কলকাতা, 23 ডিসেম্বর : মহারাষ্ট্রের পর এবার ঝাড়খণ্ডের ক্ষমতা BJP-র হাত থেকে বেরিয়ে গেল ৷ আর সেই প্রসঙ্গে তৃণমূল নেতা অমিত মিত্র বললেন, “ঝাড়খণ্ডের মানুষ গলা উঁচু করে বুঝিয়ে দিয়েছে তাদের মত ।" আজ নবান্ন থেকে এই কথা বললেন তিনি ৷
দেশে অনুপ্রবেশকারীদের নিয়ে সুর বদলাচ্ছেন মমতা ৷ রামলীলা ময়দান থেকে তৃণমূল নেত্রীকে আক্রমণ করেন নরেন্দ্র মোদি । আর তারই পরিপ্রেক্ষিতে তৃণমূল নেত্রী চ্যালেঞ্জ করেন, জনগণ ঠিক করবেন কে ঠিক, কী ভুল ।
আজ ঝাড়খণ্ডের BJP-র খারাপ ফলাফলের পর অমিত মিত্র বলেন, “ঝাড়খণ্ডের মানুষ আজ গলা উঁচু করে বলে দিয়েছে মানুষ কার সঙ্গে থাকতে চায় ।" অন্যদিকে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রাজ্যপালকে ঘিরে ছাত্রছাত্রীদের বিক্ষোভ প্রসঙ্গে বলেন, “এটা ছাত্রদের ব্যাপার । আমিও প্রেসিডেন্সি কলেজে পড়াকালীন ছাত্র আন্দোলন করেছি । ছাত্রদের ব্যাপারে আমাদের নাক গলানো ঠিক নয় । বিশ্ববিদ্যালয় একটা স্বাধীন সংস্থা । তবে ছাত্রদের বক্তব্য থাকতেই পারে ।"