কলকাতা, ১৫ মার্চ : এভাবেও ফিরে আসা যায়! বন্দুক ছেড়েছেন কবেই। ক্ষুরধার বুদ্ধিকে কাজে লাগিয়ে প্রেসিডেন্সি জেলের "মাস্টারদা" দিয়েছিলেন স্টেট এলিজিবিলিটি টেস্ট(SET) পরীক্ষা। মধ্য কলকাতার একটি কলেজে পরীক্ষা দেন বিক্রম ওরফে অর্ণব দাম। জেল থেকে পরীক্ষা দিয়েই SET পাশ করলেন তিনি। আজ জেল থেকে পিক পোস্টে অর্ণবের বাবার কাছে পাঠানো হয়েছে রেজ়াল্ট। ছেলের কৃতিত্বে বাবার চোখে আজ জল।
AK ৪৭, গুলি, বারুদের গন্ধ আর জনতার আদালতে বিচার। সেই বিচারে একের পর এক মানুষের রক্তে ভিজত জঙ্গলমহলের মোরাম বাঁধানো পথ। সেই সময় "বিক্রম" নামটা হয়ে উঠেছিল প্রশাসনের কাছে ত্রাস। রাজ্যস্তরে মাওবাদীদের শীর্ষ নেতৃত্বেই ছিলেন তিনি। শিলদা EFR ক্যাম্পে হামলা থেকে শুরু করে একাধিক মামলায় নাম জড়িয়েছিল তাঁর। সেই বিক্রম আজ আর বিক্রম নন, আজ তিনি অন্যতম। সম্পূর্ণ পালটে যাওয়া এক মানুষ। যিনি প্রেসিডেন্সি জেলের অন্ধ কুঠুরিতে মগ্ন থাকতেন পড়াশোনায়। জেলে বসেই IGNU থেকে স্নাতক স্তরে ৬৫% নম্বর পান তিনি। ওই একই বিশ্ববিদ্যালয় থেকে ৬৬.৪% নম্বর পেয়ে ইতিহাসে স্নাতকোত্তর হন অর্ণব। পাশাপাশি জেলের অন্য কয়েদিদের পড়ানোর দায়িত্বও নিয়েছেন। হয়ে উঠেছেন কয়েদিদের "মাস্টারদা"। এখন হুগলির জেলেও করে চলেছেন একই কাজ।
ভালো ছাত্র ছিলেন অর্ণব। বাড়ি দক্ষিণ ২৪ পরগনার সুভাষগ্রামে। সেখান থেকে সুযোগ পান খড়গপুর IIT তে পড়াশোনা করার। ভরতি হন মেকানিকাল ইঞ্জিনিয়রিংয়ে। আর তখনই জড়িয়ে পড়েন অতি বাম রাজনীতিতে। ইঞ্জিনিয়রিং সম্পূর্ণ না করে চলে যান জঙ্গলজীবনে। প্রয়াত মাও নেতা কিষেণজির অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন অর্ণব। জঙ্গলমহলের অগ্নিগর্ভ দিনগুলোয় বাংলা-ঝাড়খণ্ড-ওড়িশা মাওবাদী আঞ্চলিক কমিটির সম্পাদক ছিলেন। ২০১২ সালের জুলাইয়ে পুরুলিয়ার বিরামডি রেল স্টেশনের কাছ থেকে গ্রেপ্তার হন। তারপর ছিলেন আলিপুর জেলে। কয়েক মাস আগে তাঁকে স্থানান্তরিত করা হয় প্রেসিডেন্সি জেলে। জেলে বসেই শুরু করে দেন পড়াশোনা। আর প্রতি পরীক্ষাতেই ফার্স্ট ক্লাস পেয়েছেন। আপাতত লেকচারার হওয়ার স্বপ্নে বুঁদ অর্ণব।