কলকাতা, 13 নভেম্বর : পৌর প্রশাসনের উদাসীনতায় প্রাণ দিয়ে দিতে হল এক অটোচালককে ৷ খোলা ম্যানহোলে পড়ে প্রাণ গেল ওই ব্যক্তির ৷ শুক্রবার রাতে ঘটনাটি ঘটে কলকাতা পৌরনিগমের অন্তর্গত সেভেন ট্যাংকস লাগোয়া এলাকায় ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত অটোচালকের নাম রঞ্জন সাহা ৷ তিনি দমদম বেদিয়াপাড়ার বাসিন্দা ৷
আরও পড়ুন : কুঁদঘাটে ম্যানহোলে তলিয়ে মৃত্যু 4 সাফাইকর্মীর
এলাকাবাসী জানিয়েছেন, রঞ্জন প্রতিদিন অটো চালিয়ে ওই পথেই বাড়ি ফিরতেন ৷ প্রতিদিন ফুটপাথ ধরে হেঁটে যেতেন তিনি ৷ ওই রাস্তায় একটি ম্যানহোল দীর্ঘদিন ধরেই খোলা পড়ে আছে ৷ স্থানীয় বাসিন্দাদের দাবি, রাস্তায় আলো থাকলেও শুক্রবার রাতে সম্ভবত ম্যানহোলের সামনের আলোটি বন্ধ ছিল ৷ তবে এনিয়ে স্থানীয়দের মধ্যে মতভেদ রয়েছে ৷ একাংশের দাবি, অন্ধকারে ম্যানহোল ঠাওর করতে না পেরে তাতে পড়ে যান রঞ্জন ৷ অন্যদের বক্তব্য, হাঁটার সময় সম্ভবত অন্যমনস্ক ছিলেন ওই অটোচালক ৷ তাই চেনা রাস্তায় ম্যানহোল খোলা থাকলেও খেয়াল করেননি তিনি ৷ হয়তো সেই কারণেই খোলা ম্যানহোলে পড়ে যান তিনি ৷
আরও পড়ুন : ম্যানহোলের মুখ খোলা, চালকদের সতর্ক করতে 8 আট ঘণ্টা দাঁড়িয়ে মহিলা
ম্যানহোলে পড়েই চিৎকার শুরু করেন রঞ্জন ৷ তাঁর চিৎকার শুনে ছুটে আসেন আশপাশের মানুষ ৷ তাঁরাই ওই অটোচালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান ৷ আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা শুরু হয় রঞ্জনের ৷ শনিবার ভোররাতে সেখানেই মৃত্য়ু হয় তাঁর ৷ ঘটনার জন্য কলকাতা পৌরনিগমকেই কাঠগড়ায় তুলেছেন এলাকার বাসিন্দারা ৷ তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই ম্যানহোলটি খোলা অবস্থায় পড়ে থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনও হেলদোল ছিল না ৷ এমনকী, রঞ্জনের মৃত্যুর পরও স্থানীয় পৌরপ্রতিনিধি ঘটনাস্থলে আসার প্রয়োজন মনে করেননি ৷ ঘটনায় ক্ষুব্ধ আমজনতা ৷ তাঁদের দাবি, অবিলম্বে খোলা মুখ ম্যানহোলগুলি ঢাকা দেওয়ার বন্দোবস্ত করা হোক ৷ তা না হলে আগামী দিনে আবারও কাউকে নিজের প্রাণ বিসর্জন দিতে হবে ৷