কলকাতা, 13 সেপ্টেম্বর: মঙ্গলাহাট সপ্তাহে একদিন করে বসে হাওড়ায় (Arup Roy blames BJP)। নবান্ন অভিযানের (BJP Nabanna Abhijan) জন্য আজ বন্ধ করে দেওয়া হয়েছে সেই হাট । মঙ্গলবার নবান্নে এই নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন সমবায় মন্ত্রী অরূপ রায় (Arup Roy)।
এ দিন ছিল বিপ্লবী যতীন দাসের প্রয়াণ দিবস । ঠিক 12টার সময়ে যতীন দাসের মূর্তিতে মাল্যদান করেন মন্ত্রী অরূপ রায় । এরপরই ব্যবসায়ীদের বিপুল ক্ষতি নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মন্ত্রী । তিনি বলেন, লকডাউনের জন্য দীর্ঘ সময় মঙ্গলাহাট বন্ধ ছিল । সাধারণ ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছিলেন । তবে সেই লকডাউন কাটিয়ে এখন ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হচ্ছে । ব্যবসায়ীরাও নিজেদের মতো করে ব্যবসা গুছিয়ে নিচ্ছেন ৷ ঠিক সেই সময় এই কর্মসূচি তাঁদের জীবন জীবিকার জন্য বড় ধাক্কা নিয়ে আসবে । পুজোর সময় এই মঙ্গলাহাটে এক একটা দিন ব্যবসায়ীদের জন্য খুব গুরুত্বপূর্ণ । এই সময় একটা গুরুত্বপূর্ণ দিন হাট বন্ধ থাকায় তাঁরা প্রচুর ক্ষতির মুখে পড়লেন । এর জন্য দায়ী বিজেপি ।
একইসঙ্গে এ দিন দিলীপ ঘোষের বক্তব্যের পাল্টা জবাব দিয়েছেন তিনি । নবান্ন অভিযানে এত পরিমাণ পুলিশ মোতায়েন প্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি বলেছেন, এত পুলিশ কোথায় ছিল ? আসলে তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে । এর জবাব দিয়েছেন অরূপ রায় । তিনি বলেন, "দিলীপ ঘোষ এসব না বললে বিজেপির চলবে কী করে । এইসব আসলে বিজেপির সংবাদমাধ্যমে বেঁচে থাকার প্রয়াস । আসলে দিলীপবাবু নেগেটিভ কথা বলে হিরো হতে চাইছেন । বাংলার মানুষ বিশ্বাস করে এদের কতগুলো আসন দিয়েছিল । কিন্তু আ-কথা কু-কথার কারণে আগামী দিনে রাজ্য থেকে মুছে যাবে বিজেপি ।"
আরও পড়ুন: নবান্ন অভিযানের আঁচে শহরে পুড়ে খাক পুলিশের গাড়ি
প্রসঙ্গত, মঙ্গলাহাটে শুধুমাত্র কলকাতা ও হাওড়ার ব্যবসায়ীরাই নন, এই রাজ্যের বিভিন্ন জেলা থেকে বহু ব্যবসায়ী আসেন । এমনকী বাইরে থেকেও বহু ব্যবসায়ী এই মঙ্গলাহাটে ব্যবসার তাগিদে এসে পৌঁছন বলে জানা যায় । পুজোর ঘণ্টা ইতিমধ্যেই বেঁচে গিয়েছে । হাতে বেশি সময় নেই । যার কারণে পুজোর কেনাকাটায় হাট গুলি জমে উঠেছে । কিন্তু তাতে আবার বাধা সৃষ্টি করছে আবহাওয়া । যখন তখন শুরু হয়ে যাচ্ছে বৃষ্টি । যার কারণে কিছুটা কেনাবেচায় এর প্রভাব পড়ছে । তার উপরে আবার গোটা দিন কোনও রাজনৈতিক দলের কর্মসূচির কারণে দোকানপাট বন্ধ রাখতে হবে জেনে ক্ষতির আশঙ্কায় আগেই সরব হয়েছিলেন ব্যবসায়ীরা । মঙ্গলবার মূলত তাঁদের কথা তুলে ধরে সেই ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করলেন রাজ্যের মন্ত্রী অরূপ রায় ।