ETV Bharat / city

Book Fair in Nandan: সাত বছর পর নন্দন চত্বরে শুরু শারদ বই পার্বণ - Shirshendu Mukhopadhyay

পুজোর আগে বই প্রেমীদের জন্য নন্দন (Nandan) চত্বরে শুরু হল শারদ বই পার্বণ (Book Fair) । 2 থেকে 11 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই উৎসব । দুপুর 2 টো থেকে রাত 8টা পর্যন্ত চলবে বইমেলা ৷

Book Fair
Book Fair in Nandan
author img

By

Published : Sep 3, 2022, 2:25 PM IST

কলকাতা, 3 সেপ্টেম্বর: পাক্কা সাত বছর পর নন্দন চত্বরে ফের শুরু হল শারদ বই পার্বণ (Book Fair in Nandan) । পুজোর আগে বই প্রেমীদের মন খুশিতে ভরিয়ে দিল গিল্ড । সরকারের সহযোগিতায় 2 থেকে 11 সেপ্টেম্বর পর্যন্ত সাদরে পালিত হবে এই উৎসব । দুপুর 2 টো থেকে রাত 8টা পর্যন্ত চলবে এই বইমেলা ৷

বই মানে এক অন্য অনুভূতি । পুজোর গন্ধ বয়ে নিয়ে আসে পূজাবার্ষিকী । আর এই বছর তো দুর্গাপুজো নিয়ে একাধিক চিন্তাভাবনা রাজ্য সরকারের । কার্যত মাস পয়লা থেকেই শুরু হয়ে গিয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো । পথে নেমেছিলেন খোদ মুখ্যমন্ত্রী । আর তাই 7 বছর পর ফের নন্দন চত্বরে দেখা মিলল বইমেলার (Book Fair) ।

শুক্রবার এই উৎসবের সূচনা করেন বিশিষ্ট লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায় (Shirshendu Mukhopadhyay) ও রাজ্যের তথ্য ও সংস্কৃতির মন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen) । এছাড়াও উপস্থিত ছিলেন পাবলিশার্স এবং বুক সেলার্স গিল্ডের সদস্যরা (Publishers and Booksellers Guild) । সাত বছর পর ফের নন্দন চত্বরে বইমেলা করতে পেরে খুশি গিল্ডের তাঁরা ।

গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় বলেন, "সাত বছর পর এই বইমেলা আমরা করতে পেরে খুশি । বিভিন্ন মেলায় যে বই শেষ পর্যন্ত বিক্রি হয় না সেই বইগুলো এখানে মিলবে । পাশাপাশি বেশ কিছু নতুন বই আছে । এ বছর বাংলা ইংরেজি মিলিয়ে প্রায় 100 জন প্রকাশকের বই পাওয়া যাবে এই মেলায় । বইয়ের স্টল রয়েছে 70টি । সাধারণ মানুষ দর-দাম করে মনের মতো বই কিনতে পারবে এখান থেকে ।"

After seven years Book fair organised at Nandan
নন্দন চত্বরে শুরু হল শারদ বই পার্বণ

একদিকে, ইউনেসকোর পক্ষ থেকে দুর্গাপুজোকে হেরিটেজ তকমা দেওয়া হয়েছে ৷ প্রায় এক মাস ধরে চলবে এই উৎসবের মরশুম । রসিক বাঙালির এ বছর জমজমাট ফেস্টিভ মুডে থাকবেন । আর গণেশ পুজো কাটতে না কাটতেই শারদ বই পার্বণ এক অন্য মাত্রা এনে দেবে বইপ্রেমীদের কাছে ৷ শীর্ষেন্দু আরও বলেন," বহুদিন পর এখানে বইমেলা হচ্ছে দেখে ভালো লাগছে । মূল বইমেলার মতো না হলেও, এই বইমেলা মানুষকে আনন্দ দেবে । নন্দনে বহু মানুষ আসেন আড্ডা দিতে । ফলে এই বইমেলায় একটা ঘরোয়া ভাব রয়েছে । আমি চাই প্রতি বছর যেন এই বইমেলাটা হোক ।"

2 থেকে 11 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই উৎসব

আরও পড়ুন: করোনা ভুলে ধীরে ধীরে ছন্দে ভিক্টোরিয়ার হেরিটেজ ট্যুর; সঙ্গে বাড়তি পাওনা নেচার ট্যুরও

শুধু বই নেড়েচেড়ে দেখা নয় । এখানে প্রতিদিন সন্ধ্যায় বিভিন্ন বিষয় নিয়ে চলবে আলোচনা সভা । বিনামূল্যে এই সভা দেখতে পারবেন সকলে । তবে বইপ্রেমীদের কাছে পুজোর আগে এই মেলা কেমন সাড়া ফেলে তাই এখন দেখার ৷

কলকাতা, 3 সেপ্টেম্বর: পাক্কা সাত বছর পর নন্দন চত্বরে ফের শুরু হল শারদ বই পার্বণ (Book Fair in Nandan) । পুজোর আগে বই প্রেমীদের মন খুশিতে ভরিয়ে দিল গিল্ড । সরকারের সহযোগিতায় 2 থেকে 11 সেপ্টেম্বর পর্যন্ত সাদরে পালিত হবে এই উৎসব । দুপুর 2 টো থেকে রাত 8টা পর্যন্ত চলবে এই বইমেলা ৷

বই মানে এক অন্য অনুভূতি । পুজোর গন্ধ বয়ে নিয়ে আসে পূজাবার্ষিকী । আর এই বছর তো দুর্গাপুজো নিয়ে একাধিক চিন্তাভাবনা রাজ্য সরকারের । কার্যত মাস পয়লা থেকেই শুরু হয়ে গিয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো । পথে নেমেছিলেন খোদ মুখ্যমন্ত্রী । আর তাই 7 বছর পর ফের নন্দন চত্বরে দেখা মিলল বইমেলার (Book Fair) ।

শুক্রবার এই উৎসবের সূচনা করেন বিশিষ্ট লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায় (Shirshendu Mukhopadhyay) ও রাজ্যের তথ্য ও সংস্কৃতির মন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen) । এছাড়াও উপস্থিত ছিলেন পাবলিশার্স এবং বুক সেলার্স গিল্ডের সদস্যরা (Publishers and Booksellers Guild) । সাত বছর পর ফের নন্দন চত্বরে বইমেলা করতে পেরে খুশি গিল্ডের তাঁরা ।

গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় বলেন, "সাত বছর পর এই বইমেলা আমরা করতে পেরে খুশি । বিভিন্ন মেলায় যে বই শেষ পর্যন্ত বিক্রি হয় না সেই বইগুলো এখানে মিলবে । পাশাপাশি বেশ কিছু নতুন বই আছে । এ বছর বাংলা ইংরেজি মিলিয়ে প্রায় 100 জন প্রকাশকের বই পাওয়া যাবে এই মেলায় । বইয়ের স্টল রয়েছে 70টি । সাধারণ মানুষ দর-দাম করে মনের মতো বই কিনতে পারবে এখান থেকে ।"

After seven years Book fair organised at Nandan
নন্দন চত্বরে শুরু হল শারদ বই পার্বণ

একদিকে, ইউনেসকোর পক্ষ থেকে দুর্গাপুজোকে হেরিটেজ তকমা দেওয়া হয়েছে ৷ প্রায় এক মাস ধরে চলবে এই উৎসবের মরশুম । রসিক বাঙালির এ বছর জমজমাট ফেস্টিভ মুডে থাকবেন । আর গণেশ পুজো কাটতে না কাটতেই শারদ বই পার্বণ এক অন্য মাত্রা এনে দেবে বইপ্রেমীদের কাছে ৷ শীর্ষেন্দু আরও বলেন," বহুদিন পর এখানে বইমেলা হচ্ছে দেখে ভালো লাগছে । মূল বইমেলার মতো না হলেও, এই বইমেলা মানুষকে আনন্দ দেবে । নন্দনে বহু মানুষ আসেন আড্ডা দিতে । ফলে এই বইমেলায় একটা ঘরোয়া ভাব রয়েছে । আমি চাই প্রতি বছর যেন এই বইমেলাটা হোক ।"

2 থেকে 11 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই উৎসব

আরও পড়ুন: করোনা ভুলে ধীরে ধীরে ছন্দে ভিক্টোরিয়ার হেরিটেজ ট্যুর; সঙ্গে বাড়তি পাওনা নেচার ট্যুরও

শুধু বই নেড়েচেড়ে দেখা নয় । এখানে প্রতিদিন সন্ধ্যায় বিভিন্ন বিষয় নিয়ে চলবে আলোচনা সভা । বিনামূল্যে এই সভা দেখতে পারবেন সকলে । তবে বইপ্রেমীদের কাছে পুজোর আগে এই মেলা কেমন সাড়া ফেলে তাই এখন দেখার ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.