ETV Bharat / city

কলকাতায় বাবাকে খুনের চেষ্টা, ধৃত ছেলে - বাবাকে খুনের চেষ্টায় ধৃত ছেলে

বাবা ও ছেলের মধ্যে নানা কারণে প্রায়ই অশান্তি হত ৷ পরে ছেলে কড়েয়া থানায় আলাদা থাকতে শুরু করে ৷ কিন্তু প্রায়ই টাকা চাইতে ছেলে বাবার কাছে যেত ৷ স্থানীয় সূত্রে খবর, ইদানীং ছেলের টাকার চাহিদা বেড়ে গিয়েছিল ৷ অশান্তি হত টাকার জন্য ৷

Attempt to murder
বাবাকে খুনের চেষ্টা
author img

By

Published : Nov 30, 2019, 3:10 PM IST

Updated : Nov 30, 2019, 3:31 PM IST

কলকাতা, 30 নভেম্বর: শুক্রবার রাতে বাবাকে খুনের চেষ্টা করল ছেলে ৷ বেনিয়াপুকুর থানা এলাকার ঘটনা ৷ বেনিয়াপুকুর থানা এলাকার নর্থ রেঞ্জে স্ত্রীর সঙ্গে থাকতেন রহমত আলি ৷ তাঁর বয়স 50 ৷ বাবার সঙ্গে বনিবনা হত না একমাত্র ছেলে মহম্মদ ইমরানের ৷

বাবা ও ছেলের মধ্যে নানা কারণে প্রায়ই অশান্তি হত ৷ পরে ছেলে কড়েয়া থানায় আলাদা থাকতে শুরু করে ৷ কিন্তু প্রায়ই টাকা চাইতে ছেলে বাবার কাছে যেত ৷ স্থানীয় সূত্রে খবর, ইদানীং ছেলের টাকার চাহিদা বেড়ে গিয়েছিল ৷ অশান্তি হত টাকার জন্য ৷

গতকাল রাতে অশান্তি চরমে পৌঁছায় ৷ অভিযোগ, অশান্তির জেরে ইমরান স্ক্রু ড্রাইভার নিয়ে বাবার উপর চড়াও হয় ৷ স্ক্রু ড্রাইভার দিয়ে বাবার চোখ, মুখ এবং মাথায় একাধিকবার আঘাত করে ৷ গুরুতর জখম হন রহমত ৷ চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন ৷ তাঁরা রহমতকে উদ্ধার করে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান ৷ খবর দেওয়া হয় বেনিয়াপুকুর থানায় ৷ পুলিশ এসে ইমরানকে গ্রেপ্তার করে ৷ হাসপাতালে রহমতের চিকিৎসা চলছে ৷

কলকাতা, 30 নভেম্বর: শুক্রবার রাতে বাবাকে খুনের চেষ্টা করল ছেলে ৷ বেনিয়াপুকুর থানা এলাকার ঘটনা ৷ বেনিয়াপুকুর থানা এলাকার নর্থ রেঞ্জে স্ত্রীর সঙ্গে থাকতেন রহমত আলি ৷ তাঁর বয়স 50 ৷ বাবার সঙ্গে বনিবনা হত না একমাত্র ছেলে মহম্মদ ইমরানের ৷

বাবা ও ছেলের মধ্যে নানা কারণে প্রায়ই অশান্তি হত ৷ পরে ছেলে কড়েয়া থানায় আলাদা থাকতে শুরু করে ৷ কিন্তু প্রায়ই টাকা চাইতে ছেলে বাবার কাছে যেত ৷ স্থানীয় সূত্রে খবর, ইদানীং ছেলের টাকার চাহিদা বেড়ে গিয়েছিল ৷ অশান্তি হত টাকার জন্য ৷

গতকাল রাতে অশান্তি চরমে পৌঁছায় ৷ অভিযোগ, অশান্তির জেরে ইমরান স্ক্রু ড্রাইভার নিয়ে বাবার উপর চড়াও হয় ৷ স্ক্রু ড্রাইভার দিয়ে বাবার চোখ, মুখ এবং মাথায় একাধিকবার আঘাত করে ৷ গুরুতর জখম হন রহমত ৷ চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন ৷ তাঁরা রহমতকে উদ্ধার করে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান ৷ খবর দেওয়া হয় বেনিয়াপুকুর থানায় ৷ পুলিশ এসে ইমরানকে গ্রেপ্তার করে ৷ হাসপাতালে রহমতের চিকিৎসা চলছে ৷

Intro:কলকাতা, 30 নভেম্বর: বাবার সঙ্গে খুব একটা বনিবনা হতোনা 19 বছরের ছেলের। মাঝেমধ্যে লেগে থাকত ঝামেলা। আর তাই আলাদা থাকতে শুরু করে মহম্মদ ইমরান নামে ওই যুবক। গতরাতে বাবাকে খুনের চেষ্টা করল সে। ঘটনার জেরে খুনের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে মহম্মদ ইমরানকে। Body:বেনিয়াপুকুর থানা এলাকায় নর্থ রেঞ্জে স্ত্রীর সঙ্গে থাকেন 50 বছরের রহমত আলি। ছেলের সঙ্গে তার নানা কারণে অশান্তি লেগেই থাকত। সেই সূত্রে ছেলে ইমরান কড়েয়া থানা এলাকায় আহিরিপুকুর সেকেন্ড লেনে আলাদা থাকতে শুরু করে। কিন্তু মাঝেমধ্যে টাকা চাইতে বাড়িতে আসত সে। স্থানীয় সূত্রে খবর, ইদানিং তার টাকার চাহিদা বেড়ে গিয়েছিল। আর সেটা নিয়েও বাবার সঙ্গে অশান্তি হতো। গতকাল সেই অশান্তি চরমে পৌঁছায়। ইমরান স্ক্রু ড্রাইভার নিয়ে বাবার উপরে চড়াও হয়। খুঁচিয়ে দেয় চোখ। স্ক্রু ড্রাইভার বারবার আঘাত করে মুখ এবং মাথায়। তাতে গুরুতর আহত হন রহমত।Conclusion:স্থানীয়রা কোনরকমে তাকে উদ্ধার করে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার চিকিৎসা চলছে। তারপর খবর দেওয়া হয় পুলিশে। ইমরানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
Last Updated : Nov 30, 2019, 3:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.