ETV Bharat / city

ফের ছাত্র আন্দোলন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, ঘেরাও উপাচার্য - ছাত্র আন্দোলন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে

একাধিক দাবিতে বুধবার দুপুর 12টা থেকে ঘেরাও কর্মসূচি শুরু হয়। বুধবার মাঝরাতে ঘেরাও তুলে নেওয়া হয়।

Student movement in Jadavpur University
Student movement in Jadavpur University
author img

By

Published : Dec 10, 2020, 11:51 AM IST

কলকাতা, 10 ডিসেম্বর: একাধিক দাবিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে 12 ঘণ্টা ঘেরাও চলল, ঘেরাও করা হল উপাচার্যসহ দুই প্রোভিসিকে। বুধবার দুপুর থেকে ঘেরাও কর্মসূচি শুরু হয়। বুধবার মাঝরাতে ঘেরাও তুলে নেওয়া হয়।

দ্রুত সঠিক রেজাল্ট বের করে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে হবে, মূল্যায়ন ও ফল প্রকাশের পদ্ধতিকে স্বচ্ছ, দায়িত্বশীল ও কার্যকারী করতে স্থায়ী পদক্ষেপ নিতে হবে, বেসরকারিকরণ বা কোনও ধরনের বেসরকারি পদক্ষেপ নেওয়া চলবে না, সেমিস্টার ক্লাস টেস্টের খাতা ছাত্র-ছাত্রীদের দেখাতে হবে, কর্তৃপক্ষকে এমসিএ-র এন্ট্রান্স পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে হবে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মার্কসের ভিত্তিতে এমসিএ-তে ভরতি নেওয়া চলবে না, অত্যাবশ্যক ফি ছাড়া বাকি সমস্ত ফি মকুব করতে হবে, অবিলম্বে ভিসির হস্তক্ষেপ এই সকল দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন এফইটিএসইউ বুধবার দুপুর 12টা থেকে ঘেরাও আন্দোলন চালায় বিশ্ববিদ্যালয়ের অরবিন্দ ভবনে। ঘেরাও করে রাখা হয় দুই প্রোভিসি চিরঞ্জিত ভট্টাচার্য ও প্রদীপ কুমার ঘোষকে। পাশাপাশি উপাচার্যকেও ঘেরাও করে হয়। শেষে প্রায় 12 ঘণ্টা পর বিক্ষোভ প্রত্যাহার করে ছাত্র সংগঠনটি।

প্রোভিসি চিরঞ্জিত ভট্টাচার্য বলেন, কমিটি তৈরি হয়েছে । ছাত্রদের বক্তব্য শোনা হয়েছে। শুক্রবার কমিটির বৈঠকে ছাত্রদের দাবি বিবেচনা করা হবে।

ছাত্র সংগঠনের তরফে অরিত্র মজুমদার বলেন, 11 তারিখ দুপুর দুটোয় কমিটির বৈঠক থাকবে ছাত্র প্রতিনিধিরা।

কলকাতা, 10 ডিসেম্বর: একাধিক দাবিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে 12 ঘণ্টা ঘেরাও চলল, ঘেরাও করা হল উপাচার্যসহ দুই প্রোভিসিকে। বুধবার দুপুর থেকে ঘেরাও কর্মসূচি শুরু হয়। বুধবার মাঝরাতে ঘেরাও তুলে নেওয়া হয়।

দ্রুত সঠিক রেজাল্ট বের করে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে হবে, মূল্যায়ন ও ফল প্রকাশের পদ্ধতিকে স্বচ্ছ, দায়িত্বশীল ও কার্যকারী করতে স্থায়ী পদক্ষেপ নিতে হবে, বেসরকারিকরণ বা কোনও ধরনের বেসরকারি পদক্ষেপ নেওয়া চলবে না, সেমিস্টার ক্লাস টেস্টের খাতা ছাত্র-ছাত্রীদের দেখাতে হবে, কর্তৃপক্ষকে এমসিএ-র এন্ট্রান্স পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে হবে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মার্কসের ভিত্তিতে এমসিএ-তে ভরতি নেওয়া চলবে না, অত্যাবশ্যক ফি ছাড়া বাকি সমস্ত ফি মকুব করতে হবে, অবিলম্বে ভিসির হস্তক্ষেপ এই সকল দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন এফইটিএসইউ বুধবার দুপুর 12টা থেকে ঘেরাও আন্দোলন চালায় বিশ্ববিদ্যালয়ের অরবিন্দ ভবনে। ঘেরাও করে রাখা হয় দুই প্রোভিসি চিরঞ্জিত ভট্টাচার্য ও প্রদীপ কুমার ঘোষকে। পাশাপাশি উপাচার্যকেও ঘেরাও করে হয়। শেষে প্রায় 12 ঘণ্টা পর বিক্ষোভ প্রত্যাহার করে ছাত্র সংগঠনটি।

প্রোভিসি চিরঞ্জিত ভট্টাচার্য বলেন, কমিটি তৈরি হয়েছে । ছাত্রদের বক্তব্য শোনা হয়েছে। শুক্রবার কমিটির বৈঠকে ছাত্রদের দাবি বিবেচনা করা হবে।

ছাত্র সংগঠনের তরফে অরিত্র মজুমদার বলেন, 11 তারিখ দুপুর দুটোয় কমিটির বৈঠক থাকবে ছাত্র প্রতিনিধিরা।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.