ETV Bharat / city

Babul Thanks Governor : বিতর্ক শেষে শপথ নিয়ে রাজ্যপালকেও ধন্যবাদ বালিগঞ্জের বাবুলের - Bengal CM Mamata Banerjee

বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে উপ-নির্বাচনে জিতে বিধায়ক হয়েছেন বাবুল সুপ্রিয় (Babul Supriyo wins in Ballygunge By Poll) ৷ কিন্তু তাঁর শপথ নিয়ে টালবাহানা চলছিল ৷ অবশেষে জটিলতা কাটিয়ে বুধবার তিনি বিধানসভায় বিধায়ক হিসেবে শপথ নিলেন (Babul Takes oath as MLA) ৷

babul-supriyo-thanks-governor-dhankhar-after-oath-as-mla
Babul Thanks Governor : বিতর্ক শেষে শপথ নিয়ে রাজ্যপালকেও ধন্যবাদ বালিগঞ্জের বাবুলের
author img

By

Published : May 11, 2022, 4:08 PM IST

Updated : May 11, 2022, 8:31 PM IST

কলকাতা, 11 মে : জটিলতা কাটিয়ে বালিগঞ্জের বিধায়ক হিসেবে বুধবার শপথ নিলেন তৃণমূলের বাবুল সুপ্রিয় (Babul Takes oath as MLA) । শপথ শেষে তাই ধন্যবাদ জানালেন রাজ্যপাল জগদীপ ধনকড়কেও (Bengal Governor Jagdeep Dhankhar) ৷ সঙ্গে বললেন, ‘‘বিধায়ক হিসেবে অনেক আগেই আমি শুরু করে দিয়েছি । শুধু বাকি ছিল বিধায়ক হিসেবে শপথের । জটিলতা থাকলেও সব অতিক্রম করে আজ শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হল । কথায় বলে না সব ভালো যার শেষ ভালো তার । এক্ষেত্রেও তাই হল ।’’

এখানে উল্লেখ করা প্রয়োজন, এপ্রিল মাসের 12 তারিখে বালিগঞ্জ কেন্দ্রে উপ-নির্বাচন (Ballygunge Assembly Bye Election 2022) অনুষ্ঠিত হয় এবং 16 এপ্রিল হয় ফল ঘোষণা । এর মাঝে 25 দিন অতিবাহিত হয়েছে । এর পর থেকেই তাঁর শপথগ্রহণ নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল ।

babul supriyo thanks governor dhankhar after oath as mla
শপথের পর সাংবাদিক বৈঠকে বাবুল সুপ্রিয়

সাধারণত পরিষদীয় রীতি মেনে বিধায়কদের শপথগ্রহণের এই অধিকার রাজ্যপাল অধ্যক্ষকে দিয়ে থাকেন । কিন্তু এক্ষেত্রে রাজ্যপাল সেই অধিকার তাঁকে দেননি । পরিষদীয় দফতর যখন রাজ্যপাল জগদীপ ধনকড়ের কাছে বাবুলের শপথের জন্য অনুমতি চাওয়া হলে সরকারের কাছে আটকে থাকা বিলের জবাবদিহি চেয়ে তা ফিরিয়ে দেওয়া হয় । ফলে আটকে যায় বাবুলের শপথ ।

পরে অবশ্য সংবিধানের 188 ধারায় রাজ্যপাল বাবুলকে শপথবাক্য পাঠ করানোর অনুমতি দেওয়া হয় ডেপুটি স্পিকারকে । কিন্তু দায়িত্ব পাওয়ার পর এই সেই দায়িত্ব পালন করতে অস্বীকার করেন তিনি । স্পিকারকে এড়িয়ে বাবুলকে শপথগ্রহণ করাতে অস্বীকার করেন ডেপুটি স্পিকার । এই নিয়ে দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে স্পিকারের অনুরোধে এদিন শপথ বাক্য পাঠ করানোর দায়িত্ব নেন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় ।

babul supriyo thanks governor dhankhar after oath as mla
বাবুল সুপ্রিয়র শপথ গ্রহণ

ঘড়ির কাঁটায় সাড়ে বারোটা নাগাদ বিধানসভার নওশের আলী কক্ষে শপথ নেন বাবুল । বাবুলের শপথগ্রহণ উপলক্ষে সেখানে হাজির ছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, মত্‍স্য মন্ত্রী অখিল গিরি, পরিষদীয় প্রতিমন্ত্রী সন্ধ্যারানী টুডু, মুখ্য সচেতক নির্মল ঘোষ ও উপ-মুখ্য সচেতক তাপস রায় ও রাসবিহারীর বিধায়ক তথা দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল সভাপতি দেবাশিস কুমার ।

বিধানসভায় বাবুল সুপ্রিয়র সাংবাদিক বৈঠক

শপথ নেওয়ার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাবুল সুপ্রিয় জানান, শপথ নেওয়ার পর আজ বিকেলে 65 নম্বর ওয়ার্ডে যাবেন তিনি । সেখানে 5টা থেকে 8টা পর্যন্ত থাকবেন তিনি । তিনি বলেন, ‘‘সংসদে কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে দায়িত্ব সামলেছি । তবে কখনও বিধানসভায় আসিনি । আজ থেকে তাই এক নতুন অধ্যায়ের সূচনা হল । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) নির্দেশ মেনে কাজ করব । কাজ করার সুযোগ দেওয়ার জন্য তাঁকে ধন্যবাদ ।’’ একই সঙ্গে তিনি বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে (WBLA Speaker Biman Banerjee) কৃতজ্ঞতা জানিয়েছেন । ধন্যবাদ জানিয়েছেন রাজ্যপালকেও ।

আরও পড়ুন : Babul Takes Oath as MLA : 'বিভাজনের চেষ্টা করছেন রাজ্যপাল', বাবুলের শপথগ্রহণের মঞ্চ থেকে অভিযোগ উপাধ্যক্ষের

কলকাতা, 11 মে : জটিলতা কাটিয়ে বালিগঞ্জের বিধায়ক হিসেবে বুধবার শপথ নিলেন তৃণমূলের বাবুল সুপ্রিয় (Babul Takes oath as MLA) । শপথ শেষে তাই ধন্যবাদ জানালেন রাজ্যপাল জগদীপ ধনকড়কেও (Bengal Governor Jagdeep Dhankhar) ৷ সঙ্গে বললেন, ‘‘বিধায়ক হিসেবে অনেক আগেই আমি শুরু করে দিয়েছি । শুধু বাকি ছিল বিধায়ক হিসেবে শপথের । জটিলতা থাকলেও সব অতিক্রম করে আজ শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হল । কথায় বলে না সব ভালো যার শেষ ভালো তার । এক্ষেত্রেও তাই হল ।’’

এখানে উল্লেখ করা প্রয়োজন, এপ্রিল মাসের 12 তারিখে বালিগঞ্জ কেন্দ্রে উপ-নির্বাচন (Ballygunge Assembly Bye Election 2022) অনুষ্ঠিত হয় এবং 16 এপ্রিল হয় ফল ঘোষণা । এর মাঝে 25 দিন অতিবাহিত হয়েছে । এর পর থেকেই তাঁর শপথগ্রহণ নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল ।

babul supriyo thanks governor dhankhar after oath as mla
শপথের পর সাংবাদিক বৈঠকে বাবুল সুপ্রিয়

সাধারণত পরিষদীয় রীতি মেনে বিধায়কদের শপথগ্রহণের এই অধিকার রাজ্যপাল অধ্যক্ষকে দিয়ে থাকেন । কিন্তু এক্ষেত্রে রাজ্যপাল সেই অধিকার তাঁকে দেননি । পরিষদীয় দফতর যখন রাজ্যপাল জগদীপ ধনকড়ের কাছে বাবুলের শপথের জন্য অনুমতি চাওয়া হলে সরকারের কাছে আটকে থাকা বিলের জবাবদিহি চেয়ে তা ফিরিয়ে দেওয়া হয় । ফলে আটকে যায় বাবুলের শপথ ।

পরে অবশ্য সংবিধানের 188 ধারায় রাজ্যপাল বাবুলকে শপথবাক্য পাঠ করানোর অনুমতি দেওয়া হয় ডেপুটি স্পিকারকে । কিন্তু দায়িত্ব পাওয়ার পর এই সেই দায়িত্ব পালন করতে অস্বীকার করেন তিনি । স্পিকারকে এড়িয়ে বাবুলকে শপথগ্রহণ করাতে অস্বীকার করেন ডেপুটি স্পিকার । এই নিয়ে দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে স্পিকারের অনুরোধে এদিন শপথ বাক্য পাঠ করানোর দায়িত্ব নেন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় ।

babul supriyo thanks governor dhankhar after oath as mla
বাবুল সুপ্রিয়র শপথ গ্রহণ

ঘড়ির কাঁটায় সাড়ে বারোটা নাগাদ বিধানসভার নওশের আলী কক্ষে শপথ নেন বাবুল । বাবুলের শপথগ্রহণ উপলক্ষে সেখানে হাজির ছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, মত্‍স্য মন্ত্রী অখিল গিরি, পরিষদীয় প্রতিমন্ত্রী সন্ধ্যারানী টুডু, মুখ্য সচেতক নির্মল ঘোষ ও উপ-মুখ্য সচেতক তাপস রায় ও রাসবিহারীর বিধায়ক তথা দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল সভাপতি দেবাশিস কুমার ।

বিধানসভায় বাবুল সুপ্রিয়র সাংবাদিক বৈঠক

শপথ নেওয়ার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাবুল সুপ্রিয় জানান, শপথ নেওয়ার পর আজ বিকেলে 65 নম্বর ওয়ার্ডে যাবেন তিনি । সেখানে 5টা থেকে 8টা পর্যন্ত থাকবেন তিনি । তিনি বলেন, ‘‘সংসদে কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে দায়িত্ব সামলেছি । তবে কখনও বিধানসভায় আসিনি । আজ থেকে তাই এক নতুন অধ্যায়ের সূচনা হল । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) নির্দেশ মেনে কাজ করব । কাজ করার সুযোগ দেওয়ার জন্য তাঁকে ধন্যবাদ ।’’ একই সঙ্গে তিনি বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে (WBLA Speaker Biman Banerjee) কৃতজ্ঞতা জানিয়েছেন । ধন্যবাদ জানিয়েছেন রাজ্যপালকেও ।

আরও পড়ুন : Babul Takes Oath as MLA : 'বিভাজনের চেষ্টা করছেন রাজ্যপাল', বাবুলের শপথগ্রহণের মঞ্চ থেকে অভিযোগ উপাধ্যক্ষের

Last Updated : May 11, 2022, 8:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.