কলকাতা, 23 মে : নর্থ সাউথ মেট্রো করিডোরের আরও চারটি স্টেশনে বসানো হল অটোমেটিক স্মার্ট কার্ড রিচার্জ মেশিন (ASCRM) । নর্থ সাউথ করিডোরের স্টেশনগুলিকে স্বয়ংসম্পূর্ণ করে তুলতে একাধিক পদক্ষেপ নিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ । যাত্রী স্বাচ্ছন্দ্যের জন্য স্টেশনগুলোতে বসানো হয়েছে এই মেশিন (Automatic smart card recharge machine installed in North South corridor)। এমনটাই জানিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ ।
মাস্টারদা সূর্য সেন, নেতাজি, শোভাবাজার সুতানুটি ও মহাত্মা গান্ধি মেট্রো স্টেশনে একটি করে মেশিন বসানো হয়েছে । ইস্ট ওয়েস্ট মেট্রোর পাশাপাশি নর্থ-সাউথ মেট্রো করিডরের স্টেশনগুলিকেও সাজিয়ে তোলা হচ্ছে । নিত্যদিনই বিভিন্ন উদ্যোগের মাধ্যমে সেজে উঠছে স্টেশনগুলি । স্টেশনগুলোতে যেমন ব্র্যান্ডিংয়ের মাধ্যমে নতুন রূপ দেওয়া হচ্ছে, তেমনই স্বাস্থ্য সম্পর্কিত বিশেষ মেশিন বসানো হচ্ছে (Automatic smart card recharge machine installed in four metro station)।
মেট্রোর যাঁরা প্রায় প্রতিদিন যাতায়াত করেন তাঁদের থেকে এই মেশিন বসানোর ফলে খুবই সুবিধা হবে । মেট্রোর নিত্যযাত্রীরা রোজ টিকিট না কেটে স্মার্ট কার্ড ব্যবহার করে যাতায়াত করেন । তবে স্মার্ট কার্ড রিচার্জ করাতেও অনেক সময় লম্বা লাইনে দাঁড়াতে হয় যাত্রীদের । এতে সময়ও লেগে যায় বিস্তর । তাই এবার লম্বা লাইনে না দাঁড়িয়ে খুব সহজেই এই স্বয়ংক্রিয় মেশিনগুলির মাধ্যমে যাত্রীরা নিজেরাই স্মার্ট কার্ড রিচার্জ করিয়ে নিতে পারবেন ।
আরও পড়ুন : ASCRM in Kolkata Metro : নর্থ সাউথ মেট্রো করিডোরেও এবার অটোমেটিক স্মার্ট কার্ড রিচার্জ মেশিন
এই মেশিন থেকে কেনা যাবে টোকেনও । খুব সহজেই এই মেশিনে টোকেন পাওয়া বা স্মার্ট কার্ড রিচার্জ করা যাবে । ইস্ট ওয়েস্ট মেট্রো করিডরের সবকটি স্টেশনেই রয়েছে এই সুবিধা ।