ETV Bharat / city

TMC Student Leaders ছাত্রনেতাদের জন্য বেঁধে দেওয়া হতে পারে বয়সসীমা, জল্পনা শুরু তৃণমূলে - তৃণমূল কংগ্রেস

এ বার কি ছাত্রনেতাদের জন্য বয়সসীমা বেঁধে দেওয়া হবে তৃণমূলে (Age limit may be fixed for student leaders)? এই নিয়ে শুরু হয়েছে জল্পনা ৷ টিএমসিপি-র (TMCP) প্রতিষ্ঠা দিবসে এই নিয়ে বার্তা দিতে পারেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

Age limit may be fixed for student leaders, speculation rife in TMC
ছাত্রনেতাদের জন্য বেঁধে দেওয়া হতে পারে বয়সসীমা, জল্পনা শুরু তৃণমূলে
author img

By

Published : Aug 22, 2022, 12:05 PM IST

কলকাতা, 22 অগস্ট: পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেস । তৃণমূল স্তর থেকে শীর্ষ নেতৃত্ব সব ক্ষেত্রেই ধাপে ধাপে আসছে বদল । আর এই পথে ছাত্র সংগঠনের জন্যও একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব । আর এখানেই ছাত্র সংগঠনের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছে দল (Age limit may be fixed for student leaders)।

তথ্য বলছে, 40 পার করেও ছাত্রদলের নেতা হয়ে থেকে গিয়েছেন অনেকেই । কলেজের গেটে দাঁড়িয়ে আজও তাঁরা ছাত্র রাজনীতি করছেন । পরিবর্তিত তৃণমূলে এ বার এমন নেতাদের ছাত্রসংগঠন থেকে সরিয়ে দেওয়া হবে । যতদূর জানা যাচ্ছে, 25 পার করে গেলেই আর কাউকে ছাত্রসংগঠনে রাখা হবে না । প্রথমে যুব এবং তারপরে ধাপে ধাপে তাঁরা জায়গা পাবেন তৃণমূল কংগ্রেসের মূল সংগঠনে ।

এ ক্ষেত্রে তৃণমূল শীর্ষ নেতৃত্বের যুক্তি 15-তে মাধ্যমিক, 17-তে উচ্চ মাধ্যমিক আর কুড়ি বছরেই সাধারণত স্নাতক সম্পূর্ণ করেন যে কোনও ছাত্র-ছাত্রী । সে ক্ষেত্রে স্নাতকোত্তর সম্পূর্ণ করতে সর্বাধিক হলে 25 বছর পর্যন্ত সময় লাগতে পারে । আর সে কারণেই পঁচিশেই ছাত্রনেতা হওয়ার জন্য বয়সসীমা নির্ধারণ করতে চাইছে ঘাসফুল শিবির । ফলে বছরের পর বছর কলেজে ছাত্রনেতা হয়ে বসে থাকার দিন শেষ হতে চলেছে এ বার ।

ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠন টিএমসিপি-র প্রতিষ্ঠা দিবস দুয়ারে কড়া নাড়ছে ৷ আগামী 28 অগস্ট দলের প্রতিষ্ঠা দিবসের (TMCP) অনুষ্ঠান রয়েছে । তবে ওই দিনটি রবিবার পড়ায় 29 অগস্ট মেয়ো রোডে প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান পালন করবে দল । মনে করা হচ্ছে, ওই সভা থেকেই এই গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

আরও পড়ুন: পঞ্চায়েতের আগে তলানিতে ঠেকা ভাবমূর্তি ফেরাতে এক মেরুতে কালীঘাট, ক্যামাক স্ট্রিট

একদা তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতৃত্বের দায়িত্ব সামলানো তাপস রায় এ প্রসঙ্গে বলেছেন, কলেজ গেটে দাঁড়িয়ে যাঁরা রাজনীতি করবেন তাঁরা তরুণ । তাজা ছেলেমেয়েদেরই বারবার সামনে এগিয়ে আসতে বলেছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাই একটা আলোচনা হয়েছে, যাতে কলেজের ছোট ছোট ছেলেমেয়েদের নেতৃত্বে যিনি বা যাঁরা থাকবেন তাঁদের বয়সও নির্দিষ্ট বয়সসীমার মধ্যে হতে হবে ।

এ দিকে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য এই মুহূর্তে ব্যস্ত ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান যাতে সফল করা যায় তা নিয়ে । তিনি প্রস্তুতি সম্পর্কে বলেছেন, "এই মুহূর্তে প্রস্তুতি জোরকদমে চলছে । জেলা থেকে শুরু করে রাজ্য স্তরের ছাত্র-ছাত্রীরা ওইদিন গান্ধি মূর্তির পাদদেশে এসে উপস্থিত হবেন । তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই সাধারণ মানুষের জন্য আন্দোলনে ছাত্রছাত্রীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বলেন ৷ সেই মতো ওইদিনের সমাবেশ ছাত্রছাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে । আগামী দিনে দলের ছাত্র সংগঠনের ভূমিকা কী হতে চলেছে, কীভাবে তারা কাজ করবে, সে বিষয়ে বার্তা দেবেন দলনেত্রী । করোনার জন্য পরপর দু'বছর এই সমাবেশ করা যায়নি । আমরা আশা করছি এ বার মেয়ো রোডে রেকর্ড জমায়েত হবে ।"

কলকাতা, 22 অগস্ট: পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেস । তৃণমূল স্তর থেকে শীর্ষ নেতৃত্ব সব ক্ষেত্রেই ধাপে ধাপে আসছে বদল । আর এই পথে ছাত্র সংগঠনের জন্যও একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব । আর এখানেই ছাত্র সংগঠনের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছে দল (Age limit may be fixed for student leaders)।

তথ্য বলছে, 40 পার করেও ছাত্রদলের নেতা হয়ে থেকে গিয়েছেন অনেকেই । কলেজের গেটে দাঁড়িয়ে আজও তাঁরা ছাত্র রাজনীতি করছেন । পরিবর্তিত তৃণমূলে এ বার এমন নেতাদের ছাত্রসংগঠন থেকে সরিয়ে দেওয়া হবে । যতদূর জানা যাচ্ছে, 25 পার করে গেলেই আর কাউকে ছাত্রসংগঠনে রাখা হবে না । প্রথমে যুব এবং তারপরে ধাপে ধাপে তাঁরা জায়গা পাবেন তৃণমূল কংগ্রেসের মূল সংগঠনে ।

এ ক্ষেত্রে তৃণমূল শীর্ষ নেতৃত্বের যুক্তি 15-তে মাধ্যমিক, 17-তে উচ্চ মাধ্যমিক আর কুড়ি বছরেই সাধারণত স্নাতক সম্পূর্ণ করেন যে কোনও ছাত্র-ছাত্রী । সে ক্ষেত্রে স্নাতকোত্তর সম্পূর্ণ করতে সর্বাধিক হলে 25 বছর পর্যন্ত সময় লাগতে পারে । আর সে কারণেই পঁচিশেই ছাত্রনেতা হওয়ার জন্য বয়সসীমা নির্ধারণ করতে চাইছে ঘাসফুল শিবির । ফলে বছরের পর বছর কলেজে ছাত্রনেতা হয়ে বসে থাকার দিন শেষ হতে চলেছে এ বার ।

ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠন টিএমসিপি-র প্রতিষ্ঠা দিবস দুয়ারে কড়া নাড়ছে ৷ আগামী 28 অগস্ট দলের প্রতিষ্ঠা দিবসের (TMCP) অনুষ্ঠান রয়েছে । তবে ওই দিনটি রবিবার পড়ায় 29 অগস্ট মেয়ো রোডে প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান পালন করবে দল । মনে করা হচ্ছে, ওই সভা থেকেই এই গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

আরও পড়ুন: পঞ্চায়েতের আগে তলানিতে ঠেকা ভাবমূর্তি ফেরাতে এক মেরুতে কালীঘাট, ক্যামাক স্ট্রিট

একদা তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতৃত্বের দায়িত্ব সামলানো তাপস রায় এ প্রসঙ্গে বলেছেন, কলেজ গেটে দাঁড়িয়ে যাঁরা রাজনীতি করবেন তাঁরা তরুণ । তাজা ছেলেমেয়েদেরই বারবার সামনে এগিয়ে আসতে বলেছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাই একটা আলোচনা হয়েছে, যাতে কলেজের ছোট ছোট ছেলেমেয়েদের নেতৃত্বে যিনি বা যাঁরা থাকবেন তাঁদের বয়সও নির্দিষ্ট বয়সসীমার মধ্যে হতে হবে ।

এ দিকে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য এই মুহূর্তে ব্যস্ত ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান যাতে সফল করা যায় তা নিয়ে । তিনি প্রস্তুতি সম্পর্কে বলেছেন, "এই মুহূর্তে প্রস্তুতি জোরকদমে চলছে । জেলা থেকে শুরু করে রাজ্য স্তরের ছাত্র-ছাত্রীরা ওইদিন গান্ধি মূর্তির পাদদেশে এসে উপস্থিত হবেন । তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই সাধারণ মানুষের জন্য আন্দোলনে ছাত্রছাত্রীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বলেন ৷ সেই মতো ওইদিনের সমাবেশ ছাত্রছাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে । আগামী দিনে দলের ছাত্র সংগঠনের ভূমিকা কী হতে চলেছে, কীভাবে তারা কাজ করবে, সে বিষয়ে বার্তা দেবেন দলনেত্রী । করোনার জন্য পরপর দু'বছর এই সমাবেশ করা যায়নি । আমরা আশা করছি এ বার মেয়ো রোডে রেকর্ড জমায়েত হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.