ভোট প্রক্রিয়া 21 মে-র মধ্যেই শেষ করতে হবে বলে কমিশন জানিয়েছে ।
আরও পড়ুন : "শীতলকুচি করার ইচ্ছে ?" পুলিশের সঙ্গে বচসা তৃণমূল নেতার