ETV Bharat / city

Adhir Ranjan Chowdhury বঙ্গ বিজেপিকে কি আদৌ গুরুত্ব দেয় দিল্লি, সুকান্তের পোস্টে প্রশ্ন অধীরের - অধীররঞ্জন চৌধুরী

বঙ্গ বিজেপির কথায় আদৌ গুরুত্ব দেয় না দিল্লির শীর্ষ নেতৃত্ব ৷ কার্যত এমনটাই দাবি করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury) ৷ মঙ্গলবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) একটি ফেসবুক পোস্ট (Facebook Post) করেন ৷ সেই প্রসঙ্গে এই প্রশ্ন তুলেছেন অধীর ৷

Adhir Ranjan Chowdhury comments on Sukanta Majumdar Facebook Post
Adhir Ranjan Chowdhury বঙ্গ বিজেপিকে কি আদৌ গুরুত্ব দেয় দিল্লি, প্রশ্ন অধীরের
author img

By

Published : Aug 24, 2022, 3:35 PM IST

কলকাতা, 24 অগস্ট: বাংলার বিজেপি-কে দিল্লির শীর্ষ নেতৃত্ব কি আদৌ পাত্তা দেয় ? বঙ্গ বিজেপি-এর কোন নেতা কী বললেন, তাতে কি সত্যিই কিছু যায় আসে ? কারণ, বিজেপি একটি সর্বভারতীয় রাজনৈতিক দল ৷ তাই সর্বভারতীয় স্তরেই যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হয় ৷ বিজেপি-এর রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) একটি ফেসবুক পোস্ট প্রসঙ্গে এ কথা বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury) ৷

উল্লেখ্য, মঙ্গলবার একটি ফেসবুক পোস্ট (Facebook Post) করেন সুকান্ত ৷ তাতে তাঁর বার্তা, সমগ্র বাঙালি জাতিকে নিজের স্বার্থেই রাজনৈতিক ভেদাভেদ ভুলে একজোট হতে হবে ৷ বিজেপি, তৃণমূল, সিপিএম, কংগ্রেস সবকিছু ভুলে বাংলার 10 কোটি অধিবাসীকে এক হওয়ার আবেদন জানান সুকান্ত ৷ তাঁর অভিযোগ, পশ্চিমবঙ্গ সরকারের ভুল নীতি, খামখেয়ালিপনা এবং দুর্নীতির জন্যই রাজ্যের মানুষের দুর্ভোগ বাড়ছে ৷ তাই সকলকে এই বিষয়ে আওয়াজ তোলার আহ্বান জানিয়েছেন সুকান্ত ৷

আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে গরু পাচারের ভিডিয়ো দেখিয়েছিলাম, দাবি অধীরের

বুধবার কলকাতার বিধান ভবনে আয়োজিত একটি সাংবাদিক সম্মেলনে এই প্রসঙ্গে প্রশ্ন করা হয় অধীরকে ৷ জবাবে অধীর বলেন, এখনও নরেন্দ্র মোদি এবং মমতা বন্দ্যোপাধ্য়ায়ের মধ্যে আঁতাত রয়েছে ৷ সময় এলেই তাঁদের জোট ফের প্রকাশ্যে আসবে বলে মনে করেন তিনি ৷ অধীরের বক্তব্য, নরেন্দ্র মোদি তথা বিজেপি-এর সুবিধা করে দিতেই উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোটদান থেকে বিরত থেকেছে তৃণমূল কংগ্রেস ৷

অধীররঞ্জন চৌধুরীর নিশানায় মমতা বন্দ্যোপাধ্য়ায় ও নরেন্দ্র মোদি ৷

অধীর এ দিন বলেন, দেশজুড়ে বিজেপি-কে রুখতে আগেই সবক'টি ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলকে একজোট হওয়ার বার্তা দিয়েছে কংগ্রেস ৷ সেই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের কথাও বলেন অধীর ৷ তিনি মনে করেন, মমতা বিজোপি-এর বিরুদ্ধে বিরোধী দলগুলিকে একজোট করেছিলেন ৷ কিন্তু, পরে তিনি 'ট্রয়ের ঘোড়া'র মতো আচরণ করেন ৷ এই প্রসঙ্গেই উপরাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূল কংগ্রেসের অংশগ্রহণ না করার বিষয়টি ফের একবার তুলে ধরেন অধীর ৷

কলকাতা, 24 অগস্ট: বাংলার বিজেপি-কে দিল্লির শীর্ষ নেতৃত্ব কি আদৌ পাত্তা দেয় ? বঙ্গ বিজেপি-এর কোন নেতা কী বললেন, তাতে কি সত্যিই কিছু যায় আসে ? কারণ, বিজেপি একটি সর্বভারতীয় রাজনৈতিক দল ৷ তাই সর্বভারতীয় স্তরেই যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হয় ৷ বিজেপি-এর রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) একটি ফেসবুক পোস্ট প্রসঙ্গে এ কথা বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury) ৷

উল্লেখ্য, মঙ্গলবার একটি ফেসবুক পোস্ট (Facebook Post) করেন সুকান্ত ৷ তাতে তাঁর বার্তা, সমগ্র বাঙালি জাতিকে নিজের স্বার্থেই রাজনৈতিক ভেদাভেদ ভুলে একজোট হতে হবে ৷ বিজেপি, তৃণমূল, সিপিএম, কংগ্রেস সবকিছু ভুলে বাংলার 10 কোটি অধিবাসীকে এক হওয়ার আবেদন জানান সুকান্ত ৷ তাঁর অভিযোগ, পশ্চিমবঙ্গ সরকারের ভুল নীতি, খামখেয়ালিপনা এবং দুর্নীতির জন্যই রাজ্যের মানুষের দুর্ভোগ বাড়ছে ৷ তাই সকলকে এই বিষয়ে আওয়াজ তোলার আহ্বান জানিয়েছেন সুকান্ত ৷

আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে গরু পাচারের ভিডিয়ো দেখিয়েছিলাম, দাবি অধীরের

বুধবার কলকাতার বিধান ভবনে আয়োজিত একটি সাংবাদিক সম্মেলনে এই প্রসঙ্গে প্রশ্ন করা হয় অধীরকে ৷ জবাবে অধীর বলেন, এখনও নরেন্দ্র মোদি এবং মমতা বন্দ্যোপাধ্য়ায়ের মধ্যে আঁতাত রয়েছে ৷ সময় এলেই তাঁদের জোট ফের প্রকাশ্যে আসবে বলে মনে করেন তিনি ৷ অধীরের বক্তব্য, নরেন্দ্র মোদি তথা বিজেপি-এর সুবিধা করে দিতেই উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোটদান থেকে বিরত থেকেছে তৃণমূল কংগ্রেস ৷

অধীররঞ্জন চৌধুরীর নিশানায় মমতা বন্দ্যোপাধ্য়ায় ও নরেন্দ্র মোদি ৷

অধীর এ দিন বলেন, দেশজুড়ে বিজেপি-কে রুখতে আগেই সবক'টি ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলকে একজোট হওয়ার বার্তা দিয়েছে কংগ্রেস ৷ সেই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের কথাও বলেন অধীর ৷ তিনি মনে করেন, মমতা বিজোপি-এর বিরুদ্ধে বিরোধী দলগুলিকে একজোট করেছিলেন ৷ কিন্তু, পরে তিনি 'ট্রয়ের ঘোড়া'র মতো আচরণ করেন ৷ এই প্রসঙ্গেই উপরাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূল কংগ্রেসের অংশগ্রহণ না করার বিষয়টি ফের একবার তুলে ধরেন অধীর ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.