ETV Bharat / city

Mamata Meets ADG IB : গোয়েন্দা ব্যর্থতা নিয়ে নয়া এডিজি আইবিকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী - Double Murder Case of Two Councilor

সম্প্রতি রাজ্যে পরপর কয়েকটি খুনের ঘটনা ঘটেছে ৷ তা নিয়ে গোয়েন্দা ব্যর্থতার অভিযোগ উঠছে ৷ এই পরিস্থিতিতে রাজ্যের নয়া এডিজি আইবি-র সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় (Bengal CM Mamata Banerjee Meets New ADG IB of State Police) ৷

bengal-cm-mamata-banerjee-meets-new-adg-ib-of-state-police
Mamata Meets ADG IB : গোয়েন্দা ব্যর্থতা নিয়ে নয়া এডিজি আইবিকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী
author img

By

Published : Mar 21, 2022, 7:08 PM IST

কলকাতা, 21 মার্চ : নবান্নে এডিজি (আইবি)-র সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee Meets New ADG IB of State Police) । সম্প্রতি রাজ্য পুলিশের নতুন এডিজি (আইবি) হয়েছেন 1996 ব্যাচের আইপিএস অফিসার রাজীব মিশ্র । বিদায়ী এডিজি (আইবি) নীরজকুমার সিংকে এডিজি (প্রশাসন)-1 পদে আনা হয়েছে । সোমবার তাঁর সঙ্গেই বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী ।

রাজ্যের জোড়া কাউন্সিলর খুনের (Double Murder Case of Two Councilor) ঘটনায় গোয়েন্দা ব্যর্থতার দিকে আঙ্গুল তুলেছে রাজনৈতিক মহল । আর সেই জায়গা থেকেই আজ এই বৈঠক ছিল গুরুত্বপূর্ণ । নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর তরফে এই বৈঠকে বার্তা দেওয়া হয়েছে, আগামিদিনে গোয়েন্দা দফতরকে আরও যাতে শক্তিশালী করা যায় সে বিষয়ে নজর দিতে হবে । একই সঙ্গে যাতে এই ধরনের ঘটনার পূর্বাভাস আগে থেকেই পাওয়া যায়, তাও নিশ্চিত করতে হবে ।

কয়েকদিন আগেই রাজ্যের মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী রাজ্যের সমস্ত প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক করেন । সেখানেও তিনি রাজ্যের গোয়েন্দাদের আগাম খবর পাওয়ার ক্ষেত্রে ব্যর্থতার কথা উল্লেখ করেছিলেন । ফলে বিষয়টা যে কতটা গুরুত্বপূর্ণ, তা বোঝাই যাচ্ছে ।

এদিন মুখ্যমন্ত্রীও বার্তা দিয়েছেন যাতে দ্রুত এই সমস্যার সমাধান করা যায় । রাজ্যে জোড়া কাউন্সিলর খুন এবং আনিশ কাণ্ড (Anis Khan Murder Case) রাজ্য সরকারকে বিড়ম্বনার মধ্যে ফেলেছে ৷ সেই একই ঘটনা যে বারবার ঘটুক তা চান না মমতা । সে কারণেই গোয়েন্দা দফতরকে আরও সক্রিয় করার বার্তা দিয়েছেন তিনি ।

আরও পড়ুন : Fraud Case in Kolkata : দিল্লি মেডিক্যাল কলেজে ভর্তির নামে 52 লক্ষ টাকার প্রতারণা, অসম থেকে ধৃত 1

কলকাতা, 21 মার্চ : নবান্নে এডিজি (আইবি)-র সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee Meets New ADG IB of State Police) । সম্প্রতি রাজ্য পুলিশের নতুন এডিজি (আইবি) হয়েছেন 1996 ব্যাচের আইপিএস অফিসার রাজীব মিশ্র । বিদায়ী এডিজি (আইবি) নীরজকুমার সিংকে এডিজি (প্রশাসন)-1 পদে আনা হয়েছে । সোমবার তাঁর সঙ্গেই বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী ।

রাজ্যের জোড়া কাউন্সিলর খুনের (Double Murder Case of Two Councilor) ঘটনায় গোয়েন্দা ব্যর্থতার দিকে আঙ্গুল তুলেছে রাজনৈতিক মহল । আর সেই জায়গা থেকেই আজ এই বৈঠক ছিল গুরুত্বপূর্ণ । নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর তরফে এই বৈঠকে বার্তা দেওয়া হয়েছে, আগামিদিনে গোয়েন্দা দফতরকে আরও যাতে শক্তিশালী করা যায় সে বিষয়ে নজর দিতে হবে । একই সঙ্গে যাতে এই ধরনের ঘটনার পূর্বাভাস আগে থেকেই পাওয়া যায়, তাও নিশ্চিত করতে হবে ।

কয়েকদিন আগেই রাজ্যের মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী রাজ্যের সমস্ত প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক করেন । সেখানেও তিনি রাজ্যের গোয়েন্দাদের আগাম খবর পাওয়ার ক্ষেত্রে ব্যর্থতার কথা উল্লেখ করেছিলেন । ফলে বিষয়টা যে কতটা গুরুত্বপূর্ণ, তা বোঝাই যাচ্ছে ।

এদিন মুখ্যমন্ত্রীও বার্তা দিয়েছেন যাতে দ্রুত এই সমস্যার সমাধান করা যায় । রাজ্যে জোড়া কাউন্সিলর খুন এবং আনিশ কাণ্ড (Anis Khan Murder Case) রাজ্য সরকারকে বিড়ম্বনার মধ্যে ফেলেছে ৷ সেই একই ঘটনা যে বারবার ঘটুক তা চান না মমতা । সে কারণেই গোয়েন্দা দফতরকে আরও সক্রিয় করার বার্তা দিয়েছেন তিনি ।

আরও পড়ুন : Fraud Case in Kolkata : দিল্লি মেডিক্যাল কলেজে ভর্তির নামে 52 লক্ষ টাকার প্রতারণা, অসম থেকে ধৃত 1

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.