কলকাতা, 18 সেপ্টেম্বর : ফের ডেঙ্গিতে মৃত্যু হল শহরে ৷ এবার পার্ক সার্কাসে ৷ মৃতের নাম রুহুল মল্লিক (11) ৷ সেন্ট অ্যান্থনি স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র সে ।
রুহুলের বাড়ি কলকাতা পৌরনিগমের 52 নম্বর ওয়ার্ডের মৌলবি লেনে ৷ শুক্রবার জ্বর আসে তার ৷ সোমবার কলকাতার ইনস্টিটিউট অফ চাইল্ড হেল্থ হাসপাতালে ভরতি করা হয় ৷ সেখানে শারীরিক পরীক্ষার পর ডেঙ্গি ধরা পড়ে ৷ ICU-তে চিকিৎসা চলছিল ৷ সেখানেই আজ সকালে মারা যায় সে ৷ হাসপাতালের দেওয়া ডেথ সার্টিফিকেটে নাবালক ডেঙ্গিতে আক্রান্ত বলে উল্লেখ রয়েছে ।
এর আগে 6 তারিখ ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মারা যান উত্তর 24 পরগনার নারায়ণপুরের পার্থ নগরীর বাসিন্দা মামণি দাস ৷ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর ৷