ETV Bharat / city

Man Arrested With Cocaine পেটের ভিতর লুকিয়ে কোকেন পাচারের চেষ্টা, কলকাতায় এনসিবির হাতে ধৃত ব্রাজিলের যুবক

পেটের ভিতরে লুকিয়ে দমদম বিমানবন্দরে কোকেন পাচার করতে গিয়ে ধরা পড়ল ব্রাজিলের এক যুবক (Brazilian man with cocaine arrested) ৷ তাকে গ্রেফতার করেছে এনসিবি (Man Arrested With Cocaine) ৷

cocaine at kolkata airport
ETV Bharat
author img

By

Published : Aug 26, 2022, 5:36 PM IST

Updated : Aug 26, 2022, 7:41 PM IST

কলকাতা, 26 অগস্ট: পেটের ভিতরে লুকিয়ে কোকেন পাচারের চেষ্টার অভিযোগে ব্রাজিল থেকে কলকাতায় আসা এক যুবককে গ্রেফতার করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) । তার কাছ থেকে উদ্ধার হয়েছে 44টি কোকেন ক্যাপসুল ৷ যার ওজন প্রায় পাঁচশো গ্রাম (man arrested with cocaine from Kolkata) ।

এনসিবি (NCB) সূত্রের খবর, চলতি মাসের 12 তারিখ ব্রাজিলের বাসিন্দা পাওলো সিজার পিনহেইরো বাস্তরস দুবাই থেকে কলকাতা বিমানবন্দরে আসেন ৷ জানা গিয়েছে, দুবাই হয়ে কলকাতায় আসেন ব্রাজিলের ওই যুবক ৷ কলকাতা বিমানবন্দরে আসার পর তার পেটে ব্যথা শুরু হয়ে । সঙ্গে সঙ্গে তাকে ভিআইপি রোডের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে তার পেটের এক্স-রে হয় ৷

এক্স-রে'তে দেখা যায় ওই যুবকের পেটের মধ্যে ক্যাপসুলের মতো কিছু জিনিস রয়েছে ৷ এরপর ওই ব্রাজিলায়ান যুবককে এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয় ৷ সেখানে তার অস্ত্রোপচার হয় ৷ পেট থেকে 44টি ইয়েলো ক্যাপসুল বের হয় । পরে সেই ক্যাপসুলগুলি থেকে কোকেন পাওয়া যায় ৷ যার ওজন প্রায় 500 গ্রাম ৷

cocaine at kolkata airport
এক্স-রে করে দেখা যায় ওই যুবকের পেটের মধ্যে ক্যাপসুলের মতো কিছু জিনিস রয়েছে

আরও পড়ুন: তৃণমূল নেতা সহ বঙ্গে 3 খুনে জড়িত কুখ্যাত দুষ্কৃতী ধরা পড়ল কেরালায়

ইতিমধ্যেই ব্রাজিলের ওই যুবককে গ্রেফতার করেছে এনসিবি (Man Arrested With Cocaine) ৷ শুক্রবার তাকে বারাসত আদালতে তোলার পর ওই যুবককে নিজেদের হেফাজতে নিয়েছেন নারকোটিক্স ডিপার্টমেন্টের আধিকারিকরা ৷

কলকাতা, 26 অগস্ট: পেটের ভিতরে লুকিয়ে কোকেন পাচারের চেষ্টার অভিযোগে ব্রাজিল থেকে কলকাতায় আসা এক যুবককে গ্রেফতার করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) । তার কাছ থেকে উদ্ধার হয়েছে 44টি কোকেন ক্যাপসুল ৷ যার ওজন প্রায় পাঁচশো গ্রাম (man arrested with cocaine from Kolkata) ।

এনসিবি (NCB) সূত্রের খবর, চলতি মাসের 12 তারিখ ব্রাজিলের বাসিন্দা পাওলো সিজার পিনহেইরো বাস্তরস দুবাই থেকে কলকাতা বিমানবন্দরে আসেন ৷ জানা গিয়েছে, দুবাই হয়ে কলকাতায় আসেন ব্রাজিলের ওই যুবক ৷ কলকাতা বিমানবন্দরে আসার পর তার পেটে ব্যথা শুরু হয়ে । সঙ্গে সঙ্গে তাকে ভিআইপি রোডের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে তার পেটের এক্স-রে হয় ৷

এক্স-রে'তে দেখা যায় ওই যুবকের পেটের মধ্যে ক্যাপসুলের মতো কিছু জিনিস রয়েছে ৷ এরপর ওই ব্রাজিলায়ান যুবককে এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয় ৷ সেখানে তার অস্ত্রোপচার হয় ৷ পেট থেকে 44টি ইয়েলো ক্যাপসুল বের হয় । পরে সেই ক্যাপসুলগুলি থেকে কোকেন পাওয়া যায় ৷ যার ওজন প্রায় 500 গ্রাম ৷

cocaine at kolkata airport
এক্স-রে করে দেখা যায় ওই যুবকের পেটের মধ্যে ক্যাপসুলের মতো কিছু জিনিস রয়েছে

আরও পড়ুন: তৃণমূল নেতা সহ বঙ্গে 3 খুনে জড়িত কুখ্যাত দুষ্কৃতী ধরা পড়ল কেরালায়

ইতিমধ্যেই ব্রাজিলের ওই যুবককে গ্রেফতার করেছে এনসিবি (Man Arrested With Cocaine) ৷ শুক্রবার তাকে বারাসত আদালতে তোলার পর ওই যুবককে নিজেদের হেফাজতে নিয়েছেন নারকোটিক্স ডিপার্টমেন্টের আধিকারিকরা ৷

Last Updated : Aug 26, 2022, 7:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.