ETV Bharat / city

Man Arrested With Cocaine পেটের ভিতর লুকিয়ে কোকেন পাচারের চেষ্টা, কলকাতায় এনসিবির হাতে ধৃত ব্রাজিলের যুবক - man arrested with cocaine from Kolkata

পেটের ভিতরে লুকিয়ে দমদম বিমানবন্দরে কোকেন পাচার করতে গিয়ে ধরা পড়ল ব্রাজিলের এক যুবক (Brazilian man with cocaine arrested) ৷ তাকে গ্রেফতার করেছে এনসিবি (Man Arrested With Cocaine) ৷

cocaine at kolkata airport
ETV Bharat
author img

By

Published : Aug 26, 2022, 5:36 PM IST

Updated : Aug 26, 2022, 7:41 PM IST

কলকাতা, 26 অগস্ট: পেটের ভিতরে লুকিয়ে কোকেন পাচারের চেষ্টার অভিযোগে ব্রাজিল থেকে কলকাতায় আসা এক যুবককে গ্রেফতার করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) । তার কাছ থেকে উদ্ধার হয়েছে 44টি কোকেন ক্যাপসুল ৷ যার ওজন প্রায় পাঁচশো গ্রাম (man arrested with cocaine from Kolkata) ।

এনসিবি (NCB) সূত্রের খবর, চলতি মাসের 12 তারিখ ব্রাজিলের বাসিন্দা পাওলো সিজার পিনহেইরো বাস্তরস দুবাই থেকে কলকাতা বিমানবন্দরে আসেন ৷ জানা গিয়েছে, দুবাই হয়ে কলকাতায় আসেন ব্রাজিলের ওই যুবক ৷ কলকাতা বিমানবন্দরে আসার পর তার পেটে ব্যথা শুরু হয়ে । সঙ্গে সঙ্গে তাকে ভিআইপি রোডের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে তার পেটের এক্স-রে হয় ৷

এক্স-রে'তে দেখা যায় ওই যুবকের পেটের মধ্যে ক্যাপসুলের মতো কিছু জিনিস রয়েছে ৷ এরপর ওই ব্রাজিলায়ান যুবককে এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয় ৷ সেখানে তার অস্ত্রোপচার হয় ৷ পেট থেকে 44টি ইয়েলো ক্যাপসুল বের হয় । পরে সেই ক্যাপসুলগুলি থেকে কোকেন পাওয়া যায় ৷ যার ওজন প্রায় 500 গ্রাম ৷

cocaine at kolkata airport
এক্স-রে করে দেখা যায় ওই যুবকের পেটের মধ্যে ক্যাপসুলের মতো কিছু জিনিস রয়েছে

আরও পড়ুন: তৃণমূল নেতা সহ বঙ্গে 3 খুনে জড়িত কুখ্যাত দুষ্কৃতী ধরা পড়ল কেরালায়

ইতিমধ্যেই ব্রাজিলের ওই যুবককে গ্রেফতার করেছে এনসিবি (Man Arrested With Cocaine) ৷ শুক্রবার তাকে বারাসত আদালতে তোলার পর ওই যুবককে নিজেদের হেফাজতে নিয়েছেন নারকোটিক্স ডিপার্টমেন্টের আধিকারিকরা ৷

কলকাতা, 26 অগস্ট: পেটের ভিতরে লুকিয়ে কোকেন পাচারের চেষ্টার অভিযোগে ব্রাজিল থেকে কলকাতায় আসা এক যুবককে গ্রেফতার করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) । তার কাছ থেকে উদ্ধার হয়েছে 44টি কোকেন ক্যাপসুল ৷ যার ওজন প্রায় পাঁচশো গ্রাম (man arrested with cocaine from Kolkata) ।

এনসিবি (NCB) সূত্রের খবর, চলতি মাসের 12 তারিখ ব্রাজিলের বাসিন্দা পাওলো সিজার পিনহেইরো বাস্তরস দুবাই থেকে কলকাতা বিমানবন্দরে আসেন ৷ জানা গিয়েছে, দুবাই হয়ে কলকাতায় আসেন ব্রাজিলের ওই যুবক ৷ কলকাতা বিমানবন্দরে আসার পর তার পেটে ব্যথা শুরু হয়ে । সঙ্গে সঙ্গে তাকে ভিআইপি রোডের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে তার পেটের এক্স-রে হয় ৷

এক্স-রে'তে দেখা যায় ওই যুবকের পেটের মধ্যে ক্যাপসুলের মতো কিছু জিনিস রয়েছে ৷ এরপর ওই ব্রাজিলায়ান যুবককে এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয় ৷ সেখানে তার অস্ত্রোপচার হয় ৷ পেট থেকে 44টি ইয়েলো ক্যাপসুল বের হয় । পরে সেই ক্যাপসুলগুলি থেকে কোকেন পাওয়া যায় ৷ যার ওজন প্রায় 500 গ্রাম ৷

cocaine at kolkata airport
এক্স-রে করে দেখা যায় ওই যুবকের পেটের মধ্যে ক্যাপসুলের মতো কিছু জিনিস রয়েছে

আরও পড়ুন: তৃণমূল নেতা সহ বঙ্গে 3 খুনে জড়িত কুখ্যাত দুষ্কৃতী ধরা পড়ল কেরালায়

ইতিমধ্যেই ব্রাজিলের ওই যুবককে গ্রেফতার করেছে এনসিবি (Man Arrested With Cocaine) ৷ শুক্রবার তাকে বারাসত আদালতে তোলার পর ওই যুবককে নিজেদের হেফাজতে নিয়েছেন নারকোটিক্স ডিপার্টমেন্টের আধিকারিকরা ৷

Last Updated : Aug 26, 2022, 7:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.