ETV Bharat / city

BSF gets water ambulances at Hingalganj: হাতে ওয়াটার অ্যাম্বুলান্স, সীমান্তের জলপথে নজরদারিতে সুবিধা বিএসএফ-এর - ওয়াটার অ্যাম্বুলান্সের উদ্বোধন অমিত শাহের

হাতে এল ওয়াটার অ্যাম্বুলান্স ৷ উদ্বোধন করেছেন অমিত শাহ (Amit Shah launches water ambulances)৷ এর ফলে ভারত-বাংলাদেশ সীমান্তের জলপথে নজরদারিতে সুবিধা হবে বিএসএফ-এর (BSF gets water ambulances at Hingalganj)৷

amit-shah-launches-water-ambulances-at-indo-bangladesh-border
হাতে 6 ওয়াটার অ্যাম্বুলান্স, সীমান্তের জলপথে নজরদারিতে সুবিধা বিএসএফ-এর
author img

By

Published : May 6, 2022, 1:30 PM IST

Updated : May 6, 2022, 3:27 PM IST

কলকাতা, 6 মে: সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে কেউ অসুস্থ হলে, তাঁকে তড়িঘড়ি চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তর করতে এ বার সীমান্তরক্ষী বাহিনীর হাতে এল একটি ওয়াটার অ্যাম্বুলান্স (BSF gets water ambulances at Hingalganj) । রাজ্য সফরে এসে সেগুলির উদ্বোধন করেন অমিত শাহ (Amit Shah launches water ambulances)। সাউথ বেঙ্গল ফ্রন্টেরিয়ার এসএস গুলেরিয়া ইটিভি ভারতকে জানান, একটি বোট অ্যাম্বুলান্স এবং 6টি ভাসমান বিওপির উদ্বোধন করা হয়েছে ।

সীমান্তরক্ষী বাহিনী দীর্ঘদিন ধরে ওয়াটার অ্যাম্বুলান্সের দাবি জানিয়ে আসছিল ৷ ভারত-বাংলাদেশ সীমান্তে বিশেষ করে নদীর উপর যেখানে কাঁটাতারের ব্যবস্থা নেই, সেখানে দুর্গম জায়গায় যদি কেউ অসুস্থ হয়ে যায়, চিকিৎসার জন্য তাঁকে স্থানান্তরিত করতে একাধিক বাধার সম্মুখীন হতে হত তাঁদের । ফলে বিএসএফ-এর দাবি ছিল, যাতে সরকার এই বিষয়ের উপর আলোকপাত করে । বর্তমানে বিএসএফ-এর হাতে ওয়াটার অ্যাম্বুলান্স চলে আসার ফলে এ বার ভারত-বাংলাদেশ সীমান্তে বিশেষ করে নদীর উপর কাজ করতে এবং নজর রাখতে পারবে সীমান্তরক্ষী বাহিনী (water ambulances at Indo Bangladesh border)।

আরও পড়ুন: Amit Shah to visit Cossipore: সফরসূচিতে বদল, কলকাতায় পৌঁছেই মৃত বিজেপি কর্মীর বাড়িতে যাবেন শাহ

মনে করা হচ্ছে, ভারত-বাংলাদেশ সীমান্তে ওয়াটার অ্যাম্বুলান্স বিএসএফ-এর হাতে চলে আসার ফলে, এ বার নদীর উপর ভারত-বাংলাদেশ সীমান্তে কাজ করতে অনেকটাই সুবিধা হবে সীমান্তরক্ষী বাহিনী বা বর্ডার সিকিউরিটি ফোর্সের । বিএসএফ সূত্রের খবর, ভারত-বাংলাদেশ সীমান্তে দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনার বেশকিছু জায়গায় কাঁটাতার বা ফেন্সিং দিয়ে ঘেরা রয়েছে । কিন্তু সুন্দরবন লাগোয়া এলাকায় যেখানে বিশেষ করে একাধিক নদী এবং জলপথের উপরেই নির্ভর করতে হয় সীমান্তরক্ষী বাহিনীকে, সেখানে যেহেতু কোনও ফেন্সিং বা কাঁটাতারের ব্যবস্থা নেই, তাই সেই সমস্ত জায়গায় কাজ করতে একাধিক প্রতিকূলতার সম্মুখীন হতে হয় সীমান্তরক্ষী বাহিনীকে । ফলে সীমান্তরক্ষী বাহিনীর দীর্ঘদিনের দাবি ছিল যাতে ভারত-বাংলাদেশ সীমান্তে নদীর উপর নজরদারি চালানোর জন্য বিশেষ ব্যবস্থা নেয় কেন্দ্রীয় সরকার । আর অমিত শাহ রাজ্য সফরে এসে সীমান্তরক্ষী বাহিনীর সেই দাবিকেই পূরণ করলেন বলে মনে করছেন বিএসএফ-এর উচ্চপদস্থ আধিকারিকরা ।

কলকাতা, 6 মে: সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে কেউ অসুস্থ হলে, তাঁকে তড়িঘড়ি চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তর করতে এ বার সীমান্তরক্ষী বাহিনীর হাতে এল একটি ওয়াটার অ্যাম্বুলান্স (BSF gets water ambulances at Hingalganj) । রাজ্য সফরে এসে সেগুলির উদ্বোধন করেন অমিত শাহ (Amit Shah launches water ambulances)। সাউথ বেঙ্গল ফ্রন্টেরিয়ার এসএস গুলেরিয়া ইটিভি ভারতকে জানান, একটি বোট অ্যাম্বুলান্স এবং 6টি ভাসমান বিওপির উদ্বোধন করা হয়েছে ।

সীমান্তরক্ষী বাহিনী দীর্ঘদিন ধরে ওয়াটার অ্যাম্বুলান্সের দাবি জানিয়ে আসছিল ৷ ভারত-বাংলাদেশ সীমান্তে বিশেষ করে নদীর উপর যেখানে কাঁটাতারের ব্যবস্থা নেই, সেখানে দুর্গম জায়গায় যদি কেউ অসুস্থ হয়ে যায়, চিকিৎসার জন্য তাঁকে স্থানান্তরিত করতে একাধিক বাধার সম্মুখীন হতে হত তাঁদের । ফলে বিএসএফ-এর দাবি ছিল, যাতে সরকার এই বিষয়ের উপর আলোকপাত করে । বর্তমানে বিএসএফ-এর হাতে ওয়াটার অ্যাম্বুলান্স চলে আসার ফলে এ বার ভারত-বাংলাদেশ সীমান্তে বিশেষ করে নদীর উপর কাজ করতে এবং নজর রাখতে পারবে সীমান্তরক্ষী বাহিনী (water ambulances at Indo Bangladesh border)।

আরও পড়ুন: Amit Shah to visit Cossipore: সফরসূচিতে বদল, কলকাতায় পৌঁছেই মৃত বিজেপি কর্মীর বাড়িতে যাবেন শাহ

মনে করা হচ্ছে, ভারত-বাংলাদেশ সীমান্তে ওয়াটার অ্যাম্বুলান্স বিএসএফ-এর হাতে চলে আসার ফলে, এ বার নদীর উপর ভারত-বাংলাদেশ সীমান্তে কাজ করতে অনেকটাই সুবিধা হবে সীমান্তরক্ষী বাহিনী বা বর্ডার সিকিউরিটি ফোর্সের । বিএসএফ সূত্রের খবর, ভারত-বাংলাদেশ সীমান্তে দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনার বেশকিছু জায়গায় কাঁটাতার বা ফেন্সিং দিয়ে ঘেরা রয়েছে । কিন্তু সুন্দরবন লাগোয়া এলাকায় যেখানে বিশেষ করে একাধিক নদী এবং জলপথের উপরেই নির্ভর করতে হয় সীমান্তরক্ষী বাহিনীকে, সেখানে যেহেতু কোনও ফেন্সিং বা কাঁটাতারের ব্যবস্থা নেই, তাই সেই সমস্ত জায়গায় কাজ করতে একাধিক প্রতিকূলতার সম্মুখীন হতে হয় সীমান্তরক্ষী বাহিনীকে । ফলে সীমান্তরক্ষী বাহিনীর দীর্ঘদিনের দাবি ছিল যাতে ভারত-বাংলাদেশ সীমান্তে নদীর উপর নজরদারি চালানোর জন্য বিশেষ ব্যবস্থা নেয় কেন্দ্রীয় সরকার । আর অমিত শাহ রাজ্য সফরে এসে সীমান্তরক্ষী বাহিনীর সেই দাবিকেই পূরণ করলেন বলে মনে করছেন বিএসএফ-এর উচ্চপদস্থ আধিকারিকরা ।

Last Updated : May 6, 2022, 3:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.