ETV Bharat / city

শ্রী'রাম'পুর বা 'রাম'রাজাতলা বাংলা ছাড়া আর কোথায় আছে ? অমর্ত্যকে প্রশ্ন তথাগতর

অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন অমর্ত্য সেন । ওঁর নিজের বিষয়ের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত । 'জয়শ্রীরাম' স্লোগান নিয়ে মন্তব্যের জন্য এভাবেই অমর্ত্য সেনের সমালোচনা করলেন মেঘালয়ের রাজ্যপাল ।

তথাগত রায় ফাইল ছবি
author img

By

Published : Jul 8, 2019, 9:33 AM IST

কলকাতা, 8 জুলাই: দিলীপ ঘোষের পর এবার তথাগত রায় । অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন অমর্ত্য সেন । ওঁর নিজের বিষয়ের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত । 'জয়শ্রীরাম' স্লোগান নিয়ে মন্তব্যের জন্য এভাবেই অমর্ত্য সেনের সমালোচনা করলেন মেঘালয়ের রাজ্যপাল ।

কলকাতা সফরে এসে গতকাল তথাগত রায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, "শ্রীরামপুর বা রামরাজাতলা বাংলা ছাড়া কি অন্য কোথাও আছে ? যখন বাঙালি ভূতের ভয়, তখন কি রাম-রাম বলে না ! উনি অর্থনীতিতে নোবেল জয় করেছেন । ওঁর উচিত নিজের বিষয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকা ।"

আরও পড়ুন : সংসদে জয় বাংলা স্লোগান শুনে বিষণ্ণ, টুইট তথাগতর

উল্লেখ্য, গত শুক্রবার (5 জুলাই) যাদবপুর বিশ্বিবদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগদান করেন অমর্ত্য সেন । সেই অনুষ্ঠানে দাঁড়িয়েই তিনি বলেন, "আগে কখনও এভাবে জয়শ্রীরাম ধ্বনি আমি শুনিনি । এখন এই স্লোগান ব্যবহার করা হচ্ছে শুধুমাত্র মানুষকে প্রহারের জন্য । বাংলার সংস্কৃতির সঙ্গে এর কোনও যোগ নেই ।" তাঁর এই মন্তব্যের পর থেকে BJP শিবির নোবেলজয়ীর সমালোচনায় মুখর হয়ে ওঠে ।

আরও পড়ুন : জয়শ্রীরামের নিন্দাকারীরা বাঙালি হিন্দুর শত্রু : তথাগত

BJP-রাজ্য সভাপতি দিলীপ ঘোষ গতকালই একটি জনসভা থেকে নাম না করে অমর্ত্য সেনকে আক্রমণ করে বলেন, "রামের মাহাত্ম্য বুঝবেন কি করে! উনি তো থ্রি এক্স রামের ভক্ত । যারা থ্রি এক্স রামের ভক্ত, তাঁরা রামের মহিমা বুঝবেন না ।"

আরও পড়ুন : উনি থ্রি এক্স রামের ভক্ত, কাকে এ কথা বললেন দিলীপ ঘোষ ?

কলকাতা, 8 জুলাই: দিলীপ ঘোষের পর এবার তথাগত রায় । অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন অমর্ত্য সেন । ওঁর নিজের বিষয়ের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত । 'জয়শ্রীরাম' স্লোগান নিয়ে মন্তব্যের জন্য এভাবেই অমর্ত্য সেনের সমালোচনা করলেন মেঘালয়ের রাজ্যপাল ।

কলকাতা সফরে এসে গতকাল তথাগত রায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, "শ্রীরামপুর বা রামরাজাতলা বাংলা ছাড়া কি অন্য কোথাও আছে ? যখন বাঙালি ভূতের ভয়, তখন কি রাম-রাম বলে না ! উনি অর্থনীতিতে নোবেল জয় করেছেন । ওঁর উচিত নিজের বিষয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকা ।"

আরও পড়ুন : সংসদে জয় বাংলা স্লোগান শুনে বিষণ্ণ, টুইট তথাগতর

উল্লেখ্য, গত শুক্রবার (5 জুলাই) যাদবপুর বিশ্বিবদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগদান করেন অমর্ত্য সেন । সেই অনুষ্ঠানে দাঁড়িয়েই তিনি বলেন, "আগে কখনও এভাবে জয়শ্রীরাম ধ্বনি আমি শুনিনি । এখন এই স্লোগান ব্যবহার করা হচ্ছে শুধুমাত্র মানুষকে প্রহারের জন্য । বাংলার সংস্কৃতির সঙ্গে এর কোনও যোগ নেই ।" তাঁর এই মন্তব্যের পর থেকে BJP শিবির নোবেলজয়ীর সমালোচনায় মুখর হয়ে ওঠে ।

আরও পড়ুন : জয়শ্রীরামের নিন্দাকারীরা বাঙালি হিন্দুর শত্রু : তথাগত

BJP-রাজ্য সভাপতি দিলীপ ঘোষ গতকালই একটি জনসভা থেকে নাম না করে অমর্ত্য সেনকে আক্রমণ করে বলেন, "রামের মাহাত্ম্য বুঝবেন কি করে! উনি তো থ্রি এক্স রামের ভক্ত । যারা থ্রি এক্স রামের ভক্ত, তাঁরা রামের মহিমা বুঝবেন না ।"

আরও পড়ুন : উনি থ্রি এক্স রামের ভক্ত, কাকে এ কথা বললেন দিলীপ ঘোষ ?

New Delhi, Jul 07 (ANI): Bharatiya Janata Party (BJP) held a high-level meeting with office bearers of all party wings in Delhi where working president JP Nadda was present. Nadda, who was the Union Health Minister in the previous BJP government, was made the working president of party as current president Amit Shah is holding the Home Affairs portfolio. BJP is currently running its membership drive across the country, after which a full-time president will be elected.


ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.