ETV Bharat / city

Biswajit Das : তৃণমূলে ফিরলেন বাগদার বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাস - Biswajit Das : তৃণমূলে ফিরলেন বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস, একই পথে দক্ষিণ দিনাজপুরের বিধায়কও

তৃণমূলে ফিরলেন বিশ্বজিৎ দাস (Biswajit Das) ৷ মঙ্গলবার পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) হাত থেকে দলীয় পতাকা হাতে তুলে নিলেন ৷ উপস্থিত ছিলেন সাংসদ কাকলি ঘোষদস্তিদারও ৷

তৃণমূলে ফিরলেন বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস
তৃণমূলে ফিরলেন বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস
author img

By

Published : Aug 31, 2021, 3:41 PM IST

Updated : Aug 31, 2021, 4:08 PM IST

কলকাতা, 31 অগস্ট : পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) হাত থেকে পুরানো দলীয় পতাকা ফের হাতে তুলে নিলেন বাগদার বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাস (Biswajit Das) ৷ উপস্থিত ছিলেন সাংসদ কাকলি ঘোষদস্তিদারও (Kakoli Ghosh Dastidar) ৷ ভুল বোঝাবুঝির জন্য দল ছেড়েছেন জানিয়ে বিশ্বজিৎ বলেন, "বিজেপিতে কাজের পরিবেশ নেই ৷ উন্নয়নে সামিল হব বলেই তৃণমূলে ফিরলাম ৷ উত্তর 24 পরগনা জেলায় একটি ধস নামবে ৷ মানুষ সময়ের অপেক্ষায় রয়েছেন ৷"

একসময় যে শিবিরে তাঁর দমবন্ধ হয়ে যাচ্ছিল, আজ সেই শিবিরেই ফেরত এলেন খোলা বাতাসের সন্ধানে ৷ 2011 এবং 2016-তে বনগাঁ উত্তর কেন্দ্রে ঘাসফুল শিবির থেকেই বিধায়ক নির্বাচিত হয়েছিলেন বিশ্বজিৎ ৷ তারপর একুশের বিধানসভা নির্বাচনের আগে মুকুল রায়ের (Mukul Roy) পথেই বিজেপিতে যোগদান ৷ এদিন সম্পন্ন হল প্রত্যাবর্তন পর্ব ৷

গত ক'দিন বাংলার রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে ৷ গতকাল বিষ্ণুপুরের তন্ময় ঘোষের (Tanmay Ghosh) পর এদিন বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস । একই পথে হাঁটছেন নাকি দক্ষিণ দিনাজপুরের এক বিজেপি বিধায়কও । এদিন দক্ষিণ কলকাতার সেনেটর হোটেলে পার্থ চট্টোপাধ্যায় ও সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের উপস্থিতিতে তৃণমূলে ফিরলেন বিশ্বজিৎ দাস ।

2019-এর লোকসভা নির্বাচনের পর মুকুলের পথে হেঁটেই বিজেপিতে যোগ দিয়েছিলেন বিশ্বজিৎ । সেই সময় তিনি বনগাঁ উত্তরের বিধায়কও ছিলেন । তবে দু'বছর কাটতে না কাটতেই বিজেপির সঙ্গে সম্পর্কে চির ধরল ৷ যাঁর হাত ধরে বিজেপিতে গিয়েছিলেন, তিনিও এবারের বিধানসভা নির্বাচনের পরই ঘাসফুল শিবিরে চলে আসেন ।

তবে আজ বিশ্বজিতের ঘরে ফেরা হঠাৎ নয়, এই গুঞ্জন বেশ কিছুদিন ধরেই চলছিল । বিধানসভা অধিবেশনে মুখ্যমন্ত্রীর পায়ের ধুলো নেওয়া থেকে সম্প্রতি বনগাঁয় আয়োজিত হওয়া কেন্দ্রীয় মন্ত্রীর সংবর্ধনা অনুষ্ঠানে তাঁর গরহাজিরা বারবার সেই জল্পনাই উস্কে দিচ্ছিল । এদিন দুপুর সাড়ে তিনটেয় সেই জল্পনায় সিলমোহর পড়ল ।

প্রসঙ্গত, গতকাল বিষ্ণুপুরের বিজেপি বিধায়ক তন্ময় ঘোষ রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর (Bratya Basu) উপস্থিতিতে তৃণমূলে যোগদান করেন । তারপরই এদিন ফের বেশ বড় ধাক্কাই খেল বঙ্গের পদ্ম শিবির । আরও কমল তাদের বিধায়কের সংখ্যা ৷

আরও পড়ুন : দিলীপের সভায় গরহাজিরার পরই, 'বেসুরো' মুকুল ঘনিষ্ঠ বিশ্বজিৎ

কলকাতা, 31 অগস্ট : পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) হাত থেকে পুরানো দলীয় পতাকা ফের হাতে তুলে নিলেন বাগদার বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাস (Biswajit Das) ৷ উপস্থিত ছিলেন সাংসদ কাকলি ঘোষদস্তিদারও (Kakoli Ghosh Dastidar) ৷ ভুল বোঝাবুঝির জন্য দল ছেড়েছেন জানিয়ে বিশ্বজিৎ বলেন, "বিজেপিতে কাজের পরিবেশ নেই ৷ উন্নয়নে সামিল হব বলেই তৃণমূলে ফিরলাম ৷ উত্তর 24 পরগনা জেলায় একটি ধস নামবে ৷ মানুষ সময়ের অপেক্ষায় রয়েছেন ৷"

একসময় যে শিবিরে তাঁর দমবন্ধ হয়ে যাচ্ছিল, আজ সেই শিবিরেই ফেরত এলেন খোলা বাতাসের সন্ধানে ৷ 2011 এবং 2016-তে বনগাঁ উত্তর কেন্দ্রে ঘাসফুল শিবির থেকেই বিধায়ক নির্বাচিত হয়েছিলেন বিশ্বজিৎ ৷ তারপর একুশের বিধানসভা নির্বাচনের আগে মুকুল রায়ের (Mukul Roy) পথেই বিজেপিতে যোগদান ৷ এদিন সম্পন্ন হল প্রত্যাবর্তন পর্ব ৷

গত ক'দিন বাংলার রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে ৷ গতকাল বিষ্ণুপুরের তন্ময় ঘোষের (Tanmay Ghosh) পর এদিন বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস । একই পথে হাঁটছেন নাকি দক্ষিণ দিনাজপুরের এক বিজেপি বিধায়কও । এদিন দক্ষিণ কলকাতার সেনেটর হোটেলে পার্থ চট্টোপাধ্যায় ও সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের উপস্থিতিতে তৃণমূলে ফিরলেন বিশ্বজিৎ দাস ।

2019-এর লোকসভা নির্বাচনের পর মুকুলের পথে হেঁটেই বিজেপিতে যোগ দিয়েছিলেন বিশ্বজিৎ । সেই সময় তিনি বনগাঁ উত্তরের বিধায়কও ছিলেন । তবে দু'বছর কাটতে না কাটতেই বিজেপির সঙ্গে সম্পর্কে চির ধরল ৷ যাঁর হাত ধরে বিজেপিতে গিয়েছিলেন, তিনিও এবারের বিধানসভা নির্বাচনের পরই ঘাসফুল শিবিরে চলে আসেন ।

তবে আজ বিশ্বজিতের ঘরে ফেরা হঠাৎ নয়, এই গুঞ্জন বেশ কিছুদিন ধরেই চলছিল । বিধানসভা অধিবেশনে মুখ্যমন্ত্রীর পায়ের ধুলো নেওয়া থেকে সম্প্রতি বনগাঁয় আয়োজিত হওয়া কেন্দ্রীয় মন্ত্রীর সংবর্ধনা অনুষ্ঠানে তাঁর গরহাজিরা বারবার সেই জল্পনাই উস্কে দিচ্ছিল । এদিন দুপুর সাড়ে তিনটেয় সেই জল্পনায় সিলমোহর পড়ল ।

প্রসঙ্গত, গতকাল বিষ্ণুপুরের বিজেপি বিধায়ক তন্ময় ঘোষ রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর (Bratya Basu) উপস্থিতিতে তৃণমূলে যোগদান করেন । তারপরই এদিন ফের বেশ বড় ধাক্কাই খেল বঙ্গের পদ্ম শিবির । আরও কমল তাদের বিধায়কের সংখ্যা ৷

আরও পড়ুন : দিলীপের সভায় গরহাজিরার পরই, 'বেসুরো' মুকুল ঘনিষ্ঠ বিশ্বজিৎ

Last Updated : Aug 31, 2021, 4:08 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.