ETV Bharat / city

Mamata Praises Modi: ইডি-সিবিআইয়ের অভিযানের পিছনে মোদির মদত ! বিশ্বাস করেন না মমতা - ED

সোমবার বিধানসভায় কেন্দ্রীয় এজেন্সিগুলির অতি সক্রিয়তা নিয়ে প্রস্তাব পাস হয় ৷ সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) নিজের বক্তব্যে জানান, কেন্দ্রীয় এজেন্সি দিয়ে বিরোধীদের হেনস্তা করার চক্রান্ত মোদি করেন বলে তিনি বিশ্বাস করেন না ৷

Bengal CM Mamata Banerjee doesn't believe PM Narendra Modi is behind ED and CBI raids in West Bengal
Mamata Praises Modi: ইডি-সিবিআইয়ের অভিযানের পিছনে মোদির মদত ! বিশ্বাস করেন না মমতা
author img

By

Published : Sep 19, 2022, 5:08 PM IST

Updated : Sep 19, 2022, 5:50 PM IST

কলকাতা, 19 সেপ্টেম্বর : কেন্দ্রীয় এজেন্সিগুলির অতি সক্রিয়তা নিয়ে প্রস্তাবের উপর বলতে উঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) সার্টিফিকেট দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) ৷ সোমবার বিধানসভায় সিবিআই ও ইডি নোটিশ নিয়ে তিনি বলেন, ‘‘আমি বিশ্বাস করি না এটা নরেন্দ্র মোদি করেছে ৷ বিজেপি (BJP) নেতারা করেছে ৷’’

সোমবার বিধানসভায় ইডি (ED) ও সিবিআইয়ের (CBI) অতি সক্রিয়তা নিয়ে প্রস্তাব পেশ হয় ৷ পরে সেই প্রস্তাব 189-64 ভোটে পাস হয় ৷ তার আগে প্রস্তাবের পক্ষে বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি সেখানে রাজ্য সরকারকে না জানিয়ে কেন্দ্রীয় এজেন্সিগুলির অভিযান নিয়ে প্রশ্ন তোলেন ৷ তাঁর পালটা চ্যালেঞ্জ, বিজেপি নেতাদের বাড়িতেও তল্লাশি চালালে অনেক টাকা পাওয়া যাবে ৷

এই নিয়ে বিরোধীদের আক্রমণ করার পর তিনি বলেন, ‘‘সিবিআই আগে প্রধানমন্ত্রীর দফতরের অধীনে ৷ এখন তা চলে গিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে ৷ অনেক আইন দেশে বদলে গিয়েছে ৷‘‘ একই সঙ্গে বিরোধীদের ইডি-সিবিআইয়ের নোটিশ দেওয়া নিয়েও সরব হন তিনি ৷ মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমি এটা বিশ্বাস করি না এটা নরেন্দ্র মোদি করেছে ৷ এটা বিজেপির নেতারা করছেন ৷’’

অন্যদিকে তিনি বলেন, ‘‘পেগাসাস (Pegasus Spyware) দিয়ে সবাইকে নিয়ন্ত্রণ করা হচ্ছে ৷ আপনার পার্টি আপনার বিরুদ্ধে পেগাসাস লাগিয়েছে ৷ জন্মদিন গিয়েছে, ওঁকে কিছু বলতে চাই না ৷’’ তার পর প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তাঁর কটাক্ষ, ‘‘চিতা আর হুলোকে এক করবেন না ৷ চিতা হল সরকার৷ হুলো ম্যাও ম্যাও করে ৷’’ তার পর প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘‘প্রধানমন্ত্রীজি এদেরকে সামলান ৷ এরা তো চিতা কিনতে বারণ করে না ৷ বাংলার বাড়ি দিতে বারণ করে ৷’’

তিনি আরও জানান, কেন্দ্রীয় এজেন্সি দিয়ে হেনস্তা করে কেন্দ্রীয় সরকার ও স্থানীয় বিজেপি নেতারা ৷ এই প্রসঙ্গে তিনি মহারাষ্ট্র, কর্নাটকে সরকার ভাঙা নিয়ে বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন তিনি ৷ ঝাড়খণ্ডে সরকার ভাঙতে চেয়েছিল ৷ কিন্তু বাংলার পুলিশ হাতেনাতে ধরেছে বলে দাবি করেন তিনি ৷ একই সঙ্গে তিনি প্রশ্ন করেন, সরকার ভাঙার টাকা বিজেপি কোথা থেকে পাচ্ছে ?

আরও পড়ুন : বিধানসভায় শুভেন্দুকে প্রথমে তুই-তোকারি, ভোটাভুটির সময় সৌজন্য মমতার

কলকাতা, 19 সেপ্টেম্বর : কেন্দ্রীয় এজেন্সিগুলির অতি সক্রিয়তা নিয়ে প্রস্তাবের উপর বলতে উঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) সার্টিফিকেট দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) ৷ সোমবার বিধানসভায় সিবিআই ও ইডি নোটিশ নিয়ে তিনি বলেন, ‘‘আমি বিশ্বাস করি না এটা নরেন্দ্র মোদি করেছে ৷ বিজেপি (BJP) নেতারা করেছে ৷’’

সোমবার বিধানসভায় ইডি (ED) ও সিবিআইয়ের (CBI) অতি সক্রিয়তা নিয়ে প্রস্তাব পেশ হয় ৷ পরে সেই প্রস্তাব 189-64 ভোটে পাস হয় ৷ তার আগে প্রস্তাবের পক্ষে বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি সেখানে রাজ্য সরকারকে না জানিয়ে কেন্দ্রীয় এজেন্সিগুলির অভিযান নিয়ে প্রশ্ন তোলেন ৷ তাঁর পালটা চ্যালেঞ্জ, বিজেপি নেতাদের বাড়িতেও তল্লাশি চালালে অনেক টাকা পাওয়া যাবে ৷

এই নিয়ে বিরোধীদের আক্রমণ করার পর তিনি বলেন, ‘‘সিবিআই আগে প্রধানমন্ত্রীর দফতরের অধীনে ৷ এখন তা চলে গিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে ৷ অনেক আইন দেশে বদলে গিয়েছে ৷‘‘ একই সঙ্গে বিরোধীদের ইডি-সিবিআইয়ের নোটিশ দেওয়া নিয়েও সরব হন তিনি ৷ মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমি এটা বিশ্বাস করি না এটা নরেন্দ্র মোদি করেছে ৷ এটা বিজেপির নেতারা করছেন ৷’’

অন্যদিকে তিনি বলেন, ‘‘পেগাসাস (Pegasus Spyware) দিয়ে সবাইকে নিয়ন্ত্রণ করা হচ্ছে ৷ আপনার পার্টি আপনার বিরুদ্ধে পেগাসাস লাগিয়েছে ৷ জন্মদিন গিয়েছে, ওঁকে কিছু বলতে চাই না ৷’’ তার পর প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তাঁর কটাক্ষ, ‘‘চিতা আর হুলোকে এক করবেন না ৷ চিতা হল সরকার৷ হুলো ম্যাও ম্যাও করে ৷’’ তার পর প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘‘প্রধানমন্ত্রীজি এদেরকে সামলান ৷ এরা তো চিতা কিনতে বারণ করে না ৷ বাংলার বাড়ি দিতে বারণ করে ৷’’

তিনি আরও জানান, কেন্দ্রীয় এজেন্সি দিয়ে হেনস্তা করে কেন্দ্রীয় সরকার ও স্থানীয় বিজেপি নেতারা ৷ এই প্রসঙ্গে তিনি মহারাষ্ট্র, কর্নাটকে সরকার ভাঙা নিয়ে বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন তিনি ৷ ঝাড়খণ্ডে সরকার ভাঙতে চেয়েছিল ৷ কিন্তু বাংলার পুলিশ হাতেনাতে ধরেছে বলে দাবি করেন তিনি ৷ একই সঙ্গে তিনি প্রশ্ন করেন, সরকার ভাঙার টাকা বিজেপি কোথা থেকে পাচ্ছে ?

আরও পড়ুন : বিধানসভায় শুভেন্দুকে প্রথমে তুই-তোকারি, ভোটাভুটির সময় সৌজন্য মমতার

Last Updated : Sep 19, 2022, 5:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.