ETV Bharat / city

স্কুলের গাফিলতিতেই কৃত্তিকার মৃত্যু, দাবি করে মামলার আর্জি হাইকোর্টে

জি ডি বিড়লা স্কুলে ছাত্রী আত্মঘাতী হওয়ার ঘটনায় স্কুলের গাফিলতি রয়েছে । এই দাবি জানিয়ে আজ হাইকোর্টে মামলা দায়ের করার আর্জি জানালেন এক আইনজীবী ।

ফাইল ফোটো
author img

By

Published : Jun 24, 2019, 7:09 PM IST

কলকাতা, 24 জুন : জি ডি বিড়লা স্কুলে ছাত্রী আত্মঘাতী হওয়ার ঘটনায় স্কুলের গাফিলতি রয়েছে । এই দাবি জানিয়ে আজ হাইকোর্টে মামলা দায়ের করার আর্জি জানালেন এক আইনজীবী । প্রিয়াঙ্কা তিবরেওয়াল নামে ওই আইনজীবী জানান, কৃত্তিকার মৃত্যুতে গাফিলতি রয়েছে স্কুলেরও । কারণ ছাত্রছাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত কিছু নির্দিষ্ট গাইডলাইন মানেনি তারা । তাই মামলা করতে চান তিনি । বিচারপতি প্রতীকপ্রকাশ ব্যানার্জি তাতে সম্মতি দেন । জানান, বৃহস্পতিবারের মধ্যে মামলা দায়ের করতে হবে প্রিয়াঙ্কাকে ।

প্রিয়াঙ্কা আজ বিচারপতি প্রতীক প্রকাশ ব্যানার্জির সিঙ্গল বেঞ্চে জানান, তিনি সম্প্রতি জি ডি বিড়লা স্কুলে ছাত্রীর মৃত্যুর বিষয়টি নিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করতে চান । কারণ এই ব্যাপারে যথেষ্ট গাফিলতি রয়েছে স্কুলের । তারপর তিনি জানান, নভেম্বর মাসে হাইকোর্টের বিচারপতি নাদিরা পাথেরিয়া রাজ্যের স্কুলগুলিতে বাচ্চাদের নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত একটি গাইডলাইন মানার নির্দেশ দিয়েছিলেন । এবং সেই মামলায় আবেদনকারীর আইনজীবী ছিলেন এই প্রিয়াঙ্কা তিবরেওয়াল । তাঁর বক্তব্য, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত যে গাইডলাইন মানতে বলা হয়েছিল আদালতের তরফ থেকে, তা মানেনি এই স্কুল । তাই কৃত্তিকা পালের মৃত্যু হয়েছে । সবটা শুনে বিচারপতি জানান, তিনি মামলাটি শুনবেন ।

প্রসঙ্গত, শুক্রবার জি ডি বিড়লা স্কুলের বাথরুমে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা গেছিল দশম শ্রেণির ছাত্রী কৃত্তিকা পালকে । তারপর নার্সিংহোমে তাঁর মৃত্যু হয় । স্কুলের CCTV ফুটেজ দেখে জানা যায়, পঞ্চম পিরিয়ড শেষ হতেই সে তার সহপাঠীদের বলে মাথা যন্ত্রণা করছে, তাই সে সিক রুমে যাচ্ছে । কিন্তু সিক রুমে যাওয়ার বদলে সে বাথরুমে যায় । ষষ্ঠ পিরিয়ডে শিক্ষিকা তার খোঁজ করলে সহপাঠীদের থেকে জানতে পারেন সে সিক রুমে । সপ্তম পিরিয়ডে ফের তার খোঁজ পড়ে । এরপর রক্তাক্ত অবস্থায় তাকে পাওয়া যায় শৌচালয়ে । পরে পাওয়া যায় সুইসাইড নোট । আত্মহত্যা, না অন্যকিছু তা নিয়ে যখন দ্বন্দ্ব তুঙ্গে । পাওয়া যায় তার চিঠি । যা থেকে স্পষ্ট হয় আত্মঘাতী হয়েছে কৃত্তিকা ।

কলকাতা, 24 জুন : জি ডি বিড়লা স্কুলে ছাত্রী আত্মঘাতী হওয়ার ঘটনায় স্কুলের গাফিলতি রয়েছে । এই দাবি জানিয়ে আজ হাইকোর্টে মামলা দায়ের করার আর্জি জানালেন এক আইনজীবী । প্রিয়াঙ্কা তিবরেওয়াল নামে ওই আইনজীবী জানান, কৃত্তিকার মৃত্যুতে গাফিলতি রয়েছে স্কুলেরও । কারণ ছাত্রছাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত কিছু নির্দিষ্ট গাইডলাইন মানেনি তারা । তাই মামলা করতে চান তিনি । বিচারপতি প্রতীকপ্রকাশ ব্যানার্জি তাতে সম্মতি দেন । জানান, বৃহস্পতিবারের মধ্যে মামলা দায়ের করতে হবে প্রিয়াঙ্কাকে ।

প্রিয়াঙ্কা আজ বিচারপতি প্রতীক প্রকাশ ব্যানার্জির সিঙ্গল বেঞ্চে জানান, তিনি সম্প্রতি জি ডি বিড়লা স্কুলে ছাত্রীর মৃত্যুর বিষয়টি নিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করতে চান । কারণ এই ব্যাপারে যথেষ্ট গাফিলতি রয়েছে স্কুলের । তারপর তিনি জানান, নভেম্বর মাসে হাইকোর্টের বিচারপতি নাদিরা পাথেরিয়া রাজ্যের স্কুলগুলিতে বাচ্চাদের নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত একটি গাইডলাইন মানার নির্দেশ দিয়েছিলেন । এবং সেই মামলায় আবেদনকারীর আইনজীবী ছিলেন এই প্রিয়াঙ্কা তিবরেওয়াল । তাঁর বক্তব্য, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত যে গাইডলাইন মানতে বলা হয়েছিল আদালতের তরফ থেকে, তা মানেনি এই স্কুল । তাই কৃত্তিকা পালের মৃত্যু হয়েছে । সবটা শুনে বিচারপতি জানান, তিনি মামলাটি শুনবেন ।

প্রসঙ্গত, শুক্রবার জি ডি বিড়লা স্কুলের বাথরুমে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা গেছিল দশম শ্রেণির ছাত্রী কৃত্তিকা পালকে । তারপর নার্সিংহোমে তাঁর মৃত্যু হয় । স্কুলের CCTV ফুটেজ দেখে জানা যায়, পঞ্চম পিরিয়ড শেষ হতেই সে তার সহপাঠীদের বলে মাথা যন্ত্রণা করছে, তাই সে সিক রুমে যাচ্ছে । কিন্তু সিক রুমে যাওয়ার বদলে সে বাথরুমে যায় । ষষ্ঠ পিরিয়ডে শিক্ষিকা তার খোঁজ করলে সহপাঠীদের থেকে জানতে পারেন সে সিক রুমে । সপ্তম পিরিয়ডে ফের তার খোঁজ পড়ে । এরপর রক্তাক্ত অবস্থায় তাকে পাওয়া যায় শৌচালয়ে । পরে পাওয়া যায় সুইসাইড নোট । আত্মহত্যা, না অন্যকিছু তা নিয়ে যখন দ্বন্দ্ব তুঙ্গে । পাওয়া যায় তার চিঠি । যা থেকে স্পষ্ট হয় আত্মঘাতী হয়েছে কৃত্তিকা ।

Intro:স্কুলের গাফিলতিতেই মৃত্যুহয়েছে কৃত্তিকা পালের দাবি করে মামলার আর্জি হাইকোর্টে Body:
মানস নস্কর---

স্কুলের গাফিলতিতেই মৃত্যু দশম শ্রেণির ছাত্রী কৃত্তিকা পালের দাবি করে মামলার আর্জি হাইকোর্টে

কলকাতা ২৪জুনঃ
জি ডি বিড়লা স্কুলে ছাত্রী মৃত্যর ঘটনায় স্কুলের গাফিলতি রয়েছে দাবি করে হাইকোর্টে মামলা দায়ের করতে আর্জি জানালেন আইনজীবী। বিচারপতি প্রতীক প্রকাশ ব্যানার্জি সন্মতি দিয়ে জানালেন আগামী বৃহস্পতিবারের মধ্যে মামলা দায়ের করতে।

আইনজীবী প্রিয়াঙ্কা তিবরেওয়াল আজ বিচারপতি প্রতীক প্রকাশ ব্যানার্জির
সিংগল বেঞ্চে এসে জানান তিনি সম্প্রতি জি ডি বিড়লা স্কুলে ঘটে যাওয়া একটা মর্মান্তিক ঘটনার ব্যাপারে কোর্টের দৃষ্টি আকর্ষণ করতে চান।এবং এই ব্যাপারে স্কুলের যথেষ্ট গাফিলতি রয়েছে বলে তিনি মনে করেন।গত নভেম্বর মাসে হাইকোর্টের বিচারপতি নাদিরা পাথেরিয়া রাজ্যের স্কুল গুলিতে বাচ্চাদের নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত একটি গাইডলাইন মানার নির্দেশ দিয়েছিলেন।এবং সেই মামলায়ও আবেদনকারীর আইনজীবী ছিলেন এই প্রিয়াঙ্কা তিবরেওয়াল।তার বক্তব্য নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত যে গাইডলাইন মানতে বলা হয়েছিল সেগুলি ঠিকঠাক মানা হয়নি বলেই কৃত্তিকা পালের মৃত্যু ঘটেছে।এরপর বিচারপতি জানান তিনি মামলাটি শুনবেন।

প্রসঙ্গত গত শুক্রবার জিডি বিড়লা স্কুলের বাথরুমে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা গেছিল দশম শ্রেণির ছাত্রী কৃত্তিকা পালকে।তারপর তার মৃত্যু হয়।
স্কুলের সিসিটিভি ফুটেজ দেখে জানাগেছে, পঞ্চম পিরিয়ড শেষ হতেই সে তাঁর সহপাঠীদের বলে তাঁর মাথা যন্ত্রণা করছে, তাই সে সিক রুমে যাচ্ছে। কিন্তু ১:২৯-এ সিক রুমে যাওয়ার বদলে সে বাথরুমে চলে গেছিল।
ষষ্ঠ পিরিয়ডে শিক্ষিকা তাঁর খোঁজ করলে, সহপাঠীদের থেকে জানতে পারেন সে সিক রুমে। সপ্তম পিরিয়ডে ফের তাঁর খোঁজ পড়ে। এরপর শুরু হয় খোজা। শেষে তার খোজ মেলে শৌচালয়ে।  শৌচালয়ের মেঝেতে  রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল কৃত্তিকা।
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.