নন মেডিকেলে অ্যাসিস্ট্যান্ট সুপারেনটেনডেন্ট নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল ওয়েস্ট বেঙ্গল হেল্থ রিক্রুটমেন্ট বোর্ড (WBHRB)। মোট 105টি আসনে গ্রেড II পদে নিয়োগ হবে। আপাতত এই পদে আস্থায়ীভাবে কর্মী নিয়োগ করা হলেও ভবিষ্যতে এটি স্থায়ী হতে পারে। আগ্রহীরা এই পদের জন্য WBHRB-র অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।
আসন সংখ্যা :
অ্যাসিস্ট্যান্ট সুপারেনটেনডেন্ট (নন মেডিকেল) গ্রেড II-র জন্য মোট 105 জনকে নিয়োগ করা হবে। (UR-31, SC-36, ST-18, BC-A-07, BC-B-06, PWD-07)
শিক্ষাগত যোগ্যতা :
এই পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে হসপিটাল ম্যানেজমেন্ট অথবা হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি বা ডিপলোমা থাকতে হবে।
বাংলা ভাষায় লিখতে ও কথা বলতে জানতে হবে।
বয়সের উর্ধ্বসীমা :
আবেদনকারীদের পয়লা জানুয়ারীর মধ্যে বয়সের ঊর্ধ্বসীমা থাকতে হবে 36 বছর।
অ্যাপ্লিকেশন ফি : অ্যাপ্লিকেশন ফি 210 টাকা। নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি জমা দেওয়া যাবে। SC/ST ও PWD প্রার্থীদের কোনও ফি লাগবে না ।
আরও তথ্য জানতে অফিশিয়াল বিজ্ঞপ্তিতে চোখ রাখুন ।
আবেদন করার প্রক্রিয়া : আগ্রহী প্রার্থীরা ওয়েস্ট বেঙ্গল হেল্থ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট (www.wbhrd.in)-এ গিয়ে অনলাইনে আবেদন জানাতে পারবেন। 24 জুলাই, 2020 থেকে আনলাইনে আবেদনপত্র গ্রহণ শুরু হয়েছে। আবেদন করা যাবে 30 জুলাই, 2020-র রাত আটটা পর্যন্ত।
গুরুত্বপূর্ণ তারিখ :
অনলাইনে আবেদন শুরু হয়েছে - 24.07.2020
অনলাইনে আবেদন শেষ হবে - 30.07.2020
চাকরির খবরটুকু শুধুমাত্র দেয় ETV ভারত বাংলা । এর বেশি কিছু নয় । প্রার্থীদের কাছে অনুরোধ, বিস্তারিত তথ্য জানতে পরীক্ষা সংক্রান্ত আসল সরকারি বিজ্ঞপ্তিটি অনুসরণ করুন ।