ETV Bharat / city

Mamata on Double Murder : জোড়া কাউন্সিলর খুনের ঘটনায় আইনশৃঙ্খলা নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর - Mamata's Order on Double Murder Case

রবিবার রাজ্যের দুই প্রান্ত পানিহাটি ও ঝালদায় দুষ্কৃতীদের হাতে খুন হয়েছেন দু’জন কাউন্সিলর । পানিহাটিতে তৃণমূল কাউন্সিলর (Panihati Murder Case) ও ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুন হন (Jhalda Murder Case) ৷ এই ঘটনা দু’টিতে রং না দেখে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee on Double Murder Case of Panihati-Jhalda) ।

bengal-cm-mamata-banerjee-on-double-murder-case-of-panihati-jhalda
Mamata's Order on Double Murder Case : জোড়া কাউন্সিলর খুনের ঘটনায় নবান্নে আইনশৃঙ্খলা নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রী
author img

By

Published : Mar 14, 2022, 8:32 PM IST

কলকাতা, 14 মার্চ : জোড়া কাউন্সিলর খুনের ঘটনায় রং না দেখে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee on Double Murder Case of Panihati-Jhalda) । রবিবার রাজ্যের দুই প্রান্তে দুষ্কৃতীদের হাতে খুন হয়েছেন দু’জন কাউন্সিলর । এর মধ্যে পানিহাটিতে খুন হয়েছেন শাসকদলের কাউন্সিলর, অন্যদিকে পুরুলিয়া ঝালদা খুন হয়েছেন কংগ্রেস কাউন্সিলর ।

এই ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল । সোমবার নবান্নে এই নিয়ে বৈঠকে বসে রাজ্য পুলিশ এবং প্রশাসনকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee Chairs High Level Meeting on Twin Murder Case) । অপরাধ দমন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ এবং প্রশাসন যেন রং না দেখে নিরপেক্ষ হয়ে ব্যবস্থা গ্রহণ করে, এদিন এমনই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ।

প্রসঙ্গত, এদিনের বৈঠকে নবান্নে রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকরা ছাড়াও উপস্থিত ছিলেন কলকাতার পুলিশ কমিশনার, রাজ্যের স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা, রাজ্য পুলিশের এডিজি (আইন শৃঙ্খলা) এবং ডিআইজি সিআইডি । এখানেই মুখ্যমন্ত্রী বলেন, বিভিন্ন জায়গায় গন্ডগোল করার চেষ্টা করছে বিরোধীরা ৷ অশান্তির ঘটনায় রাজনীতির রং না দেখে ব্যবস্থা নিতে হবে ।

আসলে সকাল থেকেই বিধানসভার ভেতরে এবং বাইরে এই জোড়া কাউন্সিলর খুনের ঘটনায় বিরোধীরা তৃণমূলকে কোণঠাসা করার চেষ্টা করেছে । এই অবস্থায় এই ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিবৃতিও দাবি করছে বিরোধীরা । এই অবস্থায় জল যাতে হাতের বাইরে না যায়, সেজন্য পুলিশ এবং প্রশাসনকে কড়া হওয়ার বার্তা দিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান ‌৷ বিরোধীরা সক্রিয় হওয়ার আগে পুলিশ এবং প্রশাসনকে সক্রিয় করে একইসঙ্গে তাদের মুখ বন্ধ করার চেষ্টাও করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

পানিহাটিতে গতকালই খুনের ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে । ইতিমধ্যেই এই খুনের পেছনে কারা রয়েছে, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে । একইভাবে ঝালদাতেও পুলিশকে সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । সেক্ষেত্রে যদি শাসকদলের কেউ যুক্ত থাকে তাকেও যেন না করা হয় বলেই জানিয়েছেন তিনি ।

এদিকে সোমবার দুপুরে আনিস কাণ্ডের (Anis Khan Murder Case) তদন্ত চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন ফুরফুরা শরীফের পীরজাদা কাসেম সিদ্দিকী । মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর প্রায় আধঘণ্টা কথা হয় । সেখান থেকে বেরিয়ে কাসেম সিদ্দিকী জানিয়েছেন, মুখ্যমন্ত্রী বলেছেন এই ঘটনার শেষ দেখে ছাড়বেন । আনিস খানের হত্যাকাণ্ড কেউ ছাড়া পাবে না বলে আশ্বাসও দিয়েছেন তিনি ।

এদিন পীরজাদা বলেন, ‘‘আনিস খানের মৃত্যু নিয়ে এদিন দিদির সঙ্গে আলোচনা হয়েছে । মুখ্যমন্ত্রী বলেছেন, আমি সিট গঠন করেছি । অবশ্যই সিট নিরপেক্ষ তদন্ত করবে । এবং যে দোষী সে অবশ্যই শাস্তি পাবে ।’’ জানা গিয়েছে, এদিন মুখ্যমন্ত্রী পীরজাদাকে এই বলে আশ্বস্ত করেছেন যে সিটের তদন্ত সঠিক পথেই এগোচ্ছে । আনিস খানের বাবা নিশ্চিত থাকতে পারেন, দোষীরা শাস্তি পাবেন । তিনি (মুখ্যমন্ত্রী) স্বয়ং তাঁর পাশেই আছেন ।

আরও পড়ুন : Firhad on Jhalda & Panihati Murder : ঝালদা ও পানিহাটি খুনে যুক্ত থাকতে পারে ভিনরাজ্যের দুষ্কৃতীরা, আশঙ্কা ফিরহাদের

কলকাতা, 14 মার্চ : জোড়া কাউন্সিলর খুনের ঘটনায় রং না দেখে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee on Double Murder Case of Panihati-Jhalda) । রবিবার রাজ্যের দুই প্রান্তে দুষ্কৃতীদের হাতে খুন হয়েছেন দু’জন কাউন্সিলর । এর মধ্যে পানিহাটিতে খুন হয়েছেন শাসকদলের কাউন্সিলর, অন্যদিকে পুরুলিয়া ঝালদা খুন হয়েছেন কংগ্রেস কাউন্সিলর ।

এই ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল । সোমবার নবান্নে এই নিয়ে বৈঠকে বসে রাজ্য পুলিশ এবং প্রশাসনকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee Chairs High Level Meeting on Twin Murder Case) । অপরাধ দমন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ এবং প্রশাসন যেন রং না দেখে নিরপেক্ষ হয়ে ব্যবস্থা গ্রহণ করে, এদিন এমনই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ।

প্রসঙ্গত, এদিনের বৈঠকে নবান্নে রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকরা ছাড়াও উপস্থিত ছিলেন কলকাতার পুলিশ কমিশনার, রাজ্যের স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা, রাজ্য পুলিশের এডিজি (আইন শৃঙ্খলা) এবং ডিআইজি সিআইডি । এখানেই মুখ্যমন্ত্রী বলেন, বিভিন্ন জায়গায় গন্ডগোল করার চেষ্টা করছে বিরোধীরা ৷ অশান্তির ঘটনায় রাজনীতির রং না দেখে ব্যবস্থা নিতে হবে ।

আসলে সকাল থেকেই বিধানসভার ভেতরে এবং বাইরে এই জোড়া কাউন্সিলর খুনের ঘটনায় বিরোধীরা তৃণমূলকে কোণঠাসা করার চেষ্টা করেছে । এই অবস্থায় এই ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিবৃতিও দাবি করছে বিরোধীরা । এই অবস্থায় জল যাতে হাতের বাইরে না যায়, সেজন্য পুলিশ এবং প্রশাসনকে কড়া হওয়ার বার্তা দিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান ‌৷ বিরোধীরা সক্রিয় হওয়ার আগে পুলিশ এবং প্রশাসনকে সক্রিয় করে একইসঙ্গে তাদের মুখ বন্ধ করার চেষ্টাও করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

পানিহাটিতে গতকালই খুনের ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে । ইতিমধ্যেই এই খুনের পেছনে কারা রয়েছে, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে । একইভাবে ঝালদাতেও পুলিশকে সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । সেক্ষেত্রে যদি শাসকদলের কেউ যুক্ত থাকে তাকেও যেন না করা হয় বলেই জানিয়েছেন তিনি ।

এদিকে সোমবার দুপুরে আনিস কাণ্ডের (Anis Khan Murder Case) তদন্ত চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন ফুরফুরা শরীফের পীরজাদা কাসেম সিদ্দিকী । মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর প্রায় আধঘণ্টা কথা হয় । সেখান থেকে বেরিয়ে কাসেম সিদ্দিকী জানিয়েছেন, মুখ্যমন্ত্রী বলেছেন এই ঘটনার শেষ দেখে ছাড়বেন । আনিস খানের হত্যাকাণ্ড কেউ ছাড়া পাবে না বলে আশ্বাসও দিয়েছেন তিনি ।

এদিন পীরজাদা বলেন, ‘‘আনিস খানের মৃত্যু নিয়ে এদিন দিদির সঙ্গে আলোচনা হয়েছে । মুখ্যমন্ত্রী বলেছেন, আমি সিট গঠন করেছি । অবশ্যই সিট নিরপেক্ষ তদন্ত করবে । এবং যে দোষী সে অবশ্যই শাস্তি পাবে ।’’ জানা গিয়েছে, এদিন মুখ্যমন্ত্রী পীরজাদাকে এই বলে আশ্বস্ত করেছেন যে সিটের তদন্ত সঠিক পথেই এগোচ্ছে । আনিস খানের বাবা নিশ্চিত থাকতে পারেন, দোষীরা শাস্তি পাবেন । তিনি (মুখ্যমন্ত্রী) স্বয়ং তাঁর পাশেই আছেন ।

আরও পড়ুন : Firhad on Jhalda & Panihati Murder : ঝালদা ও পানিহাটি খুনে যুক্ত থাকতে পারে ভিনরাজ্যের দুষ্কৃতীরা, আশঙ্কা ফিরহাদের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.