কলকাতা, 17 জুলাই: নিজের থেকে প্রায় 20 বছরের বড় মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। অভিযোগকারী এবং অভিযুক্ত একই পাড়ার বাসিন্দা। গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে।
পুলিশ সূত্রে খবর, গতকাল সন্ধ্যায় বেলেঘাটা মেন রোডের বাসিন্দা বিধান বোস প্রতিবেশী এক মহিলার ঘরে ঢোকে। বিধানের বয়স 36 বছর। অবিবাহিত মহিলার বয়স 55। অভিযোগ, গত সন্ধ্যায় ওই মহিলাকে ধর্ষণ করে অভিযুক্ত। ঘটনার পর থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা। তারপর ওই মহিলার শারীরিক পরীক্ষা করা হয়। সেই শারীরিক পরীক্ষায় ধর্ষণের প্রাথমিক প্রমাণ মেলে। এর মাঝে বিধান পালিয়ে যায়। নানা জায়গায় তল্লাশি চালিয়ে আজ সকালে তাকে চাউল পট্টি রোড থেকে গ্রেপ্তার করে পুলিশ।
অভিযুক্তকে পেশ করা হয় শিয়ালদা আদালতে। শিয়ালদা আদালতের সরকারি আইনজীবী অরূপ চক্রবর্তী এপ্রসঙ্গে বলেন, “নীলরতন সরকার মেডিকেল কলেজে অভিযোগকারিণীর শারীরিক পরীক্ষায় ধর্ষণের প্রমাণ মিলেছে। তারপরেই গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। আমরা 14 দিনের পুলিশ হেফাজতের আবেদন করেছিলাম আদালতের কাছে। আদালত 17 জুলাই পর্যন্ত পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছে।"
বেলেঘাটায় মহিলাকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার যুবক - বেলেঘাটায় মহিলাকে ধর্ষণ
প্রায় 20 বছরের বড় মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী এক য়ুবকের বিরুদ্ধে ৷
কলকাতা, 17 জুলাই: নিজের থেকে প্রায় 20 বছরের বড় মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। অভিযোগকারী এবং অভিযুক্ত একই পাড়ার বাসিন্দা। গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে।
পুলিশ সূত্রে খবর, গতকাল সন্ধ্যায় বেলেঘাটা মেন রোডের বাসিন্দা বিধান বোস প্রতিবেশী এক মহিলার ঘরে ঢোকে। বিধানের বয়স 36 বছর। অবিবাহিত মহিলার বয়স 55। অভিযোগ, গত সন্ধ্যায় ওই মহিলাকে ধর্ষণ করে অভিযুক্ত। ঘটনার পর থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা। তারপর ওই মহিলার শারীরিক পরীক্ষা করা হয়। সেই শারীরিক পরীক্ষায় ধর্ষণের প্রাথমিক প্রমাণ মেলে। এর মাঝে বিধান পালিয়ে যায়। নানা জায়গায় তল্লাশি চালিয়ে আজ সকালে তাকে চাউল পট্টি রোড থেকে গ্রেপ্তার করে পুলিশ।
অভিযুক্তকে পেশ করা হয় শিয়ালদা আদালতে। শিয়ালদা আদালতের সরকারি আইনজীবী অরূপ চক্রবর্তী এপ্রসঙ্গে বলেন, “নীলরতন সরকার মেডিকেল কলেজে অভিযোগকারিণীর শারীরিক পরীক্ষায় ধর্ষণের প্রমাণ মিলেছে। তারপরেই গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। আমরা 14 দিনের পুলিশ হেফাজতের আবেদন করেছিলাম আদালতের কাছে। আদালত 17 জুলাই পর্যন্ত পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছে।"