ETV Bharat / city

Kolkata SSC Agitation: বিক্ষোভরত চাকরিপ্রার্থীদের পাশে 'আক্রান্ত আমরা' - বিক্ষোভ

গান্ধি মূর্তির পাদদেশে অবস্থানরত চাকরিপ্রার্থীদের (Kolkata SSC Agitation) পাশে দাঁড়াল নাগরিক সমাজের প্রতিনিধিদের নিয়ে গঠিত সংগঠন 'আক্রান্ত আমরা' (Akranta Amra) ৷ অবিলম্বে যোগ্য প্রার্থীদের নিয়োগের দাবিতে সরব হলেন 'আক্রান্ত আমরা'-র প্রতিনিধিরা ৷

Akranta Amra extends its support to Kolkata SSC Agitation
Kolkata SSC Agitation: বিক্ষোভরত চাকরিপ্রার্থীদের পাশে 'আক্রান্ত আমরা'
author img

By

Published : Sep 18, 2022, 10:12 PM IST

কলকাতা, 18 সেপ্টেম্বর: গান্ধি মূর্তির পাদদেশ হবু শিক্ষকদের অবস্থান বিক্ষোভ (Kolkata SSC Agitation) 553 দিন অতিক্রান্ত করে গেল ৷ সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, লিখিত পরীক্ষায় পাশ করে, ইন্টারভিউ দিয়েও বছরের পর বছর চাকরি (SSC Recruitment) পাচ্ছেন না তাঁরা ৷ এবার তাঁদের পাশে দাঁড়াল নাগরিক সমাজের প্রতিনিধিদের নিয়ে গঠিত সংগঠন 'আক্রান্ত আমরা' (Akranta Amra) ৷ তাদের মূলত দু'টি দাবি ৷ প্রথমত, স্বচ্ছতার মাধ্যমে দ্রুত শিক্ষক নিয়োগ এবং বিচারব্যবস্থায় শাসক শিবিরের অবাঞ্ছিত হস্তক্ষেপ রোধ ৷

রবিবার আক্রান্ত আমরার তরফে বিশিষ্ট কবি মন্দাক্রান্তা সেন বলেন, "আগাপাশতলা একটা জঘন্য সরকার চলছে ৷ যাদের কি না মানুষই ভোট দিয়ে নিয়ে এসেছে ৷ তারাই এখন ক্ষমতায় বসে মানুষের সঙ্গে প্রবঞ্চনা, প্রতারণা করে চলেছে ৷ এই বিষয়ে বলতে গেলে ভাষা খুঁজে পাওয়া কঠিন ৷ এখানে এতজন যোগ্য চাকরিপ্রার্থী বসে রয়েছেন ৷ অন্যদিকে ভুয়ো নিয়োগপত্র বিলি করা হচ্ছে ৷ বছরের পর বছর বিভিন্ন সরকারি দফরে খালি পদের সংখ্যা বাড়ছে ৷ সেখানে নিয়োগ হচ্ছে না ৷ এদিকে আমরা খেলা, মেলায় ব্যস্ত আছি ৷ কাশ্মীরের বালিশ বিক্রি করছি ! ঘুগনি, মুড়ির দোকান দিচ্ছি ! আমাদের শাসক কি নিরো ? আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো কি নিরো ? যোগ্য চাকরিপ্রার্থীরা রাস্তায় পড়ে পড়ে মার খাচ্ছেন ৷ তাঁদের প্রতি মুখ্যমন্ত্রীর কোনও সহানুভূতি নেই ! আমরা কিন্তু দয়া বা ভিক্ষা চাইছি না ৷ যোগ্য চাকরিপ্রার্থীদের নিয়োগ চাইছি ৷"

আরও পড়ুন: 'মরে যাব', আদালতে পেশ করতেই হাহাকার পার্থর

সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য বলেন, "কেন্দ্র এবং রাজ্য, উভয় সরকারই শিক্ষাব্যবস্থাকে শেষ করে দিতে চাইছে ৷ বেসরকারি কর্পোরেট হাঙরদের হাতে তুলে দিতে চাইছে শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রকে ৷ 2011 সাল থেকে রাজ্যের শিক্ষাব্যবস্থার কবর খোঁড়া শুরু হয়েছিল ৷ এই মুহূর্তে রাজ্যে 54 লক্ষ প্রাথমিক ছাত্র-ছাত্রী আছে ৷ যাদের মধ্যে 26 লক্ষই বেসরকারি স্কুলে পড়ে ৷ মেদিনীপুর, বালুরঘাটে একাধিক সরকারি স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে ৷ সেইসব স্কুলের জমি কোনও রাজনৈতিক দল দখল করছে ! কোথাও শপিংমল হচ্ছে ! এসবই চলছে ৷ আমরা যোগ্য চাকরিপ্রার্থীদের দ্রুত নিয়োগ চাইছি ৷"

অবিলম্বে নিয়োগের দাবিতে সরব 'আক্রান্ত আমরা' ৷

চাকরিপ্রার্থীদের তরফে মনোজ প্রামাণিক বলেন, "সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, 2014 সালের পরীক্ষায় পাশ করে আমার মতো বহু ছেলে-মেয়ে আজও বসে রয়েছেন ৷ আমাদের বাবা-মায়ের টাকা-পয়সা নেই ৷ রাজনৈতিক কোনও যোগাযোগ নেই বলেই আমরা এখনও চাকরি পাইনি ৷ অথচ 2014 সালের পরও বহু নিয়োগ হয়েছে ৷ যাঁরা টাকা দিতে পেরেছেন, যাঁদের রাজনৈতিক যোগাযোগ ছিল, তাঁরাই চাকরি পেয়েছেন ৷ আমরা পাইনি ৷ আমরা জানি না কতদিন এইভাবে বসে থাকতে পারব !"

কলকাতা, 18 সেপ্টেম্বর: গান্ধি মূর্তির পাদদেশ হবু শিক্ষকদের অবস্থান বিক্ষোভ (Kolkata SSC Agitation) 553 দিন অতিক্রান্ত করে গেল ৷ সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, লিখিত পরীক্ষায় পাশ করে, ইন্টারভিউ দিয়েও বছরের পর বছর চাকরি (SSC Recruitment) পাচ্ছেন না তাঁরা ৷ এবার তাঁদের পাশে দাঁড়াল নাগরিক সমাজের প্রতিনিধিদের নিয়ে গঠিত সংগঠন 'আক্রান্ত আমরা' (Akranta Amra) ৷ তাদের মূলত দু'টি দাবি ৷ প্রথমত, স্বচ্ছতার মাধ্যমে দ্রুত শিক্ষক নিয়োগ এবং বিচারব্যবস্থায় শাসক শিবিরের অবাঞ্ছিত হস্তক্ষেপ রোধ ৷

রবিবার আক্রান্ত আমরার তরফে বিশিষ্ট কবি মন্দাক্রান্তা সেন বলেন, "আগাপাশতলা একটা জঘন্য সরকার চলছে ৷ যাদের কি না মানুষই ভোট দিয়ে নিয়ে এসেছে ৷ তারাই এখন ক্ষমতায় বসে মানুষের সঙ্গে প্রবঞ্চনা, প্রতারণা করে চলেছে ৷ এই বিষয়ে বলতে গেলে ভাষা খুঁজে পাওয়া কঠিন ৷ এখানে এতজন যোগ্য চাকরিপ্রার্থী বসে রয়েছেন ৷ অন্যদিকে ভুয়ো নিয়োগপত্র বিলি করা হচ্ছে ৷ বছরের পর বছর বিভিন্ন সরকারি দফরে খালি পদের সংখ্যা বাড়ছে ৷ সেখানে নিয়োগ হচ্ছে না ৷ এদিকে আমরা খেলা, মেলায় ব্যস্ত আছি ৷ কাশ্মীরের বালিশ বিক্রি করছি ! ঘুগনি, মুড়ির দোকান দিচ্ছি ! আমাদের শাসক কি নিরো ? আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো কি নিরো ? যোগ্য চাকরিপ্রার্থীরা রাস্তায় পড়ে পড়ে মার খাচ্ছেন ৷ তাঁদের প্রতি মুখ্যমন্ত্রীর কোনও সহানুভূতি নেই ! আমরা কিন্তু দয়া বা ভিক্ষা চাইছি না ৷ যোগ্য চাকরিপ্রার্থীদের নিয়োগ চাইছি ৷"

আরও পড়ুন: 'মরে যাব', আদালতে পেশ করতেই হাহাকার পার্থর

সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য বলেন, "কেন্দ্র এবং রাজ্য, উভয় সরকারই শিক্ষাব্যবস্থাকে শেষ করে দিতে চাইছে ৷ বেসরকারি কর্পোরেট হাঙরদের হাতে তুলে দিতে চাইছে শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রকে ৷ 2011 সাল থেকে রাজ্যের শিক্ষাব্যবস্থার কবর খোঁড়া শুরু হয়েছিল ৷ এই মুহূর্তে রাজ্যে 54 লক্ষ প্রাথমিক ছাত্র-ছাত্রী আছে ৷ যাদের মধ্যে 26 লক্ষই বেসরকারি স্কুলে পড়ে ৷ মেদিনীপুর, বালুরঘাটে একাধিক সরকারি স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে ৷ সেইসব স্কুলের জমি কোনও রাজনৈতিক দল দখল করছে ! কোথাও শপিংমল হচ্ছে ! এসবই চলছে ৷ আমরা যোগ্য চাকরিপ্রার্থীদের দ্রুত নিয়োগ চাইছি ৷"

অবিলম্বে নিয়োগের দাবিতে সরব 'আক্রান্ত আমরা' ৷

চাকরিপ্রার্থীদের তরফে মনোজ প্রামাণিক বলেন, "সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, 2014 সালের পরীক্ষায় পাশ করে আমার মতো বহু ছেলে-মেয়ে আজও বসে রয়েছেন ৷ আমাদের বাবা-মায়ের টাকা-পয়সা নেই ৷ রাজনৈতিক কোনও যোগাযোগ নেই বলেই আমরা এখনও চাকরি পাইনি ৷ অথচ 2014 সালের পরও বহু নিয়োগ হয়েছে ৷ যাঁরা টাকা দিতে পেরেছেন, যাঁদের রাজনৈতিক যোগাযোগ ছিল, তাঁরাই চাকরি পেয়েছেন ৷ আমরা পাইনি ৷ আমরা জানি না কতদিন এইভাবে বসে থাকতে পারব !"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.