ETV Bharat / city

মানুষ কার সঙ্গে থাকতে চায়, বুঝিয়ে দিয়েছে ঝাড়খণ্ডবাসী : অমিত মিত্র

দেশে অনুপ্রবেশকারীদের নিয়ে সুর বদলাচ্ছেন মমতা ৷ দিল্লির রামলীলা ময়দান থেকে তৃণমূল নেত্রীকে আক্রমণ করেছিলেন নরেন্দ্র মোদি । আর তারই পরিপ্রেক্ষিতে তৃণমূল নেত্রী চ্যালেঞ্জ করেন, জনগণ ঠিক করবেন কে ঠিক, কী ভুল । আজ ঝাড়খণ্ডের BJP-র খারাপ ফলাফলের পর তৃণমূল নেতা অমিত মিত্র বলেন, “ঝাড়খণ্ডের মানুষ আজ গলা উঁচু করে বলে দিয়েছে মানুষ কার সঙ্গে থাকতে চায় ।"

Amit Mitra, the finance minister of the state
রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র
author img

By

Published : Dec 23, 2019, 11:45 PM IST

কলকাতা, 23 ডিসেম্বর : মহারাষ্ট্রের পর এবার ঝাড়খণ্ডের ক্ষমতা BJP-র হাত থেকে বেরিয়ে গেল ৷ আর সেই প্রসঙ্গে তৃণমূল নেতা অমিত মিত্র বললেন, “ঝাড়খণ্ডের মানুষ গলা উঁচু করে বুঝিয়ে দিয়েছে তাদের মত ।" আজ নবান্ন থেকে এই কথা বললেন তিনি ৷

দেশে অনুপ্রবেশকারীদের নিয়ে সুর বদলাচ্ছেন মমতা ৷ রামলীলা ময়দান থেকে তৃণমূল নেত্রীকে আক্রমণ করেন নরেন্দ্র মোদি । আর তারই পরিপ্রেক্ষিতে তৃণমূল নেত্রী চ্যালেঞ্জ করেন, জনগণ ঠিক করবেন কে ঠিক, কী ভুল ।

রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র

আজ ঝাড়খণ্ডের BJP-র খারাপ ফলাফলের পর অমিত মিত্র বলেন, “ঝাড়খণ্ডের মানুষ আজ গলা উঁচু করে বলে দিয়েছে মানুষ কার সঙ্গে থাকতে চায় ।" অন্যদিকে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রাজ্যপালকে ঘিরে ছাত্রছাত্রীদের বিক্ষোভ প্রসঙ্গে বলেন, “এটা ছাত্রদের ব্যাপার । আমিও প্রেসিডেন্সি কলেজে পড়াকালীন ছাত্র আন্দোলন করেছি । ছাত্রদের ব্যাপারে আমাদের নাক গলানো ঠিক নয় । বিশ্ববিদ্যালয় একটা স্বাধীন সংস্থা । তবে ছাত্রদের বক্তব্য থাকতেই পারে ।"

কলকাতা, 23 ডিসেম্বর : মহারাষ্ট্রের পর এবার ঝাড়খণ্ডের ক্ষমতা BJP-র হাত থেকে বেরিয়ে গেল ৷ আর সেই প্রসঙ্গে তৃণমূল নেতা অমিত মিত্র বললেন, “ঝাড়খণ্ডের মানুষ গলা উঁচু করে বুঝিয়ে দিয়েছে তাদের মত ।" আজ নবান্ন থেকে এই কথা বললেন তিনি ৷

দেশে অনুপ্রবেশকারীদের নিয়ে সুর বদলাচ্ছেন মমতা ৷ রামলীলা ময়দান থেকে তৃণমূল নেত্রীকে আক্রমণ করেন নরেন্দ্র মোদি । আর তারই পরিপ্রেক্ষিতে তৃণমূল নেত্রী চ্যালেঞ্জ করেন, জনগণ ঠিক করবেন কে ঠিক, কী ভুল ।

রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র

আজ ঝাড়খণ্ডের BJP-র খারাপ ফলাফলের পর অমিত মিত্র বলেন, “ঝাড়খণ্ডের মানুষ আজ গলা উঁচু করে বলে দিয়েছে মানুষ কার সঙ্গে থাকতে চায় ।" অন্যদিকে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রাজ্যপালকে ঘিরে ছাত্রছাত্রীদের বিক্ষোভ প্রসঙ্গে বলেন, “এটা ছাত্রদের ব্যাপার । আমিও প্রেসিডেন্সি কলেজে পড়াকালীন ছাত্র আন্দোলন করেছি । ছাত্রদের ব্যাপারে আমাদের নাক গলানো ঠিক নয় । বিশ্ববিদ্যালয় একটা স্বাধীন সংস্থা । তবে ছাত্রদের বক্তব্য থাকতেই পারে ।"

Intro:কলকাতা, 23 ডিসেম্বর: মহারাষ্ট্রের পর এবার ঝাড়খন্ড। আবারো ক্ষমতায় চলে গেল বিজেপির হাত থেকে। রাজনৈতিক মহলের কেউ কেউ বলছে ক্রমশ ফিকে হচ্ছে দেশজুড়ে তৈরি হওয়া গেরুয়া রং। আর সেই সূত্রে ইতিমধ্যেই নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে কংগ্রেস,ঝাড়খণ্ড মুক্তি মোর্চা এবংRJD কে জানিয়েছেন শুভেচ্ছা। আর অমিত মিত্র বললেন, “ ঝাড়খণ্ডের মানুষ গলা উঁচু করে বুঝিয়ে দিয়েছে তাদের মত।"



Body:দেশে অনুপ্রবেশকারীদের নিয়ে সুর বদলাচ্ছেন মমতা। একদিন জিনিস সংসদে বিষয়টি নিয়ে সরব হয়েছিলেন আজ তিনি অন্য পথে হাঁটছেন। রামলীলা ময়দান থেকে এমন আওয়াজ তুলেছিলেন নরেন্দ্র মোদির। আর কিছুক্ষণের মধ্যেই টুইট বার্তায় প্রধানমন্ত্রীর মন্তব্যের পরিপ্রেক্ষিতে নিজের মত চালান তৃণমূল সুপ্রিমো। তৃণমূল নেত্রীর চ্যালেঞ্জ, জনগণ ঠিক করবেন কে ঠিক, কি ভুল। অর্থাৎ মানুষের কথা বলতে চাইছিলেন তৃণমূল সুপ্রিমো। সেটিকে আরও জোরদার করতে ময়দানে নেমেছেন তৃণমূল নেতারা।

আজ ঝাড়খণ্ডের বিজেপির খারাপ ফলের জেরে অমিত মিত্র বক্তব্য, “ আমার আজকের মূল কথা জন সাধারণ। ঝাড়খণ্ডের মানুষ আজ গলা উঁচু করে বুঝিয়ে বলে দিয়েছে, এবার তোমরা বুঝে যাও। মানুষ কোথায় আছে। মানুষ কার সঙ্গে আছে।" অর্থাৎ দলের সুপ্রিমো যে জনতার কথা বলে নরেন্দ্র মোদির আনা অভিযোগ খণ্ডন করার চেষ্টা করেছিলেন, আজ সেই মানুষের কথাই আরো একবার বললেন তৃণমূল নেতা অমিত মিত্র।


Conclusion:অন্যদিকে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রাজ্যপাল কে ঘিরে বিক্ষোভ নিয়ে অমিত মিত্র বলেন, “ এটা ছাত্রদের ব্যাপার। আমিও ছাত্র আন্দোলন করেছি। ছাত্রদের ব্যাপারে আমাদের নাক গলানো ঠিক নয়। বিশ্ববিদ্যালয় একটা অটোনমাস বডি। তবে ছাত্রদের বক্তব্য থাকতেই পারে।"
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.