ETV Bharat / city

বিনামূল্যে টিকা নিয়ে মোদির বিলম্বিত বোধদয়ে খুশি হলেও আশঙ্কা যাচ্ছে না তৃণমূলের - PM Modi

এদিন নরেন্দ্র মোদির এই ঘোষণাকে তাই দেরিতে বোধোদয় বলছে তৃণমূল ।

বিনামূল্যে টিকা নিয়ে মোদির বিলম্বিত বোধদয়ে খুশি হলেও আশঙ্কা যাচ্ছে না তৃণমূলের
বিনামূল্যে টিকা নিয়ে মোদির বিলম্বিত বোধদয়ে খুশি হলেও আশঙ্কা যাচ্ছে না তৃণমূলের
author img

By

Published : Jun 7, 2021, 8:02 PM IST

কলকাতা. 7 জুন : দেশে করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ কিছুটা হলেও কমেছে । ধীরে ধীরে কমছে সংক্রমণের সংখ্যাও । এর মধ্যেই বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তিনি জানিয়ে দিলেন যে বিনামূল্য সকল দেশবাসীকে ভ্যাকসিন দেওয়া হবে । তিনি জানান যে, দেশের কোনও রাজ্যকে ভ্যাকসিনের জন্য কোনও খরচ করতে হবে না । দীর্ঘদিন ধরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি জানাচ্ছিলেন, সব মানুষকে বিনামূল্যে টিকা দেওয়া হোক । আর এর আর্থিক খরচ বহন করুক কেন্দ্র । এদিন নরেন্দ্র মোদির এই ঘোষণাকে তাই দেরিতে বোধোদয় বলছে তৃণমূল ।

এদিন এ বিষয়ে তৃণমূল সাংসদ সৌগত রায়কে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘কেন্দ্রীয় সরকার এদিন যে সিদ্ধান্ত ঘোষণা করেছে সেটা অবশ্যই ভালো । দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস এই দাবি জানিয়ে আসছিল । তবে আরও আগে এই সিদ্ধান্ত নিলে ভালো হতো । তবে একথা বলতেই হয়, বেটার লেট দ্যান নেভার । কেন্দ্র এত দেরি না করলে আরও অনেক মানুষের প্রাণ বাঁচানো যেত । আমরা তো দীর্ঘদিন ধরে এই দাবি জানিয়ে আসছিলাম । আমার মনে হয় এই সিদ্ধান্তে মানুষের ভালো হবে । তবে আরও আগে এই সিদ্ধান্ত নেওয়া হলে ভালো হতো ।’’

তৃণমূল সাংসদ সৌগত রায়ের মতো কেন্দ্রের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন দলের অন্যতম মুখপাত্র তাপস রায় । এদিন তাঁকে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘এমনিতেই অনেক দেরি হয়ে গিয়েছে । কেন্দ্র দেরিতে হলেও এই বিষয়টা বুঝতে পেরেছে সেটাই ভালো । প্রথম থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের কাছে সমস্ত দেশবাসীর ফ্রিতে ভ্যাকসিনের দাবি জানিয়েছিলেন । পাশাপাশি একই দাবি জানিয়েছিলেন অন্যান্যরাও । তবে কেন্দ্রীয় সরকার সেই সিদ্ধান্ত মেনে নিল, তবে অনেক দেরি করে । শুরুতেই এই সিদ্ধান্ত মেনে নিলে আমাদের এত ভুগতে হত না ।’’

তৃণমূল সাংসদ ড. শান্তনু সেন অবশ্য এখনই কেন্দ্রের এই সিদ্ধান্তকে স্বাগত জানাতে রাজি নন । তিনি বলেন, ‘‘কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের মধ্যেও একটা বড় ফ্যালাসি রয়ে গিয়েছে । আমরা প্রথম থেকেই বলে আসছি করোনা একটি মাল্টি পিক ডিজিজ । সর্বত্র তার প্রকোপ, একরকম নয় । ফলে করোনা পরীক্ষা বা ভ্যাক্সিনেশনের প্রয়োজনীয়তাও সব রাজ্যে এক রকম নয় । কেন্দ্রীয় সরকার সকলকে বিনামূল্যে টিকা দিতে চাইছেন সেটা ভালো কথা । কিন্তু রাজ্য সরকারগুলি এতদিন টাকা দিয়ে যে পরিমাণ ভ্যাকসিনের প্রয়োজন পাচ্ছিল না । এখন টিকার জন্য কেন্দ্রের উপর ভরসা করে থাকতে হবে । যদি এ ক্ষেত্রে প্রয়োজন মতো ভ্যাকসিন রাজ্যগুলি পায়, তাহলে কোনও কিছু বলার নেই । তবে যদি দেখা যায় রাজ্যকে ভ্যাকসিন কিনতে দেওয়া হল না, বলা হল সব ভ্যাকসিন কেন্দ্র দেবে । অন্যদিকে প্রয়োজনমতো ভ্যাকসিন রাজ্য পেল না, সে ক্ষেত্রে রাজ্যের সঙ্গে ফের অন্যায় করা হবে । যদি এমনটা না হয় তাহলে আমরা খোলা মনেই কেন্দ্রের এই সিদ্ধান্তকে স্বাগত জানাব ।’’

আরও পড়ুন : 21 জুন থেকে সাবালক সবাইকে ফ্রি-তে করোনা টিকা দেবে কেন্দ্র: মোদি

কলকাতা. 7 জুন : দেশে করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ কিছুটা হলেও কমেছে । ধীরে ধীরে কমছে সংক্রমণের সংখ্যাও । এর মধ্যেই বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তিনি জানিয়ে দিলেন যে বিনামূল্য সকল দেশবাসীকে ভ্যাকসিন দেওয়া হবে । তিনি জানান যে, দেশের কোনও রাজ্যকে ভ্যাকসিনের জন্য কোনও খরচ করতে হবে না । দীর্ঘদিন ধরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি জানাচ্ছিলেন, সব মানুষকে বিনামূল্যে টিকা দেওয়া হোক । আর এর আর্থিক খরচ বহন করুক কেন্দ্র । এদিন নরেন্দ্র মোদির এই ঘোষণাকে তাই দেরিতে বোধোদয় বলছে তৃণমূল ।

এদিন এ বিষয়ে তৃণমূল সাংসদ সৌগত রায়কে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘কেন্দ্রীয় সরকার এদিন যে সিদ্ধান্ত ঘোষণা করেছে সেটা অবশ্যই ভালো । দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস এই দাবি জানিয়ে আসছিল । তবে আরও আগে এই সিদ্ধান্ত নিলে ভালো হতো । তবে একথা বলতেই হয়, বেটার লেট দ্যান নেভার । কেন্দ্র এত দেরি না করলে আরও অনেক মানুষের প্রাণ বাঁচানো যেত । আমরা তো দীর্ঘদিন ধরে এই দাবি জানিয়ে আসছিলাম । আমার মনে হয় এই সিদ্ধান্তে মানুষের ভালো হবে । তবে আরও আগে এই সিদ্ধান্ত নেওয়া হলে ভালো হতো ।’’

তৃণমূল সাংসদ সৌগত রায়ের মতো কেন্দ্রের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন দলের অন্যতম মুখপাত্র তাপস রায় । এদিন তাঁকে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘এমনিতেই অনেক দেরি হয়ে গিয়েছে । কেন্দ্র দেরিতে হলেও এই বিষয়টা বুঝতে পেরেছে সেটাই ভালো । প্রথম থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের কাছে সমস্ত দেশবাসীর ফ্রিতে ভ্যাকসিনের দাবি জানিয়েছিলেন । পাশাপাশি একই দাবি জানিয়েছিলেন অন্যান্যরাও । তবে কেন্দ্রীয় সরকার সেই সিদ্ধান্ত মেনে নিল, তবে অনেক দেরি করে । শুরুতেই এই সিদ্ধান্ত মেনে নিলে আমাদের এত ভুগতে হত না ।’’

তৃণমূল সাংসদ ড. শান্তনু সেন অবশ্য এখনই কেন্দ্রের এই সিদ্ধান্তকে স্বাগত জানাতে রাজি নন । তিনি বলেন, ‘‘কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের মধ্যেও একটা বড় ফ্যালাসি রয়ে গিয়েছে । আমরা প্রথম থেকেই বলে আসছি করোনা একটি মাল্টি পিক ডিজিজ । সর্বত্র তার প্রকোপ, একরকম নয় । ফলে করোনা পরীক্ষা বা ভ্যাক্সিনেশনের প্রয়োজনীয়তাও সব রাজ্যে এক রকম নয় । কেন্দ্রীয় সরকার সকলকে বিনামূল্যে টিকা দিতে চাইছেন সেটা ভালো কথা । কিন্তু রাজ্য সরকারগুলি এতদিন টাকা দিয়ে যে পরিমাণ ভ্যাকসিনের প্রয়োজন পাচ্ছিল না । এখন টিকার জন্য কেন্দ্রের উপর ভরসা করে থাকতে হবে । যদি এ ক্ষেত্রে প্রয়োজন মতো ভ্যাকসিন রাজ্যগুলি পায়, তাহলে কোনও কিছু বলার নেই । তবে যদি দেখা যায় রাজ্যকে ভ্যাকসিন কিনতে দেওয়া হল না, বলা হল সব ভ্যাকসিন কেন্দ্র দেবে । অন্যদিকে প্রয়োজনমতো ভ্যাকসিন রাজ্য পেল না, সে ক্ষেত্রে রাজ্যের সঙ্গে ফের অন্যায় করা হবে । যদি এমনটা না হয় তাহলে আমরা খোলা মনেই কেন্দ্রের এই সিদ্ধান্তকে স্বাগত জানাব ।’’

আরও পড়ুন : 21 জুন থেকে সাবালক সবাইকে ফ্রি-তে করোনা টিকা দেবে কেন্দ্র: মোদি

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.