ETV Bharat / city

রাতে শোভনের বাড়িতে মেনন-অমিতাভ, ভাইফোঁটার উপহার বৈশাখিকে - bjp

শোভন চট্টোপাধ্যােয়ের বাড়িতে গিয়ে দেখা করলেন BJP-র সর্বভারতীয় সাধারণ সম্পাদক অরবিন্দ মেনন ও রাজ্যের সাধারণ সম্পাদক ( সংগঠন) অমিতাভ চক্রবর্তী। দক্ষিণ কলকাতা ও দক্ষিণ 24 পরগনা জেলায় BJP-র সংগঠন নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয় বলে জানা গিয়েছে ৷

shovan chattopadhyay
ভাইফোঁটার উপহার বৈশাখিকে
author img

By

Published : Nov 21, 2020, 11:39 AM IST

Updated : Nov 21, 2020, 12:21 PM IST

কলকাতা, 21 নভেম্বর : শোভন চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করলেন BJP-র সর্বভারতীয় সাধারণ সম্পাদক অরবিন্দ মেনন ও রাজ্যের সাধারণ সম্পাদক( সংগঠন) অমিতাভ চক্রবর্তী। গতরাতে 9 টায় তাঁরা শোভনবাবুর সঙ্গে দেখা করেন। তাঁদের মধ্যে প্রায় 2 ঘণ্টা ধরে বৈঠক চলে । শোভনবাবুর সঙ্গে দেখা করার পাশাপাশি দুই BJP নেতা বৈশাখি বন্দ্যোপাধ্যায়কে ভাইফোঁটার উপহার তুলে দেন।


BJP সূত্রে খবর, 2021- এর বিধানসভা নির্বাচন নিয়ে শোভনের চট্টোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করেছেন BJP-র এই দুই শীর্ষ নেতা। বাংলায় বিধানসভা নির্বাচনে শোভন চট্টোপাধ্যায়কে কাজে লাগাতে চায় BJP। মূলত, দক্ষিণ কলকাতা ও দক্ষিণ 24 পরগনা জেলায় BJP-র সংগঠন খুবই দুর্বল। এদিকে এই দুই জেলায় শোভন চট্টোপাধ্যায়ের ভালো প্রভাব আছে। তাঁর প্রচুর লোকবলও আছে। তাই তাঁর পরামর্শ মেনে BJP কাজ করতে চায়।

সম্প্রতি দীর্ঘ নীরবতা ভেঙে শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখি বন্দ্যোপাধ্যায় অমিত শাহের সঙ্গে দেখা করেন। দেখা করার পর BJP-তে সক্রিয় হওয়ার কথাও জানান তাঁরা। কিন্তু, দলের কোনও বৈঠকে তাঁদের দেখা যায়নি। BJP- সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী বলেন, " এটা সৌজন্য সাক্ষাৎকার। তবে, শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখি বন্দ্যোপাধ্যায় দুইজনই BJP-র সদস্য। তাই আমরা ওঁদের কাছে যেতেই পারি।"

কলকাতা, 21 নভেম্বর : শোভন চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করলেন BJP-র সর্বভারতীয় সাধারণ সম্পাদক অরবিন্দ মেনন ও রাজ্যের সাধারণ সম্পাদক( সংগঠন) অমিতাভ চক্রবর্তী। গতরাতে 9 টায় তাঁরা শোভনবাবুর সঙ্গে দেখা করেন। তাঁদের মধ্যে প্রায় 2 ঘণ্টা ধরে বৈঠক চলে । শোভনবাবুর সঙ্গে দেখা করার পাশাপাশি দুই BJP নেতা বৈশাখি বন্দ্যোপাধ্যায়কে ভাইফোঁটার উপহার তুলে দেন।


BJP সূত্রে খবর, 2021- এর বিধানসভা নির্বাচন নিয়ে শোভনের চট্টোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করেছেন BJP-র এই দুই শীর্ষ নেতা। বাংলায় বিধানসভা নির্বাচনে শোভন চট্টোপাধ্যায়কে কাজে লাগাতে চায় BJP। মূলত, দক্ষিণ কলকাতা ও দক্ষিণ 24 পরগনা জেলায় BJP-র সংগঠন খুবই দুর্বল। এদিকে এই দুই জেলায় শোভন চট্টোপাধ্যায়ের ভালো প্রভাব আছে। তাঁর প্রচুর লোকবলও আছে। তাই তাঁর পরামর্শ মেনে BJP কাজ করতে চায়।

সম্প্রতি দীর্ঘ নীরবতা ভেঙে শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখি বন্দ্যোপাধ্যায় অমিত শাহের সঙ্গে দেখা করেন। দেখা করার পর BJP-তে সক্রিয় হওয়ার কথাও জানান তাঁরা। কিন্তু, দলের কোনও বৈঠকে তাঁদের দেখা যায়নি। BJP- সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী বলেন, " এটা সৌজন্য সাক্ষাৎকার। তবে, শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখি বন্দ্যোপাধ্যায় দুইজনই BJP-র সদস্য। তাই আমরা ওঁদের কাছে যেতেই পারি।"

Last Updated : Nov 21, 2020, 12:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.