কলকাতা, 1 অগস্ট: দীর্ঘদিন ধরে তীব্র রোদ, ঝড়-জল উপেক্ষা করে চাকরির দাবিতে লাগাতার শান্তিপূর্ণ অবস্থান আন্দোলন করে চলেছেন শরীরশিক্ষা, কর্মশিক্ষার চাকরি প্রার্থীরা (SSC SLST Candidates)। তৃণমূল ভবনেও গিয়েছিলেন তাঁরা ৷ আন্দোলনকারীদের দাবি, তাঁদের আশ্বাস দেওয়া হয়েছিল মহাকরণে এসে কলকাতার মেয়র ও রাজ্যের পরিবহণ মন্ত্রী তাঁদের কথা শুনবেন । তাঁদের সমস্যার বা অভাব-অভিযোগ কথা মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেবেন তিনি ।
সেই মতো সোমবার স্মারকলিপি নিয়ে মন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছিলেন আন্দোলনকারী চাকরি প্রার্থীরা ৷ কিন্তু হতাশ হয়েই ফিরতে হল তাঁদের ৷ বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়ার মতো বিভিন্ন জেলা থেকে 10 জনের প্রতিনিধিদল এসেছিল এদিন । চাকরি প্রার্থীদের দাবি, মন্ত্রী ফিরহাদ হাকিমের দফতর থেকে এদিন তাঁদের জানানো হয়, মন্ত্রিসভার বৈঠক এগিয়ে আসায় এদিন তিনি আন্দোলনকারীদের সঙ্গে দেখা করতে পারবেন না ৷
আরও পড়ুন: তৃণমূলের সাংগঠনিক জেলায় রদবদল, পার্থর অপসারণে বাড়ল অভিষেক 'ঘনিষ্ঠদের' গুরুত্ব
এ প্রসঙ্গে এদিন আন্দোলনকারীদের তরফে, শিবানী কুইতি বলেন, "আমরা তৃণমূল ভবনে গিয়েছিলাম দেখা করতে । উনি দেখা করে বলেন মহাকরণে আসতে । সেখানে সবটা শুনবেন, স্মারকলিপি নেবেন । নবান্নে আমাদের বার্তা মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেবেন ।" এরপরই কান্নায় ভেঙে পড়ে তিনি বলেন, "মুখ্যমন্ত্রীর কাছে আবেদন এভাবে আর কতদিন আমরা পথে পথে ঘুরে বেরোব ? শরীরশিক্ষা, কর্মশিক্ষার শিক্ষক নিয়োগে কোনও আইনি জটিলতা নেই । সিবিআই তদন্ত নেই । তার পরেও এভাবে ঘুরতে হচ্ছে কেন ? আমাদের বেকার যন্ত্রণা থেকে মুক্তি দিন । আমরা প্রতিশ্রুতি চাই না, ফলশ্রুতি চাই । দ্রুত নিয়োগপত্র চাই ।"