কলকাতা, 24 মে : কেন লাইফ সেভিং বোট ছিল না ? ঝড়ে রবীন্দ্র সরোবর লেকে রোয়িং বোট উল্টে দুই কিশোরের মৃত্যুর ঘটনায় এ বার সেই প্রশ্ন তুললেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) ৷ এ দিন তিনি মৃত দুই কিশোরের পরিবারের সঙ্গে দেখা করতে যান ৷ সেখানেই ক্যালকাটা রোয়িং ক্লাবের সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন তিনি (Allegations of Lack of External Security Arrangements in Calcutta Rowing Club) ৷ সেই সঙ্গে কলকাতা পুলিশকে তাঁর নির্দেশ লাইফ সেভিংয়ের ব্যবস্থা খতিয়ে না দেখে এ ধরনের খেলায় যেন অনুমতি না দেওয়া হয় ৷
মেয়র ফিরহাদ হাকিম রোয়িং করতে গিয়ে জলে ডুবে মৃত দুই কিশোর পূষন সাধুখাঁ এবং সৌরদীপ চট্টোপাধ্যায়ের পরিবারের সঙ্গে দেখা করতে যান ৷ দুই পরিবারকে সমবেদনা জানান তিনি ৷ এদিন মেয়রকে সামনে পেয়ে নিজেদের ধরে রাখতে পারেননি পূষণ এবং সৌরদীপের মা-বাবা ৷ কান্নায় ভেঙে পড়েন তাঁরা ৷ একটাই প্রশ্ন তাঁদের, সন্তান হারিয়ে কীভাবে বাঁচবেন ? ফিরহাদ হাকিম বলেন, দু’টি বাচ্চার বাবা-মায়ের প্রশ্নের কোনও উত্তর তাঁর কাছে নেই ৷ কারণ, সন্তানকে হারানোর কষ্ট কমার নয় ৷ কিন্তু, জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে ৷ তাই এই কষ্ট বুকে নিয়েই তাঁদের এগিয়ে যেতে হবে ৷
এরপরেই ক্লাব কর্তৃপক্ষের সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন মেয়র ৷ জানান, তাঁর এটা ভেবেই আশ্চর্য লাগছে, যে একটাও লাইফ সেভিং বোট ছিল না ! কোনও সহযোগী বোট ছাড়া বাচ্চাদের এই খেলায় নামানো উচিত নয় বলে মনে করেন ফিরহাদ ৷ এদিন ফিরহাদের সঙ্গে কলকাতা পুলিশের কর্তারাও পূষণ এবং সৌরদীপের বাড়িতে গিয়েছিলেন ৷ সেখানেই মেয়র জানিয়েছেন, মুখ্যমন্ত্রী পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন, এই ধরনের খেলায় নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে না দেখে যেন অনুমতি না দেওয়া হয় ৷ এমনকি কোনও প্রতিযোগিতার অনুমতি দেওয়ার আগে সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷
আরও পড়ুন : Boat Capsizes in Rabindra Sarobar: রবীন্দ্র সরোবরে রোয়িং করার সময় হঠাৎ কালবৈশাখী, বোট উলটে মৃত দুই কিশোর
কিন্তু, প্রশ্ন উঠছে এতদিন তাহলে কী করছিল কলকাতা পুলিশ ? ক্যালকাটা রোয়িং ক্লাবের মতো নামী সংস্থায় নিরাপত্তার এই গাফিলতি পুলিশের চোখে কেন আসেনি ? দু’টি নীরিহ প্রাণ চলে যাওয়ার পর কেন টনক নড়ল প্রশাসনের ? এমন একাধিক প্রশ্নের জবাব খুঁজছেন পূষন এবং সৌরদীপের মা-বাবা ৷