ETV Bharat / city

Arjun Singh meets Piyush Goyal: বিদ্রোহে ইতি ? পাটশিল্প নিয়ে পীযুষের সঙ্গে 'ইতিবাচক' বৈঠকে আপ্লুত অর্জুন

পাটশিল্প নিয়ে সমস্যার বিষয়ে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীযুষ গোয়েলের সঙ্গে বৈঠকের পর আপ্লুত অর্জুন সিং (Arjun Singh meets Piyush Goyal)৷ তাঁর টুইটে ইঙ্গিত মিলেছে যে, আপাতত বিদ্রোহে ইতি টানছেন ব্যারাকপুরের সাংসদ (Arjun Singh Tweet )৷

Arjun Singh meets Piyush Goyal to talk over jute workers problem
বিদ্রোহে ইতি ? পাটশিল্প নিয়ে পীযুষের সঙ্গে 'ইতিবাচক' বৈঠকে আপ্লুত অর্জুন
author img

By

Published : May 1, 2022, 10:55 AM IST

Updated : May 1, 2022, 12:45 PM IST

কলকাতা, 1 মে: অর্জুন সিং-এর মান-অভিমান গলিয়ে ফেলল বিজেপি ? ব্যারাকপুরের সাংসদের টুইটে আপাতত বিদ্রোহ থেকে সরে আসার ইঙ্গিত মিলেছে ৷ গত কয়েকদিন ধরে পাটশিল্পের সমস্যা নিয়ে সরব হয়ে কেন্দ্রের বিরোধিতার সুর শোনা গিয়েছিল অর্জুনের গলায় ৷ তিনি ফের তৃণমূলে ফিরতে চলেছেন কি না, তা নিয়েও জল্পনা শুরু হয়েছিল রাজনৈতিক মহলে ৷ তবে আপাতত সেই জল্পনায় ঢাললেন অর্জুন স্বয়ং ৷ টুইটে তাঁর ক্ষোভ প্রশমনের ইঙ্গিত স্পষ্ট ৷

কী টুইট করেছেন অর্জুন ?

শনিবার রাতে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীযুষ গোয়েলের (Arjun meets Piyush) সঙ্গে দিল্লিতে বৈঠক করেন অর্জুন সিং ৷ পীযুষ গোয়েলের সঙ্গে হাসিমুখে তাঁর একটি ছবি পোস্ট করে এ কথা জানিয়েছেন বিজেপি সাংসদ ৷ তিনি লিখেছেন, "আমার অনুরোধে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী শ্রী পীযুষ গোয়েলজি আজ রাতে তাঁর বাসভবনে আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন ৷ পাটচাষি, কর্মী ও শিল্প সংক্রান্ত যে সমস্যার কথা আমি উত্থাপন করেছি, তা নিয়ে আলোচনার জন্য তিনি আমাকে ডেকে পাঠান ৷ খুবই ইতিবাচক আলোচনা হয়েছে ৷ আশা রাখছি যে, খুব শিগগিরই এই সমস্যার সমাধান হবে ৷"

  • On my request, Honourable @TexMinIndia Sri @PiyushGoyal ji invited me tonight at his residence for a meeting on the issues raised by me related to Jute farmers, workers and industry. Meeting was very positive.
    Hope that issues will be resolved soon. pic.twitter.com/pKnF87ZDyI

    — Arjun Singh (@ArjunsinghWB) April 30, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: Arjun to Meet Goyal : কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রীর ডাকে নয়াদিল্লি উড়ে গেলেন 'বেসুরো' অর্জুন

অর্জুন সিং-এর এই টুইট দেখেই রাজনৈতিক মহলের ধারণা, আপাতত অর্জুনের বিদ্রোহ সামাল দিতে সক্ষম হয়েছে নরেন্দ্র মোদির দল ৷ গত কয়েকদিন ধরেই পাট শিল্পের সমস্যা নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরোধিতায় বারবার প্রকাশ্যে নানা মন্তব্য করেছেন ব্যারাকপুরের সাংসদ ৷ কেন্দ্র পাটের দামের ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়ার পর থেকেই ক্ষোভ প্রকাশ করতে থাকেন তিনি ৷ এ নিয়ে প্রয়োজনে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আন্দোলনে নামবেন বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন অর্জুন ৷ মমতার পাশাপাশি তিনি এই বিষয়ে চিঠি লেখেন ওড়িশা, অসম ও বিহারের মুখ্যমন্ত্রীদের ৷

অর্জুনের মতো হেভিওয়েট নেতার বেসুরো মন্তব্যে তড়িঘড়ি পদক্ষেপ করে বিজেপি ৷ শনিবার তাঁকে জরুরি তলব করে দিল্লিতে ডেকে পাঠান কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী ৷ বিকেলে রাজধানী গিয়ে পৌঁছন অর্জুন ৷ তাঁর সঙ্গে আলোচনার মাধ্যমে আপাতত বিজেপি তাঁর মান-অভিমান কাটাতে পেরেছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা ৷ তবে আবারও অন্য কোনও ইস্যুতে অর্জুন বেসুরো গাইবেন কি না, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল ৷

আরও পড়ুন : নিজের চোখে নিষ্কলঙ্ক থাকতে চাই, অর্জুনের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে জল্পনা

কলকাতা, 1 মে: অর্জুন সিং-এর মান-অভিমান গলিয়ে ফেলল বিজেপি ? ব্যারাকপুরের সাংসদের টুইটে আপাতত বিদ্রোহ থেকে সরে আসার ইঙ্গিত মিলেছে ৷ গত কয়েকদিন ধরে পাটশিল্পের সমস্যা নিয়ে সরব হয়ে কেন্দ্রের বিরোধিতার সুর শোনা গিয়েছিল অর্জুনের গলায় ৷ তিনি ফের তৃণমূলে ফিরতে চলেছেন কি না, তা নিয়েও জল্পনা শুরু হয়েছিল রাজনৈতিক মহলে ৷ তবে আপাতত সেই জল্পনায় ঢাললেন অর্জুন স্বয়ং ৷ টুইটে তাঁর ক্ষোভ প্রশমনের ইঙ্গিত স্পষ্ট ৷

কী টুইট করেছেন অর্জুন ?

শনিবার রাতে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীযুষ গোয়েলের (Arjun meets Piyush) সঙ্গে দিল্লিতে বৈঠক করেন অর্জুন সিং ৷ পীযুষ গোয়েলের সঙ্গে হাসিমুখে তাঁর একটি ছবি পোস্ট করে এ কথা জানিয়েছেন বিজেপি সাংসদ ৷ তিনি লিখেছেন, "আমার অনুরোধে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী শ্রী পীযুষ গোয়েলজি আজ রাতে তাঁর বাসভবনে আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন ৷ পাটচাষি, কর্মী ও শিল্প সংক্রান্ত যে সমস্যার কথা আমি উত্থাপন করেছি, তা নিয়ে আলোচনার জন্য তিনি আমাকে ডেকে পাঠান ৷ খুবই ইতিবাচক আলোচনা হয়েছে ৷ আশা রাখছি যে, খুব শিগগিরই এই সমস্যার সমাধান হবে ৷"

  • On my request, Honourable @TexMinIndia Sri @PiyushGoyal ji invited me tonight at his residence for a meeting on the issues raised by me related to Jute farmers, workers and industry. Meeting was very positive.
    Hope that issues will be resolved soon. pic.twitter.com/pKnF87ZDyI

    — Arjun Singh (@ArjunsinghWB) April 30, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: Arjun to Meet Goyal : কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রীর ডাকে নয়াদিল্লি উড়ে গেলেন 'বেসুরো' অর্জুন

অর্জুন সিং-এর এই টুইট দেখেই রাজনৈতিক মহলের ধারণা, আপাতত অর্জুনের বিদ্রোহ সামাল দিতে সক্ষম হয়েছে নরেন্দ্র মোদির দল ৷ গত কয়েকদিন ধরেই পাট শিল্পের সমস্যা নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরোধিতায় বারবার প্রকাশ্যে নানা মন্তব্য করেছেন ব্যারাকপুরের সাংসদ ৷ কেন্দ্র পাটের দামের ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়ার পর থেকেই ক্ষোভ প্রকাশ করতে থাকেন তিনি ৷ এ নিয়ে প্রয়োজনে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আন্দোলনে নামবেন বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন অর্জুন ৷ মমতার পাশাপাশি তিনি এই বিষয়ে চিঠি লেখেন ওড়িশা, অসম ও বিহারের মুখ্যমন্ত্রীদের ৷

অর্জুনের মতো হেভিওয়েট নেতার বেসুরো মন্তব্যে তড়িঘড়ি পদক্ষেপ করে বিজেপি ৷ শনিবার তাঁকে জরুরি তলব করে দিল্লিতে ডেকে পাঠান কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী ৷ বিকেলে রাজধানী গিয়ে পৌঁছন অর্জুন ৷ তাঁর সঙ্গে আলোচনার মাধ্যমে আপাতত বিজেপি তাঁর মান-অভিমান কাটাতে পেরেছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা ৷ তবে আবারও অন্য কোনও ইস্যুতে অর্জুন বেসুরো গাইবেন কি না, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল ৷

আরও পড়ুন : নিজের চোখে নিষ্কলঙ্ক থাকতে চাই, অর্জুনের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে জল্পনা

Last Updated : May 1, 2022, 12:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.