ETV Bharat / city

Saradha Scam : সারদা নিয়ে চিঠির জবাব দিয়েছেন অমিত শাহ, টুইট কুণালের - Sudipta Sen

কোর্টকে লেখা সুদীপ্ত সেনের চিঠির কপি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পাঠান কুণাল ঘোষ ৷ অমিত শাহ সেই চিঠির জবাব দিয়েছেন ৷

amit shah gave reply to kunal ghosh about his letter on saradha chit fund scam
Saradha Scam : সারদা নিয়ে চিঠির জবাব দিলেন অমিত শাহ, টুইটে জানালেন কুণাল
author img

By

Published : Aug 7, 2021, 8:14 PM IST

কলকাতা, 7 অগস্ট : সারদা-কর্তা সুদীপ্ত সেন (Sudipta Sen) একটি চিঠি লিখেছিলেন আদালতের কাছে ৷ সেই চিঠির একটি কপি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) পাঠান তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) ৷ অমিত শাহ সেই চিঠির জবাব কুণাল ঘোষকে দিয়েছেন ৷

শনিবার টুইটারে এমনই দাবি করেছেন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congresss) এই মুখপাত্র ৷ তিনি টুইটারে লিখেছেন, ‘‘যাঁরা চিট ফান্ড নিয়ে কথা বলেন, তাঁদের জন্য। কোর্টকে লেখা সুদীপ্ত সেনের চিঠির কপি দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তদন্তের দাবি পাঠিয়েছিলাম । তাঁর জবাবি চিঠি পেয়েছি । আশা করি সিবিআই তদন্ত করবে ।’’

আরও পড়ুন : Kunal Ghosh : ত্রিপুরায় অনুসরণ করছে বিজেপির বাইকবাহিনী, অভিযোগ কুণালের

তবে কবে সুদীপ্ত সেন এই চিঠি আদালতের কাছে পাঠিয়েছিলেন এবং কবে কুণাল ঘোষ ওই চিঠির কপি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে পাঠালেন, তা অবশ্য ওই টুইটে লেখা নেই ৷

আদালতের কাছে সারদা-কর্তা (Saradha) সুদীপ্ত সেন একটি চিঠি গত বছরের শেষের দিকে লিখেছিলেন ৷ সেই চিঠি নিয়ে ব্যাপক হইচই হয়েছিল রাজ্যের রাজনৈতিক মহলে ৷ কারণ, চিঠিতে নাম ছিল শুভেন্দু অধিকারীর ৷ তাছাড়া কংগ্রেস ও বামফ্রন্টের একাধিক নেতার নামও ছিল ৷ চিঠিতে সুদীপ্ত সেন অভিযোগ করেন যে, ওই নেতারা তাঁর কাছ থেকে জোর করে টাকা আদায় করেছেন ৷

  • যারা চিট ফান্ড নিয়ে কথা বলেন, তাদের জন্য। কোর্টকে লেখা সুদীপ্ত সেনের চিঠির কপি দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তদন্তের দাবি পাঠিয়েছিলাম। তাঁর জবাবি চিঠি পেয়েছি। আশা করি সিবিআই তদন্ত করবে।

    — Kunal Ghosh (@KunalGhoshAgain) August 7, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Tripura : ত্রিপুরায় আক্রান্ত তৃণমূলের ছাত্র-যুবরা, বিপ্লবকে হুঁশিয়ারি অভিষেকের

চিঠির বিষয়টি যখন প্রকাশ্য়ে আসে, তখন শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তৃণমূল কংগ্রেসের সব সম্পর্ক শেষ ৷ তখন তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নানা মহলে জল্পনা চলছে ৷ ফলে বিজেপি-সহ বিরোধীদের অভিযোগ ছিল, রাজনৈতিক উদ্দেশ্যেই ওই চিঠি লেখা হয়েছে ৷ আর তা শাসকদল তৃণমূল কংগ্রেস জোর করে সুদীপ্ত সেনকে দিয়ে লিখিয়েছে ৷ শুভেন্দু অধিকারীও একাধিকবার এই অভিযোগ করেছেন ৷

অন্যদিকে সারদা কাণ্ডে অভিযুক্ত কুণাল ঘোষ দাবি করেছিলেন, এই নিয়ে প্রকৃত তদন্ত হওয়া দরকার ৷ যাঁদের নাম উঠেছে, তাঁরা সত্যিই সুবিধা নিয়েছে কি না, তা খতিয়ে দেখতে সিবিআই তদন্তের দাবি জানান ৷ রাজনৈতিক মহলের মতে, কুণাল সম্ভবত সেই চিঠির কপি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পাঠিয়েছিলেন ৷ তারই জবাব পেয়েছেন ৷

আরও পড়ুন : Sashi Tharoor-Narendra Modi : হকির গোলরক্ষক শ্রীজেশের প্রসঙ্গ টেনে মোদিকে আক্রমণ থারুরের

যদিও সারদা-কাণ্ডের তদন্ত নিয়ে বরাবর বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মধ্যে আঁতাতের অভিযোগ তুলেছে কংগ্রেস-সিপিএম ৷ রাজনৈতিক স্বার্থে কেন্দ্রে নরেন্দ্র মোদির সরকার এই তদন্তকে ব্যবহার করছে বলেও অভিযোগ করেছে তারা ৷

এদিন কুণাল ঘোষের টুইট নিয়ে সিপিএম নেতা সুজন চক্রবর্তীর প্রতিক্রিয়া, ‘‘সারদা মামলা নিয়ে আমরা বারবারই বলছি, যে তদন্ত আমরা চাইছি, সেই তদন্ত হচ্ছে না ৷ সাধারণ মানুষ এর থেকে সুবিচার পাবেন বলে আশা করেছিলাম ৷ কিন্তু কেন্দ্র ও রাজ্যের যোগসাজশে এই মামলা তার প্রকৃত গতিপথ হারাচ্ছে ৷ কুণালবাবু আশা করেছেন প্রকৃত তদন্ত হবে ৷ এটা ভাল কথা ৷ কিন্তু আমাদের প্রশ্ন প্রকৃত তদন্ত হবে তো ?’’

কলকাতা, 7 অগস্ট : সারদা-কর্তা সুদীপ্ত সেন (Sudipta Sen) একটি চিঠি লিখেছিলেন আদালতের কাছে ৷ সেই চিঠির একটি কপি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) পাঠান তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) ৷ অমিত শাহ সেই চিঠির জবাব কুণাল ঘোষকে দিয়েছেন ৷

শনিবার টুইটারে এমনই দাবি করেছেন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congresss) এই মুখপাত্র ৷ তিনি টুইটারে লিখেছেন, ‘‘যাঁরা চিট ফান্ড নিয়ে কথা বলেন, তাঁদের জন্য। কোর্টকে লেখা সুদীপ্ত সেনের চিঠির কপি দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তদন্তের দাবি পাঠিয়েছিলাম । তাঁর জবাবি চিঠি পেয়েছি । আশা করি সিবিআই তদন্ত করবে ।’’

আরও পড়ুন : Kunal Ghosh : ত্রিপুরায় অনুসরণ করছে বিজেপির বাইকবাহিনী, অভিযোগ কুণালের

তবে কবে সুদীপ্ত সেন এই চিঠি আদালতের কাছে পাঠিয়েছিলেন এবং কবে কুণাল ঘোষ ওই চিঠির কপি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে পাঠালেন, তা অবশ্য ওই টুইটে লেখা নেই ৷

আদালতের কাছে সারদা-কর্তা (Saradha) সুদীপ্ত সেন একটি চিঠি গত বছরের শেষের দিকে লিখেছিলেন ৷ সেই চিঠি নিয়ে ব্যাপক হইচই হয়েছিল রাজ্যের রাজনৈতিক মহলে ৷ কারণ, চিঠিতে নাম ছিল শুভেন্দু অধিকারীর ৷ তাছাড়া কংগ্রেস ও বামফ্রন্টের একাধিক নেতার নামও ছিল ৷ চিঠিতে সুদীপ্ত সেন অভিযোগ করেন যে, ওই নেতারা তাঁর কাছ থেকে জোর করে টাকা আদায় করেছেন ৷

  • যারা চিট ফান্ড নিয়ে কথা বলেন, তাদের জন্য। কোর্টকে লেখা সুদীপ্ত সেনের চিঠির কপি দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তদন্তের দাবি পাঠিয়েছিলাম। তাঁর জবাবি চিঠি পেয়েছি। আশা করি সিবিআই তদন্ত করবে।

    — Kunal Ghosh (@KunalGhoshAgain) August 7, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Tripura : ত্রিপুরায় আক্রান্ত তৃণমূলের ছাত্র-যুবরা, বিপ্লবকে হুঁশিয়ারি অভিষেকের

চিঠির বিষয়টি যখন প্রকাশ্য়ে আসে, তখন শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তৃণমূল কংগ্রেসের সব সম্পর্ক শেষ ৷ তখন তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নানা মহলে জল্পনা চলছে ৷ ফলে বিজেপি-সহ বিরোধীদের অভিযোগ ছিল, রাজনৈতিক উদ্দেশ্যেই ওই চিঠি লেখা হয়েছে ৷ আর তা শাসকদল তৃণমূল কংগ্রেস জোর করে সুদীপ্ত সেনকে দিয়ে লিখিয়েছে ৷ শুভেন্দু অধিকারীও একাধিকবার এই অভিযোগ করেছেন ৷

অন্যদিকে সারদা কাণ্ডে অভিযুক্ত কুণাল ঘোষ দাবি করেছিলেন, এই নিয়ে প্রকৃত তদন্ত হওয়া দরকার ৷ যাঁদের নাম উঠেছে, তাঁরা সত্যিই সুবিধা নিয়েছে কি না, তা খতিয়ে দেখতে সিবিআই তদন্তের দাবি জানান ৷ রাজনৈতিক মহলের মতে, কুণাল সম্ভবত সেই চিঠির কপি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পাঠিয়েছিলেন ৷ তারই জবাব পেয়েছেন ৷

আরও পড়ুন : Sashi Tharoor-Narendra Modi : হকির গোলরক্ষক শ্রীজেশের প্রসঙ্গ টেনে মোদিকে আক্রমণ থারুরের

যদিও সারদা-কাণ্ডের তদন্ত নিয়ে বরাবর বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মধ্যে আঁতাতের অভিযোগ তুলেছে কংগ্রেস-সিপিএম ৷ রাজনৈতিক স্বার্থে কেন্দ্রে নরেন্দ্র মোদির সরকার এই তদন্তকে ব্যবহার করছে বলেও অভিযোগ করেছে তারা ৷

এদিন কুণাল ঘোষের টুইট নিয়ে সিপিএম নেতা সুজন চক্রবর্তীর প্রতিক্রিয়া, ‘‘সারদা মামলা নিয়ে আমরা বারবারই বলছি, যে তদন্ত আমরা চাইছি, সেই তদন্ত হচ্ছে না ৷ সাধারণ মানুষ এর থেকে সুবিচার পাবেন বলে আশা করেছিলাম ৷ কিন্তু কেন্দ্র ও রাজ্যের যোগসাজশে এই মামলা তার প্রকৃত গতিপথ হারাচ্ছে ৷ কুণালবাবু আশা করেছেন প্রকৃত তদন্ত হবে ৷ এটা ভাল কথা ৷ কিন্তু আমাদের প্রশ্ন প্রকৃত তদন্ত হবে তো ?’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.