কলকাতা, 12 জুলাই: গুরুতর অভিযোগ উঠল রাজ্যের এক মন্ত্রীর পুত্রের বিরুদ্ধে ৷ বিষয়টি এমন জায়গায় পৌঁছেছে যে সুবিচার পেতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে হল এক পরিবারকে ৷ অভিযোগ, মন্ত্রী জাভেদ খানের পুত্রের দাপটে ভিটেছাড়া হতে হয়েছে তপসিয়ার শেখ সাবির ও তাঁর ভাইদের ৷ পুলিশে জানিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ ৷ অবশেষে হাইকোর্টের দ্বারস্থ হল পরিবারটি ৷
এক্ষেত্রে জবরদখলের পাশাপাশি ও মারধরের অভিযোগও উঠেছে । টানা 6 দিন বাড়িতে ঢুকতেই পারেননি শেখ সাবিরের পরিবারের সদস্যরা । অভিযোগ, ঘটনার নেপথ্যে রয়েছেন রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতরের মন্ত্রী জাভেদ খানের পুত্র । সোমবারই এই বিষয়ে জরুরি মামলার অনুমতি দেয় কলকাতা হাইকোর্ট । মামলায় অন্যতম পক্ষ করা হয়েছে মন্ত্রী জাভেদ খানের পুত্র ফৈয়াজ খানকে ।
আবেদনকারীদের অভিযোগ, গত কয়েকদিন ধরে বাড়িতে রয়েছেন শুধু মহিলা ও শিশুরা । 82 ডি তোপসিয়া রোডের বাড়িকে কেন্দ্র করেই যাবতীয় ঘটনার সূত্রপাত । কলকাতার এই ঠিকানায় কয়েক প্রজন্ম ধরে বসবাস শেখ সাবির ও তাঁর পরিবারের । তিলজলা থানার এই পৈতৃক বাড়িতে 5 জুলাই থেকে ভিটেছাড়া শেখ সাবির-সহ তাঁর ভাইয়েরা । অভিযোগের তীর, স্থানীয় 66 নং ওয়ার্ডের কাউন্সিলর তথা জাভেদ খানের পুত্র ফৈয়াজ খানের বিরুদ্ধে ৷
আরও পড়ুন: প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় একক বেঞ্চের নির্দেশের বিরুদ্ধে সওয়াল আইনজীবীদের
সুবিচার চাইতে সোমবার বিকেল 4টের সময় বিচারপতি শম্পা সরকারে'র বেঞ্চে ঘটনাটি জানান শেখ সাবিরের আইনজীবী ফিরদৌস শামিম । পুলিশের সাহায্য চেয়েও না-পাওয়া ও তিলজলা থানার পুলিশের নিষ্ক্রিয়তার বিষয়টিও আদালতকে জানানো হয় ৷ পুরো বিষয়টি আইনজীবীর কাছ থেকে শুনে জরুরি মামলার অনুমতি দিয়েছেন বিচারপতি শম্পা সরকার । মামলার সব পক্ষকে নোটিশ দিয়ে বুধবার শুনানির জন্য আসার মৌখিক নির্দেশ দিয়েছেন বিচারপতি শম্পা সরকার ।
4/1 তোপসিয়া ফার্স্ট লেনে 7 কাঠা জমি রয়েছে সাবিরদের । ভাঙা বাড়ি ছিল সেখানে । সেই বাড়ি ভেঙেই পুনর্নির্মাণের পরিকল্পনা ছিল তাঁদের । জীর্ণ ওই বাড়ি ভাঙতেই সমস্যার সূত্রপাত । মন্ত্রী পুত্র তথা স্থানীয় পুরপিতার দলবল কাজে বাধা দেয় বলে অভিযোগ । প্রথমে বাঁশ দিয়ে জায়গা ঘিরে তা দখল করে নেওয়া হয় । সঙ্গে হুমকিও দেওয়া হয় । আলিপুর আদালত দু'দফায় নির্দেশ জারি করে । তিলজলা থানার পুলিশকে সহায়তার জন্যও নির্দেশ দেয় । অভিযোগ এই নির্দেশের কপি থানা পাওয়ার পর শুরু হয় নির্যাতন । শেখ সাবির জানিয়েছেন, তাঁকে ডেকে নিয়ে যায় ফৈয়াজ খানের কিছু অনুগামী । 5 জুলাই রাত 4টে নাগাদ জিজে খান রোডের কাউন্সিলরের অফিসে গেলেই তাঁকে মারধর করা হয় । স্থানীয় কাউন্সিলরও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন । তারপর থেকেই তাঁকে প্রাণে মারার হুমকি দেওয়া হচ্ছে । বু্ধবার বিচারপতি শম্পা সরকারের বেঞ্চে এই মামলার শুনানি হতে পারে ।