কলকাতা, 30 নভেম্বর: শুক্রবার রাতে বাবাকে খুনের চেষ্টা করল ছেলে ৷ বেনিয়াপুকুর থানা এলাকার ঘটনা ৷ বেনিয়াপুকুর থানা এলাকার নর্থ রেঞ্জে স্ত্রীর সঙ্গে থাকতেন রহমত আলি ৷ তাঁর বয়স 50 ৷ বাবার সঙ্গে বনিবনা হত না একমাত্র ছেলে মহম্মদ ইমরানের ৷
বাবা ও ছেলের মধ্যে নানা কারণে প্রায়ই অশান্তি হত ৷ পরে ছেলে কড়েয়া থানায় আলাদা থাকতে শুরু করে ৷ কিন্তু প্রায়ই টাকা চাইতে ছেলে বাবার কাছে যেত ৷ স্থানীয় সূত্রে খবর, ইদানীং ছেলের টাকার চাহিদা বেড়ে গিয়েছিল ৷ অশান্তি হত টাকার জন্য ৷
গতকাল রাতে অশান্তি চরমে পৌঁছায় ৷ অভিযোগ, অশান্তির জেরে ইমরান স্ক্রু ড্রাইভার নিয়ে বাবার উপর চড়াও হয় ৷ স্ক্রু ড্রাইভার দিয়ে বাবার চোখ, মুখ এবং মাথায় একাধিকবার আঘাত করে ৷ গুরুতর জখম হন রহমত ৷ চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন ৷ তাঁরা রহমতকে উদ্ধার করে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান ৷ খবর দেওয়া হয় বেনিয়াপুকুর থানায় ৷ পুলিশ এসে ইমরানকে গ্রেপ্তার করে ৷ হাসপাতালে রহমতের চিকিৎসা চলছে ৷