ETV Bharat / city

BJP Nabanna Abhijan: শুভেন্দু-সুকান্ত-দিলীপের নেতৃত্বে তিন দিক থেকে এগোবে মিছিল, নবান্নকে ঘিরতে পরিকল্পনা বিজেপি'র - বিজেপির নবান্ন অভিযান

রাজ্যে নিয়োগ দুর্নীতির প্রতিবাদে ও মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে নবান্ন অভিযানের ডাক দিয়েছে বিজেপি (BJP Nabanna Abhijan) ৷ এই কর্মীসূচি ঘিরে পরিকল্পনা তৈরি করছে বঙ্গ বিজেপি (roadmap prepared for BJP Nabanna Abhijan) ৷

BJP Nabanna Abhijan
ETV Bharat
author img

By

Published : Sep 9, 2022, 6:58 PM IST

কলকাতা, 9 সেপ্টেম্বর: হাতে বাকি আর মাত্র কটা দিন । তারপরেই রাজ্য বিজেপি'র মেগা বিক্ষোভ কর্মসূচি ৷ রাজ্যে নিয়োগ দুর্নীতি-সহ একাধিক দুর্নীতির প্রতিবাদে ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে 13 সেপ্টেম্বর নবান্ন অভিযানের ডাক দিয়েছে বঙ্গ বিজেপি (BJP Nabanna Abhijan) ৷ 'চোর ধরো জেল ভরো' স্লোগানকে সামনে রেখে ইতিমধ্যেই এই কর্মসূচির প্রচার শুরু করেছে রাজ্য বিজেপি নেতৃত্ব ৷ চলছে জেলায় জেলায় প্রচার ৷ বলা যায়, বর্তমানে এই বিক্ষোভ কর্মসূচির শেষ বেলার প্রস্তুতিতে ব্যস্ত পদ্মশিবির ৷

নবান্ন অভিযানকে সফল করতে কোমর বেঁধেছে বঙ্গ বিজেপি ৷ ইতিমধ্যেই দিল্লি থেকে রাজ্যে এসে পৌঁছেছে বিজেপি নেতৃত্ব । চূড়ান্ত করা হয়েছে অভিযানের রোড ম্যাপ । কে কোন দ্বায়িত্বে থাকবে তাও একরকম ঠিক হয়ে গিয়েছে । নয়া কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসলের উপস্থিতিতে কলকাতায় বিজেপি'র প্রদেশ কার্যালয়ে বসেছে সাংগঠনিক বৈঠক । বিজেপি সূত্র মারফৎ জানা গিয়েছে, 13 সেপ্টেম্বর শহর এবং জেলার বিভিন্ন জায়গা থেকে বহু কর্মী-সমর্থক এই কর্মসূচিতে যোগ দেবেন (13 September BJP Nabanna Abhijan) ।

আরও পড়ুন: 'চোরের মায়ের বড় গলা !' মালদার আইন অমান্যে সুকান্তর নিশানায় মমতা

বিভিন্ন দিক থেকে আসা কর্মী সমর্থকরা শহর ও শহরতলীর তিন জায়গায় জমায়েত করবেন (roadmap prepared for BJP Nabanna Abhijan) । জমায়েত হবে কলেজ স্ট্রিট, সাঁতরাগাছি এবং হাওড়ায় । ওই দিন কলেজ স্ট্রিটের দ্বায়িত্বে থাকবেন দলের সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷ তাঁর সঙ্গে থাকবেন দীপক বর্মন, জগন্নাথ সরকার, প্রিয়াঙ্কা টিবরেওয়াল । সাঁতরাগাছি'র মিছিলের দায়িত্বে থাকবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ তাঁকে সঙ্গ দেবেন লকেট চট্টোপাধ্যায়, রাহুল সিনহা, সৌমিত্র খান, কুমার হেমব্রেম এবং বিমান ঘোষ ।

হাওড়ার দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারকে (Sukanta Majumdar) ৷ থাকবেন অগ্নিমিত্রা পল, শমীক ভট্টাচার্য, এসএস আলুওয়ালিয়া, সুভাষ সরকার, শান্তনু ঠাকুর, মহাদেব সরকার এবং সঞ্জয় সিং । তবে কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল কোথায় থাকবেন তা এখনও জানা যায়নি । জানা গিয়েছে, শীর্ষ নেতৃত্বের নির্দেশ অনুসারে একেবারে নবান্ন পর্যন্ত যাওয়ার চেষ্টা করা হবে । এই অভিযানকে গণ-আন্দোলনের রূপ দিতে তাই তিনটি পয়েন্টের দ্বায়িত্বে থাকবেন পদ্ম শিবিরের প্রধান তিন নেতা । মিছিলের তিনটি প্রধান পয়েন্ট এবং রুট-ম্যাপ দেখতে শুক্রবার সকল সকাল হেস্টিংস দফতর থেকে বেরিয়ে এলাকা পরিদর্শন করেন সুনীল বনসল, জ্যোতির্ময় সিং মাহাতো, অগ্নিমিত্রা পল এবং উমেশ রাই । রেল সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গ থেকে কর্মী সমর্থকদের শহরে নিয়ে আসার জন্য ট্রেন ভাড়া করার আবেদন জানানো হয়েছে বিজেপি'র তরফে ।

কলকাতা, 9 সেপ্টেম্বর: হাতে বাকি আর মাত্র কটা দিন । তারপরেই রাজ্য বিজেপি'র মেগা বিক্ষোভ কর্মসূচি ৷ রাজ্যে নিয়োগ দুর্নীতি-সহ একাধিক দুর্নীতির প্রতিবাদে ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে 13 সেপ্টেম্বর নবান্ন অভিযানের ডাক দিয়েছে বঙ্গ বিজেপি (BJP Nabanna Abhijan) ৷ 'চোর ধরো জেল ভরো' স্লোগানকে সামনে রেখে ইতিমধ্যেই এই কর্মসূচির প্রচার শুরু করেছে রাজ্য বিজেপি নেতৃত্ব ৷ চলছে জেলায় জেলায় প্রচার ৷ বলা যায়, বর্তমানে এই বিক্ষোভ কর্মসূচির শেষ বেলার প্রস্তুতিতে ব্যস্ত পদ্মশিবির ৷

নবান্ন অভিযানকে সফল করতে কোমর বেঁধেছে বঙ্গ বিজেপি ৷ ইতিমধ্যেই দিল্লি থেকে রাজ্যে এসে পৌঁছেছে বিজেপি নেতৃত্ব । চূড়ান্ত করা হয়েছে অভিযানের রোড ম্যাপ । কে কোন দ্বায়িত্বে থাকবে তাও একরকম ঠিক হয়ে গিয়েছে । নয়া কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসলের উপস্থিতিতে কলকাতায় বিজেপি'র প্রদেশ কার্যালয়ে বসেছে সাংগঠনিক বৈঠক । বিজেপি সূত্র মারফৎ জানা গিয়েছে, 13 সেপ্টেম্বর শহর এবং জেলার বিভিন্ন জায়গা থেকে বহু কর্মী-সমর্থক এই কর্মসূচিতে যোগ দেবেন (13 September BJP Nabanna Abhijan) ।

আরও পড়ুন: 'চোরের মায়ের বড় গলা !' মালদার আইন অমান্যে সুকান্তর নিশানায় মমতা

বিভিন্ন দিক থেকে আসা কর্মী সমর্থকরা শহর ও শহরতলীর তিন জায়গায় জমায়েত করবেন (roadmap prepared for BJP Nabanna Abhijan) । জমায়েত হবে কলেজ স্ট্রিট, সাঁতরাগাছি এবং হাওড়ায় । ওই দিন কলেজ স্ট্রিটের দ্বায়িত্বে থাকবেন দলের সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷ তাঁর সঙ্গে থাকবেন দীপক বর্মন, জগন্নাথ সরকার, প্রিয়াঙ্কা টিবরেওয়াল । সাঁতরাগাছি'র মিছিলের দায়িত্বে থাকবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ তাঁকে সঙ্গ দেবেন লকেট চট্টোপাধ্যায়, রাহুল সিনহা, সৌমিত্র খান, কুমার হেমব্রেম এবং বিমান ঘোষ ।

হাওড়ার দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারকে (Sukanta Majumdar) ৷ থাকবেন অগ্নিমিত্রা পল, শমীক ভট্টাচার্য, এসএস আলুওয়ালিয়া, সুভাষ সরকার, শান্তনু ঠাকুর, মহাদেব সরকার এবং সঞ্জয় সিং । তবে কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল কোথায় থাকবেন তা এখনও জানা যায়নি । জানা গিয়েছে, শীর্ষ নেতৃত্বের নির্দেশ অনুসারে একেবারে নবান্ন পর্যন্ত যাওয়ার চেষ্টা করা হবে । এই অভিযানকে গণ-আন্দোলনের রূপ দিতে তাই তিনটি পয়েন্টের দ্বায়িত্বে থাকবেন পদ্ম শিবিরের প্রধান তিন নেতা । মিছিলের তিনটি প্রধান পয়েন্ট এবং রুট-ম্যাপ দেখতে শুক্রবার সকল সকাল হেস্টিংস দফতর থেকে বেরিয়ে এলাকা পরিদর্শন করেন সুনীল বনসল, জ্যোতির্ময় সিং মাহাতো, অগ্নিমিত্রা পল এবং উমেশ রাই । রেল সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গ থেকে কর্মী সমর্থকদের শহরে নিয়ে আসার জন্য ট্রেন ভাড়া করার আবেদন জানানো হয়েছে বিজেপি'র তরফে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.