কলকাতা, 1 জানুয়ারি : নতুন বছরের প্রথম দিনে জাঁকিয়ে ঠান্ডার অনুভূতি রাজ্যে । সকাল থেকেই শীত উপভোগ করছে রাজ্যবাসী । যদিও খাতায়কলমে কলকাতায় তাপমাত্র 1 ডিগ্রি বেড়েছে । কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা 13.7 ডিগ্রি সেলসিয়াস । গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12.8 ডিগ্রি সেলসিয়াস । গত 24 ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক । আজ বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 89 শতাংশ ও সর্বনিম্ন 36 শতাংশ রয়েছে ।
আরও পড়ুন: শীত পড়তেই ঘাটালে পরিযায়ী পাখির আনাগোনা শুরু
আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা 13 ডিগ্রি ও সর্বোচ্চ তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । সকালে হালকা কুয়াশা আচ্ছন্ন থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস । আলিপুর আবওয়া দপ্তর জানিয়েছে, আগামী 24 ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই কমবে তাপমাত্রা । রবিবার থেকে সামান্য ঊর্ধ্বমুখী হবে পারদ । তবে শীত এখনই বিদায় নিচ্ছে না । আরও কয়েকদিন সকালে ও সন্ধ্যায় বজায় থাকবে শীতের আমেজ ।
রবিবার জম্মু-কাশ্মীরে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে চলেছে । এর প্রভাবে বাধা পাবে উত্তর-পশ্চিমে শীতল হাওয়া । বঙ্গোপসাগর থেকে পুবালি হাওয়ার সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার সংঘাতে উত্তর-পশ্চিম ভারতের আবহাওয়ার অবনতির সম্ভাবনা রয়েছে আগামী রবি ও সোমবার । সোমবারের পর থেকে ফের তুষারপাতের সম্ভাবনা রয়েছে জম্মু-কাশ্মীর, লাদাখ, হিমাচলপ্রদেশ ও উত্তরাখণ্ডে ।