ETV Bharat / city

Baishakhi-Monojit : স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কে ‘ব্যথিত’ বৈশাখী, ডিভোর্সের সিদ্ধান্ত - বৈশাখী-মনোজিৎ

স্বামী মনোজিৎ মণ্ডল বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন ৷ তাতে কষ্ট হয় তাঁর ৷ সেই কারণেই মনোজিৎকে ডিভোর্স দিতে চান তিনি ৷ দাবি বৈশাখী বন্দ্য়োপাধ্য়ায়ের ৷ বিষয়টি নিয়ে বেশি কিছু বলতে নারাজ মনোজিৎ নিজে ৷

Baishakhi Banerjee alleging extramarital affair of her husband Monojit Mandal
Baishakhi-Monojit : স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কে ‘ব্যথিত’ বৈশাখী, তাই ডিভোর্সের সিদ্ধান্ত
author img

By

Published : Sep 22, 2021, 12:54 PM IST

Updated : Sep 22, 2021, 2:30 PM IST

কলকাতা, 22 সেপ্টেম্বর : সম্পর্কের দায়ভার থেকে স্বামীকে ‘মুক্তি’ দিতেই বিবাহ বিচ্ছেদর পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন বৈশাখী বন্দ্য়োপাধ্য়ায় (Baishakhi Banerjee) ৷ তিনি নিজে অন্তত এমনটাই দাবি করেছেন ৷ বৈশাখীর বক্তব্য, তাঁর স্বামী মনোজিৎ মণ্ডল (Monojit Mandal) অন্য এক মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন ৷ আর সেই কারণেই স্বামীর কাছে ডিভোর্স চেয়েছেন তিনি ৷

আরও পড়ুন : স্থাবর-অস্থাবর সম্পত্তি বান্ধবী বৈশাখীকে লিখে দিলেন শোভন

সম্প্রতি তাঁর বিবাহিত জীবন সম্পর্কে মনের কথা খুলে বলেন বৈশাখী ৷ তাঁর দাবি, গত তিন বছর ধরে তাঁর স্বামী বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে রয়েছেন ৷ তিনি তাঁর স্বামীর এই বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানেন ৷ তাই তিনি তাঁর স্বামীকে বিবাহবন্ধন থেকে মুক্ত করতে চান ৷ বৈশাখী জানিয়েছেন, তাঁর স্বামী প্রেমিকার সঙ্গে মাঝেমধ্যে বিদেশেও যান ৷ এমনকী, ওই মহিলার একটি মেয়েও রয়েছে ৷ বৈশাখীর দাবি, এই ঘটনার জেরে মন ভাল নেই তাঁর ৷

এদিকে, ইতিমধ্যেই শোভন চট্টোপাধ্য়ায়ের (Sovan Chatterjee) সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্য়ায়ের সম্পর্ক নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে ৷ তাই আর নতুন কোনও বিবাদে জড়াতে চান না প্রাক্তন অধ্যাপিকা ৷ বদলে সরাসরি আইনি বিচ্ছেদ চান তিনি ৷ বৈশাখী মনে করেন, জোর করে কোনও সম্পর্ককে টিকিয়ে রাখা উচিত নয় ৷ তিনি সেটা করতেও চান না ৷ তিনি আক্ষেপের সুরে বলেন, “অন্য লোকেদের থেকে যখন শুনি, আমার স্বামী অন্য কারও সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, সেটা শুনতে ভাল লাগে না ৷ আমারও তো মান-সম্মান আছে ৷” আর সেই জন্যই বৈবাহিক সম্পর্কে ইতি টানতে চাইছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায় ৷

গোটা ঘটনা সরাসরি স্বীকার না করলেও মনোজিৎ জানান, ব্যক্তিগত জীবনে তিনি কী করছেন, সেই বিষয়ে কাউকে কোনও উত্তর দিতে রাজি নন ৷ বরং মনোরঞ্জনের বক্তব্য হল, বৈশাখী যখন তাঁর সঙ্গে থাকতে চাননি, তখন তিনি আপত্তি করেননি ৷ বৈশাখী বন্দ্যোপাধ্যায় বাড়ি ছেড়ে যাওয়ার সময়ও তাঁকে আটকাননি ৷ তাই তিনি এই প্রসঙ্গে কাউকে কোনও কৈফিয়ত দিতে রাজি নন ৷

কয়েক মাস আগে ফেসবুকে নিজের সঙ্গে শোভন চট্টোপাধ্যায়ের ছবি পোস্ট করে বিস্তর জল্পনা উসকে দিয়েছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায় ৷ ক্যাপশনে লিখেছিলেন ‘‘শুধু আমি থেকে আমাদের একসঙ্গে পথচলা শুরু’’ ৷ এমনকী, তাঁর ফেসবুক প্রোফাইলের নামও বদলে ‘বৈশাখী শোভন বন্দ্যোপাধ্যায়’ করেছিলেন ৷ তিনি বলেছিলেন, শোভনের নিজস্ব কোনও প্রোফাইল ফেসবুকে নেই ৷ তাই তিনি তাঁর প্রোফাইলের সঙ্গে শোভনকে জুড়ে দিয়ে ফেসবুকের এই প্রোফাইলটি রাখবেন ৷ তারপরই শোভনের তরফ থেকে জানা গিয়েছিল, তিনি তাঁর যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পত্তি বৈশাখীর নামে লিখে দিয়েছেন ৷ আর এবার স্বামীর বিরুদ্ধে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ তুলে বৈশাখী ডিভোর্সের মামলা ঠুকলেন ৷

আরও পড়ুন : Sovan-Baishakhi : বৈশাখীর সাহসকে কুর্নিশ অনুরাগীর, বোল্ড ম্য়াডোনার সঙ্গে তুলনা বাঙালি বধূর

এই প্রসঙ্গে বৈশাখীর স্বামী মনোজিৎকে প্রশ্ন করা হলে তিনি জানান, গত তিনবছর ধরে আমরা দু’জনেই একে অপরের সঙ্গে নেই ৷ আর এই জীবনে মনোজিৎ ভাল আছেন বলেই তাঁর দাবি ৷ তিনি একা থাকবেন, নাকি অন্য কারও সঙ্গে থাকবেন, সেটা একেবারেই তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত ৷ এতে বৈশাখী বন্দ্যোপাধ্যায় কোনও ‘অনধিকার’ মন্তব্য করতে পারেন না ৷

তবে বৈশাখী বা মনোজিৎ যাই বলুন, তাঁদের ডিভোর্সের খবর প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে নতুন জল্পনা ৷ তবে কি শোভনের সঙ্গে পাকাপাকিভাবে সম্পর্কে জড়াতেই পুরনো সুতো কাটছেন বৈশাখী ? এর উত্তর দেবে সময় ৷ ততদিন জল্পনা চলবেই ৷

কলকাতা, 22 সেপ্টেম্বর : সম্পর্কের দায়ভার থেকে স্বামীকে ‘মুক্তি’ দিতেই বিবাহ বিচ্ছেদর পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন বৈশাখী বন্দ্য়োপাধ্য়ায় (Baishakhi Banerjee) ৷ তিনি নিজে অন্তত এমনটাই দাবি করেছেন ৷ বৈশাখীর বক্তব্য, তাঁর স্বামী মনোজিৎ মণ্ডল (Monojit Mandal) অন্য এক মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন ৷ আর সেই কারণেই স্বামীর কাছে ডিভোর্স চেয়েছেন তিনি ৷

আরও পড়ুন : স্থাবর-অস্থাবর সম্পত্তি বান্ধবী বৈশাখীকে লিখে দিলেন শোভন

সম্প্রতি তাঁর বিবাহিত জীবন সম্পর্কে মনের কথা খুলে বলেন বৈশাখী ৷ তাঁর দাবি, গত তিন বছর ধরে তাঁর স্বামী বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে রয়েছেন ৷ তিনি তাঁর স্বামীর এই বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানেন ৷ তাই তিনি তাঁর স্বামীকে বিবাহবন্ধন থেকে মুক্ত করতে চান ৷ বৈশাখী জানিয়েছেন, তাঁর স্বামী প্রেমিকার সঙ্গে মাঝেমধ্যে বিদেশেও যান ৷ এমনকী, ওই মহিলার একটি মেয়েও রয়েছে ৷ বৈশাখীর দাবি, এই ঘটনার জেরে মন ভাল নেই তাঁর ৷

এদিকে, ইতিমধ্যেই শোভন চট্টোপাধ্য়ায়ের (Sovan Chatterjee) সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্য়ায়ের সম্পর্ক নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে ৷ তাই আর নতুন কোনও বিবাদে জড়াতে চান না প্রাক্তন অধ্যাপিকা ৷ বদলে সরাসরি আইনি বিচ্ছেদ চান তিনি ৷ বৈশাখী মনে করেন, জোর করে কোনও সম্পর্ককে টিকিয়ে রাখা উচিত নয় ৷ তিনি সেটা করতেও চান না ৷ তিনি আক্ষেপের সুরে বলেন, “অন্য লোকেদের থেকে যখন শুনি, আমার স্বামী অন্য কারও সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, সেটা শুনতে ভাল লাগে না ৷ আমারও তো মান-সম্মান আছে ৷” আর সেই জন্যই বৈবাহিক সম্পর্কে ইতি টানতে চাইছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায় ৷

গোটা ঘটনা সরাসরি স্বীকার না করলেও মনোজিৎ জানান, ব্যক্তিগত জীবনে তিনি কী করছেন, সেই বিষয়ে কাউকে কোনও উত্তর দিতে রাজি নন ৷ বরং মনোরঞ্জনের বক্তব্য হল, বৈশাখী যখন তাঁর সঙ্গে থাকতে চাননি, তখন তিনি আপত্তি করেননি ৷ বৈশাখী বন্দ্যোপাধ্যায় বাড়ি ছেড়ে যাওয়ার সময়ও তাঁকে আটকাননি ৷ তাই তিনি এই প্রসঙ্গে কাউকে কোনও কৈফিয়ত দিতে রাজি নন ৷

কয়েক মাস আগে ফেসবুকে নিজের সঙ্গে শোভন চট্টোপাধ্যায়ের ছবি পোস্ট করে বিস্তর জল্পনা উসকে দিয়েছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায় ৷ ক্যাপশনে লিখেছিলেন ‘‘শুধু আমি থেকে আমাদের একসঙ্গে পথচলা শুরু’’ ৷ এমনকী, তাঁর ফেসবুক প্রোফাইলের নামও বদলে ‘বৈশাখী শোভন বন্দ্যোপাধ্যায়’ করেছিলেন ৷ তিনি বলেছিলেন, শোভনের নিজস্ব কোনও প্রোফাইল ফেসবুকে নেই ৷ তাই তিনি তাঁর প্রোফাইলের সঙ্গে শোভনকে জুড়ে দিয়ে ফেসবুকের এই প্রোফাইলটি রাখবেন ৷ তারপরই শোভনের তরফ থেকে জানা গিয়েছিল, তিনি তাঁর যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পত্তি বৈশাখীর নামে লিখে দিয়েছেন ৷ আর এবার স্বামীর বিরুদ্ধে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ তুলে বৈশাখী ডিভোর্সের মামলা ঠুকলেন ৷

আরও পড়ুন : Sovan-Baishakhi : বৈশাখীর সাহসকে কুর্নিশ অনুরাগীর, বোল্ড ম্য়াডোনার সঙ্গে তুলনা বাঙালি বধূর

এই প্রসঙ্গে বৈশাখীর স্বামী মনোজিৎকে প্রশ্ন করা হলে তিনি জানান, গত তিনবছর ধরে আমরা দু’জনেই একে অপরের সঙ্গে নেই ৷ আর এই জীবনে মনোজিৎ ভাল আছেন বলেই তাঁর দাবি ৷ তিনি একা থাকবেন, নাকি অন্য কারও সঙ্গে থাকবেন, সেটা একেবারেই তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত ৷ এতে বৈশাখী বন্দ্যোপাধ্যায় কোনও ‘অনধিকার’ মন্তব্য করতে পারেন না ৷

তবে বৈশাখী বা মনোজিৎ যাই বলুন, তাঁদের ডিভোর্সের খবর প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে নতুন জল্পনা ৷ তবে কি শোভনের সঙ্গে পাকাপাকিভাবে সম্পর্কে জড়াতেই পুরনো সুতো কাটছেন বৈশাখী ? এর উত্তর দেবে সময় ৷ ততদিন জল্পনা চলবেই ৷

Last Updated : Sep 22, 2021, 2:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.