কলকাতা, 19 নভেম্বর : ফের মালদা থেকে কলকাতায় জালনোট পাচারের চেষ্টা । তবে সফল হল না পাচারকারী । তার আগেই ধরা পড়ল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের (STF) হাতে । ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে সাড়ে চার লাখ টাকার জালনোট ।
গোয়েন্দা সূত্রে খবর, গতকাল দুপুরে ট্রেনে শিয়ালদায় আসে মালদা কালিয়াচকের শাহবাজপুরের জাকির শেখ । বয়স 42 বছর । জালনোট যে কলকাতায় ঢুকছে তার খবর ছিল গোয়েন্দাদের কাছে । সেইমতো নজর রাখা হয়েছিল শিয়ালদা এলাকায় । স্টেশন লাগোয়া বেলেঘাটা রোডে আটক করা হয় জাকিরকে । তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার হয় ২০০০ ও ৫০০ টাকার নোটে সাড়ে চার লাখ টাকার জালনোট । সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হয় জাকিরকে । সে এই জালনোট কার কাছে তুলে দিত, তা জানার চেষ্টা চলছে ।
সাধারণভাবে মালদা থেকে জাল নোট আনা হয় কলকাতায় । তারপর তা ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন প্রান্তে । সাম্প্রতিক অতীত বলছে, জালনোট আর অস্ত্র, পাশাপাশি চলছে কারবার । বৈদেশিক শক্তির হাতজশে জালনোট ঢুকছে এই রাজ্যে । তারপর তা ছড়িয়ে পড়ছে গোটা দেশে । এটাই ছিল জালনোট কারবারীদের মোডাস অপারেন্ডি । কিন্তু গোয়েন্দাদের চিন্তা বাড়িয়ে এখন জাল নোট হয়ে উঠেছে বেআইনি অস্ত্র কারবারের মাধ্যম । মুঙ্গেরি অস্ত্র তৈরির “ইঞ্জিনিয়ার"রা অস্ত্র কারবারের মাধ্যম বানিয়ে ফেলেছে জালনোট ৷ ধৃতকে আজ আদালতে তোলা হবে ।