ETV Bharat / city

শহরে ফের ডেঙ্গিতে মৃত্যু - Again death because of Dengue in Kolkata

ফের ডেঙ্গিতে মৃত্যু হল শহরে ৷ পার্ক সার্কাসের বাসিন্দা রুহুল মল্লিক (11) আজ সকালে শহরের একটি বেসরকারি শিশু হাসপাতালে মারা যায় ৷ হাসপাতালের দেওয়া ডেথ সার্টিফিকেটে নাবালক ডেঙ্গিতে আক্রান্ত বলে উল্লেখ রয়েছে ।

রুহুল মল্লিক
author img

By

Published : Sep 18, 2019, 8:21 PM IST

কলকাতা, 18 সেপ্টেম্বর : ফের ডেঙ্গিতে মৃত্যু হল শহরে ৷ এবার পার্ক সার্কাসে ৷ মৃতের নাম রুহুল মল্লিক (11) ৷ সেন্ট অ্যান্থনি স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র সে ।

রুহুলের বাড়ি কলকাতা পৌরনিগমের 52 নম্বর ওয়ার্ডের মৌলবি লেনে ৷ শুক্রবার জ্বর আসে তার ৷ সোমবার কলকাতার ইনস্টিটিউট অফ চাইল্ড হেল্থ হাসপাতালে ভরতি করা হয় ৷ সেখানে শারীরিক পরীক্ষার পর ডেঙ্গি ধরা পড়ে ৷ ICU-তে চিকিৎসা চলছিল ৷ সেখানেই আজ সকালে মারা যায় সে ৷ হাসপাতালের দেওয়া ডেথ সার্টিফিকেটে নাবালক ডেঙ্গিতে আক্রান্ত বলে উল্লেখ রয়েছে ।

এর আগে 6 তারিখ ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মারা যান উত্তর 24 পরগনার নারায়ণপুরের পার্থ নগরীর বাসিন্দা মামণি দাস ৷ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর ৷

কলকাতা, 18 সেপ্টেম্বর : ফের ডেঙ্গিতে মৃত্যু হল শহরে ৷ এবার পার্ক সার্কাসে ৷ মৃতের নাম রুহুল মল্লিক (11) ৷ সেন্ট অ্যান্থনি স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র সে ।

রুহুলের বাড়ি কলকাতা পৌরনিগমের 52 নম্বর ওয়ার্ডের মৌলবি লেনে ৷ শুক্রবার জ্বর আসে তার ৷ সোমবার কলকাতার ইনস্টিটিউট অফ চাইল্ড হেল্থ হাসপাতালে ভরতি করা হয় ৷ সেখানে শারীরিক পরীক্ষার পর ডেঙ্গি ধরা পড়ে ৷ ICU-তে চিকিৎসা চলছিল ৷ সেখানেই আজ সকালে মারা যায় সে ৷ হাসপাতালের দেওয়া ডেথ সার্টিফিকেটে নাবালক ডেঙ্গিতে আক্রান্ত বলে উল্লেখ রয়েছে ।

এর আগে 6 তারিখ ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মারা যান উত্তর 24 পরগনার নারায়ণপুরের পার্থ নগরীর বাসিন্দা মামণি দাস ৷ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর ৷

Intro:ফের শহরে ডেঙ্গিতে মৃত্যু হল এক স্কুল ছাত্রের। পাস সার্কাসের এক বেসরকারি হাসপাতালের মারা গেল 11 বছরের স্কুল ছাত্র। পার্ক সার্কাসের বেসরকারি শিশু হাসপাতালে মৃত্যু নিউমার্কেট এলাকার বাসিন্দা এক কিশোরের। মৃত শিশুর নাম রুহুল মল্লিক। সেন্ট এন্থনি স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র। কলকাতা পুরনিগমের 52 নম্বর ওয়ার্ডের মৌলবি লেনের বাসিন্দা এই ছাত্র । Body:গত শুক্রবার থেকে জ্বরে ভুগছিল রুহুল। সোমবার কলকাতার ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ হসপিটাল এ ভর্তি করা হয় তাকে। সেখানেই ডেঙ্গি ধরা পড়ে ওই কিশোরের।আই সি ইউতে রেখে রুহুলের চিকিৎসা চলছিল। সেখানেই আজ সকাল সাড়ে নটায় মারা যায় এই স্কুল ছাত্র।ডেথ সার্টিফিকেট এ ডেঙ্গিতে আক্রান্ত উল্লেখ করা হয়েছে।Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.