ETV Bharat / city

Aay Tobe Sohochori : রবীন্দ্রজয়ন্তীতে হাজির ভারত-ফ্রান্স যুগলবন্দিতে মিউজিক ভিডিয়ো 'আয় তবে সহচরী' - Aye Tobe Sohochori has been released from Melotunes Record

প্রকাশিত হল বিশ্বের দুই প্রান্তের দুই শিল্পীর এক অনবদ্য উপস্থাপনা । 'মেলোটিউনস্ রেকর্ড' থেকে প্রকাশিত হল ভারত-ফ্রান্স কোলাবরেশনে তৈরি রবীন্দ্র সংগীতের মিউজিক ভিডিয়ো, 'আয় তবে সহচরী' ।

Rabindranath Tagore News
ভারত-ফ্রান্স যুগলবন্দীতে মিউজিক ভিডিয়ো 'আয় তবে সহচরী'
author img

By

Published : May 9, 2022, 8:37 AM IST

কলকাতা, 9 মে : চির নূতনকে ডাক দিয়ে আসে বৈশাখ ৷ বর্ষবরণ পর্ব শেষ হতেই বাঙালি মেতে ওঠে আরও এক নতুন উৎসবের আমেজে । তা হল রবীন্দ্রজয়ন্তী । কবিগুরুর 162তম জন্মজয়ন্তী উপলক্ষে যখন দেশের বিভিন্ন প্রান্তে সাজো সাজো রব, তখন প্রকাশিত হল বিশ্বের দুই প্রান্তের দুই শিল্পীর এক অনবদ্য উপস্থাপনা ।

তিলোত্তমার বিখ্যাত সঙ্গীতশিল্পী ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চিত্রকর সৌমিতা সাহা ও ফরাসি সেতারবাদক গ্ৰেগ সৌজের যৌথ প্রয়াসে 'মেলোটিউনস্ রেকর্ড' থেকে প্রকাশিত হল মিউজিক ভিডিয়ো, 'আয় তবে সহচরী' ৷ ঠাকুরবাড়ি ও রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনে ফরাসি সংস্কৃতির প্রভাবের কথা রবীন্দ্র অনুরাগীদের জানা । সেই সূত্র ধরেই সৌমিতা-গ্ৰেগের হাত ধরে 2022-এ ইন্দো-ফ্রেঞ্চ সংস্কৃতির সেতুবন্ধন হল ।

সৌমিতা সম্প্রতি মহারাষ্ট্রের শিক্ষা ও স্বেচ্ছাসেবক প্রতিষ্ঠান দ্বারা 'অপরাজিতা- উইম্যান অফ দ্য ইয়ার' সম্মানে ভূষিত হয়েছেন । সাঙ্গীতিক পরিবেশে বেড়ে ওঠার কারণে রবীন্দ্রনাথ ঠাকুরের গানের প্রতি তাঁর আগ্রহ অপরিসীম । অন্যদিকে গ্ৰেগের রবীন্দ্রপ্রেমের সূত্রপাত এসেছে তাঁর পারিবারিক সূত্রে পাওয়া দর্শন শাস্ত্রের কিছু বইয়ের মাধ্যমে ।

গানটির বেশ কিছু অংশের শুটিং হয়েছে ফ্রান্সে । আর বাকিটা হয়েছে কলকাতায় । গ্ৰেগ জানান, "রবীন্দ্রনাথের ঠাকুরের গান ও কবিতা আমায় অনুপ্রেরণা জোগায় । আমার বন্ধু ও অত্যন্ত গুণী শিল্পী সৌমিতার সঙ্গে এই কাজটা করে আমি আপ্লুত । সব থেকে ভাললাগার বিষয়, সৌমিতা ও গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর দু'জনেই ভারতীয় । রবীন্দ্রনাথের জন্মজয়ন্তীতে শ্রদ্ধা নিবেদন করতে যে একজন অত্যন্ত গুণী ভারতীয় শিল্পীকে পাশে পেয়েছি, তা অনেক বড় ব্যাপার । আমি এর আগেও সৌমিতার সঙ্গে রবীন্দ্রনাথের গানের উপর কাজ করেছি । ইউরোপেও গানটি বেশ জনপ্রিয়তা লাভ করেছে ।"

আরও পড়ুন : ইন্দ্রনীলের গলায় সুর মিলিয়ে কবিপ্রণাম মমতার

ভারত-ফ্রান্স মেলবন্ধনের মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী পালনের বিষয়ে সৌমিতা বলেন, ‘‘আয় তবে সহচরী গানটির উপর কাজ করার ইচ্ছা গ্ৰেগ নিজেই প্রকাশ করে । ওর কাজের পদ্ধতি আমায় অবাক করে, ভাষা বোঝার সমস্যা থাকায় ও প্রায় তিন হাজারবার একটি গান শোনে, তারপর কাজ শুরু করে । ভারতীয় সংস্কৃতির প্রতি ওর শ্রদ্ধা ও নিষ্ঠা দেখে আমি মুগ্ধ ।’’

প্রসঙ্গত, গানের শুটিং -এ ক্যামেরায় ছিলেন অগ্নীভ চট্টোপাধ্যায় । শব্দ গ্ৰহণে ঝন্টু জানা । গানটির মাস্টারিং করেছেন গ্ৰেগ স্বয়ং।

কলকাতা, 9 মে : চির নূতনকে ডাক দিয়ে আসে বৈশাখ ৷ বর্ষবরণ পর্ব শেষ হতেই বাঙালি মেতে ওঠে আরও এক নতুন উৎসবের আমেজে । তা হল রবীন্দ্রজয়ন্তী । কবিগুরুর 162তম জন্মজয়ন্তী উপলক্ষে যখন দেশের বিভিন্ন প্রান্তে সাজো সাজো রব, তখন প্রকাশিত হল বিশ্বের দুই প্রান্তের দুই শিল্পীর এক অনবদ্য উপস্থাপনা ।

তিলোত্তমার বিখ্যাত সঙ্গীতশিল্পী ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চিত্রকর সৌমিতা সাহা ও ফরাসি সেতারবাদক গ্ৰেগ সৌজের যৌথ প্রয়াসে 'মেলোটিউনস্ রেকর্ড' থেকে প্রকাশিত হল মিউজিক ভিডিয়ো, 'আয় তবে সহচরী' ৷ ঠাকুরবাড়ি ও রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনে ফরাসি সংস্কৃতির প্রভাবের কথা রবীন্দ্র অনুরাগীদের জানা । সেই সূত্র ধরেই সৌমিতা-গ্ৰেগের হাত ধরে 2022-এ ইন্দো-ফ্রেঞ্চ সংস্কৃতির সেতুবন্ধন হল ।

সৌমিতা সম্প্রতি মহারাষ্ট্রের শিক্ষা ও স্বেচ্ছাসেবক প্রতিষ্ঠান দ্বারা 'অপরাজিতা- উইম্যান অফ দ্য ইয়ার' সম্মানে ভূষিত হয়েছেন । সাঙ্গীতিক পরিবেশে বেড়ে ওঠার কারণে রবীন্দ্রনাথ ঠাকুরের গানের প্রতি তাঁর আগ্রহ অপরিসীম । অন্যদিকে গ্ৰেগের রবীন্দ্রপ্রেমের সূত্রপাত এসেছে তাঁর পারিবারিক সূত্রে পাওয়া দর্শন শাস্ত্রের কিছু বইয়ের মাধ্যমে ।

গানটির বেশ কিছু অংশের শুটিং হয়েছে ফ্রান্সে । আর বাকিটা হয়েছে কলকাতায় । গ্ৰেগ জানান, "রবীন্দ্রনাথের ঠাকুরের গান ও কবিতা আমায় অনুপ্রেরণা জোগায় । আমার বন্ধু ও অত্যন্ত গুণী শিল্পী সৌমিতার সঙ্গে এই কাজটা করে আমি আপ্লুত । সব থেকে ভাললাগার বিষয়, সৌমিতা ও গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর দু'জনেই ভারতীয় । রবীন্দ্রনাথের জন্মজয়ন্তীতে শ্রদ্ধা নিবেদন করতে যে একজন অত্যন্ত গুণী ভারতীয় শিল্পীকে পাশে পেয়েছি, তা অনেক বড় ব্যাপার । আমি এর আগেও সৌমিতার সঙ্গে রবীন্দ্রনাথের গানের উপর কাজ করেছি । ইউরোপেও গানটি বেশ জনপ্রিয়তা লাভ করেছে ।"

আরও পড়ুন : ইন্দ্রনীলের গলায় সুর মিলিয়ে কবিপ্রণাম মমতার

ভারত-ফ্রান্স মেলবন্ধনের মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী পালনের বিষয়ে সৌমিতা বলেন, ‘‘আয় তবে সহচরী গানটির উপর কাজ করার ইচ্ছা গ্ৰেগ নিজেই প্রকাশ করে । ওর কাজের পদ্ধতি আমায় অবাক করে, ভাষা বোঝার সমস্যা থাকায় ও প্রায় তিন হাজারবার একটি গান শোনে, তারপর কাজ শুরু করে । ভারতীয় সংস্কৃতির প্রতি ওর শ্রদ্ধা ও নিষ্ঠা দেখে আমি মুগ্ধ ।’’

প্রসঙ্গত, গানের শুটিং -এ ক্যামেরায় ছিলেন অগ্নীভ চট্টোপাধ্যায় । শব্দ গ্ৰহণে ঝন্টু জানা । গানটির মাস্টারিং করেছেন গ্ৰেগ স্বয়ং।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.