ETV Bharat / city

প্রয়াত সংগীত শিল্পী অমর পাল - kotoi rongo dekhbi dunia

আজ SSKM-এ বিকেল 5টা নাগাদ মৃত্যু হয় লোকশিল্পী অমর পালের ।

অমর পাল
author img

By

Published : Apr 20, 2019, 7:45 PM IST

Updated : Apr 20, 2019, 9:51 PM IST

কলকাতা, 20 এপ্রিল : প্রয়াত লোক সংগীত শিল্পী অমর পাল । বয়স হয়েছিল 98 বছর । আজ SSKM-এ বিকেল 5টা নাগাদ তাঁর মৃত্যু হয় । হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বলে জানা গেছে । হীরক রাজার দেশের "কতই রঙ্গ দেখবি দুনিয়ায়" তাঁর অন্যতম জনপ্রিয় গান । গেয়েছেন লোকগানের পাশাপাশি বহু ভাঁটিয়ালি গানও ।

তৎকালীন বাংলার ব্রাহ্মণবেড়িয়ায় 1922-এর 19 মে জন্ম হয় শিল্পীর । ছোটো বয়সেই গানের তালিম নেওয়া শুরু করেন তিনি । প্রথমে মায়ের কাছে এবং পরে আলাউদ্দিন খান সাহেবের ভাই আয়াত আলি খানের কাছে । কলকাতায় আসেন 1948-এ স্বাধীনতার পর । সংগীত, নাটক অ্যাকাডেমি, সাম্মানিক d.litt-সহ একাধিক পুরস্কার পেয়েছেন ।

সত্যজিৎ রায়ের সঙ্গে হীরক রাজার দেশে ছবিতে কাজ করেছেন । কাজ করেছেন ঋতুপর্ণ ঘোষ, দেবকীকুমার বসুসহ একাধিক পরিচালকের সঙ্গে । জানা গেছে, আজ সকালেও ছাত্র-ছাত্রীদের গানের ক্লাস নিচ্ছিলেন শিল্পী । পরে বেলায় হৃদরোগে আক্রান্ত হন । দেড়টা নাগাদ তাঁকে আনা হয় হাসপাতালে । মস্তিষ্কে রক্তক্ষরণের জেরে তাঁকে বাঁচানো সম্ভব হয়নি বলে জানিয়েছেন SSKM কর্তৃপক্ষ ।

তাঁর মৃত্যুতে টুইটে শোক প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায় । লিখেছেন, "লোকশিল্পী অমর পালের মৃত্যুতে আমি শোকাহত । আমার মনে পড়ছে হীরক রাজার দেশে ও নিমন্ত্রণে ওঁর কাজের কথা । তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাই । "

কলকাতা, 20 এপ্রিল : প্রয়াত লোক সংগীত শিল্পী অমর পাল । বয়স হয়েছিল 98 বছর । আজ SSKM-এ বিকেল 5টা নাগাদ তাঁর মৃত্যু হয় । হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বলে জানা গেছে । হীরক রাজার দেশের "কতই রঙ্গ দেখবি দুনিয়ায়" তাঁর অন্যতম জনপ্রিয় গান । গেয়েছেন লোকগানের পাশাপাশি বহু ভাঁটিয়ালি গানও ।

তৎকালীন বাংলার ব্রাহ্মণবেড়িয়ায় 1922-এর 19 মে জন্ম হয় শিল্পীর । ছোটো বয়সেই গানের তালিম নেওয়া শুরু করেন তিনি । প্রথমে মায়ের কাছে এবং পরে আলাউদ্দিন খান সাহেবের ভাই আয়াত আলি খানের কাছে । কলকাতায় আসেন 1948-এ স্বাধীনতার পর । সংগীত, নাটক অ্যাকাডেমি, সাম্মানিক d.litt-সহ একাধিক পুরস্কার পেয়েছেন ।

সত্যজিৎ রায়ের সঙ্গে হীরক রাজার দেশে ছবিতে কাজ করেছেন । কাজ করেছেন ঋতুপর্ণ ঘোষ, দেবকীকুমার বসুসহ একাধিক পরিচালকের সঙ্গে । জানা গেছে, আজ সকালেও ছাত্র-ছাত্রীদের গানের ক্লাস নিচ্ছিলেন শিল্পী । পরে বেলায় হৃদরোগে আক্রান্ত হন । দেড়টা নাগাদ তাঁকে আনা হয় হাসপাতালে । মস্তিষ্কে রক্তক্ষরণের জেরে তাঁকে বাঁচানো সম্ভব হয়নি বলে জানিয়েছেন SSKM কর্তৃপক্ষ ।

তাঁর মৃত্যুতে টুইটে শোক প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায় । লিখেছেন, "লোকশিল্পী অমর পালের মৃত্যুতে আমি শোকাহত । আমার মনে পড়ছে হীরক রাজার দেশে ও নিমন্ত্রণে ওঁর কাজের কথা । তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাই । "

sample description
Last Updated : Apr 20, 2019, 9:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.