কলকাতা, 11 নভেম্বর : বাগুইআটিতে উদ্ধার হল ছ'টি আগ্নেয়াস্ত্র । তাদের মধ্যে রয়েছে 3টি 9mm ও তিনটি ওয়ান শর্টার ৷ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে ।
গোপন সূত্রে খবর পেয়ে বাগুইআটি থানার অর্জুনপুর বাজার এলাকায় হানা দেয় বিধাননগর গোয়েন্দা শাখা ও বাগুইআটি থানার পুলিশ । বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করা হয় এক দুষ্কৃতীকে । ধৃতের নাম দেবায়ন দেবনাথ । এর আগেও তাকে গ্রেপ্তার করা হয়েছিল । তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে । গতরাতে অর্জুনপুরের স্থানীয় বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয় । আগ্নেয়াস্ত্র ছাড়াও উদ্ধার হয়েছে 2 হাজার টাকার 10টি জালনোট ।
দেবায়নের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ ৷