কলকাতা, 15 সেপ্টেম্বর : পাঁচমাস বন্ধ থাকার পর খুলে গেল আলিপুর চিড়িয়াখানা (Alipore Zoo) ৷ বুধবার থেকে আবার চিড়িয়াখানায় ঢোকার সুযোগ পেলেন দর্শকরা ৷ উল্লেখ্য, করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পরই চলতি বছর ফের একবার বন্ধ করে দেওয়া হয় আলিপুর চিড়িয়াখানা ৷ সংক্রমণ রুখতেই এই পদক্ষেপ করা হয় ৷ আপাতত করোনার প্রকোপ কিছুটা কমায় চিড়িয়াখানা খোলার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ ৷
আরও পড়ুন : Tarapith Temple : ছ’দিন বন্ধ থাকার পর খুলল তারাপীঠের মন্দির
ডিরেক্টর আশিস সামন্ত সংবাদমাধ্যমকে জানিয়েছেন, প্রতিদিন সকাল ন’টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকবে চিড়িয়াখানা ৷ যাবতীয় কোভিডবিধি মেনেই দর্শক ও পর্যকদের ভিতরে ঢুকতে হবে ৷ প্রত্যেককেই কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে ৷ এই প্রসঙ্গে আশিস বলেন, ‘‘চিড়িয়াখানায় ঢোকার মুখে একটা স্যানিটাইজার টানেল বসানো হয়েছে ৷ দর্শকদের সেই টানেলের ভিতর দিয়ে চিড়িয়াখানায় ঢুকতে হবে ৷ মাস্ক না পরলে কাউকেই চিড়িয়াখানায় ঢুকতে দেওয়া হবে না ৷ চিড়িয়াখানার কোথাও জমায়েত করা যাবে না ৷’’
আরও পড়ুন : Belur Math: বেলুড় মঠ দর্শনের সময়সূচি ফের বদলের সিদ্ধান্ত মঠ কর্তৃপক্ষের
আশিস জানিয়েছেন, চিড়িয়াখানায় যে ক’টি প্রধান আকর্ষণ রয়েছে, তার সবকটিই দেখতে পারবেন দর্শকরা ৷ বাঘ, সিংহ, অ্যানাকোন্ডা, হাতি, সবই দেখতে পারবেন তাঁরা ৷ তবে করোনার কারণেই চিড়িয়াখানার ভিতরে থাকা রেস্তোরাঁ ও খাবারের দোকানগুলিতে বিধিনিষেধ কার্যকর থাকবে ৷ তবে, বুধবার থেকে যে আলিপুর চিড়িয়াখানা খুলে গিয়েছে, সেকথা এখনও বহু মানুষের অজানা ৷ তাই এদিন চিড়িয়াখানায় তেমন ভিড় হয়নি ৷ তবে আগামী কয়েক দিনের মধ্যেই এই খরা কেটে যাবে বলে আশাপ্রকাশ করেছেন আশিস ৷