কলকাতা, 23 মে : নর্থ সাউথ মেট্রো করিডোরের আরও চারটি স্টেশনে বসানো হল অটোমেটিক স্মার্ট কার্ড রিচার্জ মেশিন (ASCRM) । নর্থ সাউথ করিডোরের স্টেশনগুলিকে স্বয়ংসম্পূর্ণ করে তুলতে একাধিক পদক্ষেপ নিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ । যাত্রী স্বাচ্ছন্দ্যের জন্য স্টেশনগুলোতে বসানো হয়েছে এই মেশিন (Automatic smart card recharge machine installed in North South corridor)। এমনটাই জানিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ ।
মাস্টারদা সূর্য সেন, নেতাজি, শোভাবাজার সুতানুটি ও মহাত্মা গান্ধি মেট্রো স্টেশনে একটি করে মেশিন বসানো হয়েছে । ইস্ট ওয়েস্ট মেট্রোর পাশাপাশি নর্থ-সাউথ মেট্রো করিডরের স্টেশনগুলিকেও সাজিয়ে তোলা হচ্ছে । নিত্যদিনই বিভিন্ন উদ্যোগের মাধ্যমে সেজে উঠছে স্টেশনগুলি । স্টেশনগুলোতে যেমন ব্র্যান্ডিংয়ের মাধ্যমে নতুন রূপ দেওয়া হচ্ছে, তেমনই স্বাস্থ্য সম্পর্কিত বিশেষ মেশিন বসানো হচ্ছে (Automatic smart card recharge machine installed in four metro station)।
![Automatic smart card recharge machine installed in North South corridor](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/wb-kol-01-fournewautomaticsmartcardrechargemachinesinstalledatfourmetrostations-copy-7206407_23052022170525_2305f_1653305725_1092.jpg)
মেট্রোর যাঁরা প্রায় প্রতিদিন যাতায়াত করেন তাঁদের থেকে এই মেশিন বসানোর ফলে খুবই সুবিধা হবে । মেট্রোর নিত্যযাত্রীরা রোজ টিকিট না কেটে স্মার্ট কার্ড ব্যবহার করে যাতায়াত করেন । তবে স্মার্ট কার্ড রিচার্জ করাতেও অনেক সময় লম্বা লাইনে দাঁড়াতে হয় যাত্রীদের । এতে সময়ও লেগে যায় বিস্তর । তাই এবার লম্বা লাইনে না দাঁড়িয়ে খুব সহজেই এই স্বয়ংক্রিয় মেশিনগুলির মাধ্যমে যাত্রীরা নিজেরাই স্মার্ট কার্ড রিচার্জ করিয়ে নিতে পারবেন ।
আরও পড়ুন : ASCRM in Kolkata Metro : নর্থ সাউথ মেট্রো করিডোরেও এবার অটোমেটিক স্মার্ট কার্ড রিচার্জ মেশিন
এই মেশিন থেকে কেনা যাবে টোকেনও । খুব সহজেই এই মেশিনে টোকেন পাওয়া বা স্মার্ট কার্ড রিচার্জ করা যাবে । ইস্ট ওয়েস্ট মেট্রো করিডরের সবকটি স্টেশনেই রয়েছে এই সুবিধা ।