ETV Bharat / city

Adhir Writes to Mamata: পার্থকে মন্ত্রিত্ব থেকে সরানোর দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি অধীরের - মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে গ্রেফতার হয়েছেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Bengal Minister Partha Chatterjee) ৷ আপাতত তিনি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate) হেফাজতে রয়েছেন ৷ এই অবস্থায় পার্থকে মন্ত্রিত্ব থেকে সরানোর দাবিতে সরব হলেন অধীর চৌধুরী ৷ তিনি এই নিয়ে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Bengal CM Mamata Banerjee) ৷

adhir-chowdhury-writes-letter-to-mamata-banerjee-demanding-removal-of-partha-chatterjee-from-her-ministry
Adhir Writes to Mamata: পার্থকে মন্ত্রিত্বকে সরাতে মুখ্যমন্ত্রীকে চিঠি অধীরের
author img

By

Published : Jul 26, 2022, 6:00 PM IST

Updated : Jul 26, 2022, 10:22 PM IST

কলকাতা, 26 জুলাই : শিক্ষক নিয়োগ দুর্নীতি (Teachers Recruitment Scam) কাণ্ডে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Bengal Minister Partha Chatterjee) গ্রেফতার হতেই আন্দোলন শুরু করেছে বিরোধীরা । পার্থ চট্টোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) কুশপুতুল দাহ, মিছিল, প্রতিবাদ সভা, ঢ্যাঁড়া পিটিয়ে প্রচার চলছেই । এরই মাঝে ধৃত পার্থ চট্টোপাধ্যায়কে 'মন্ত্রী' পদ থেকে বরখাস্তের দাবিতে মুখ্যমন্ত্রী মমতাকে বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠালেন লোকসভায় কংগ্রেস দলনেতা তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Bengal Congress Chief Adhir Chowdhury) । সোমবার ব্যাংকশাল আদালত পার্থকে দ্বিতীয়বার ইডি হেফাজত পাঠানোর নির্দেশ দেওয়ার আগেই চিঠি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে ।

চিঠিতে অধীররঞ্জন চৌধুরী লিখেছেন যে রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি এখন 'ওপেন সিক্রেট' । লুকোচুরির আর কোনও ব্যাপার নেই । আদালতের নির্দেশ অনুসারে মামলার তদন্ত চলছে । পার্থকেও গ্রেফতার করা হয়েছে । এটা পশ্চিমবঙ্গ সরকারের কাছে বড় ধাক্কা । তাই, পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিত্ব থেকে সরানো হোক ।

এখানেই শেষ নয়। অধীরের অভিযোগ, 2014-2021 সাল পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায় রাজ্যের শিক্ষামন্ত্রী ছিলেন । এই দীর্ঘ সময়ে রাজ্যে শিক্ষক নিয়োগে একাধিক ক্ষেত্রে অনিয়ম হয়েছে । সেটাও সকলেরই জানা । পার্থ চট্টোপাধ্যায় দেশের বাংলার সম্মান ভুলুণ্ঠিত করেছেন বলেও অভিযোগ অধীরের ।

তিনি ধর্মতলার গান্ধি মূর্তির পাদদেশে বিক্ষোভরত চাকরী প্রার্থীদের সঙ্গে দেখা করেছেন বহুবার । গত 13 জুলাই চাকরি প্রার্থীদের সঙ্গে দেখা করতে গেলে অধীরের কাছে সুবিচারের আর্তি জানান তাঁরা । সেদিনই অধীর তাঁদের আশ্বাস দেন, "আমি সমস্ত রকম ভাবে চেষ্টা করছি । জীবনও দিতে রাজি ।" চিঠিতে সেই ঘটনার কথা উল্লেখ না করলেও বহুবার অধীর চৌধুরী দাবি জানান, তিনি বিক্ষোভরত চাকরি প্রার্থীদের দ্রুত নিয়োগের দাবি জানিয়েছেন । চিঠি লিখেছেন । একই ভাবে পার্থ চট্টোপাধ্যায় সরাতে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন তিনি ।

আরও পড়ুন : Partha Chatterjee Interrogation: কী জানতে চাওয়া হবে পার্থর থেকে ? দিল্লি থেকে পাঠানো প্রশ্নমালায় চলবে জেরা

কলকাতা, 26 জুলাই : শিক্ষক নিয়োগ দুর্নীতি (Teachers Recruitment Scam) কাণ্ডে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Bengal Minister Partha Chatterjee) গ্রেফতার হতেই আন্দোলন শুরু করেছে বিরোধীরা । পার্থ চট্টোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) কুশপুতুল দাহ, মিছিল, প্রতিবাদ সভা, ঢ্যাঁড়া পিটিয়ে প্রচার চলছেই । এরই মাঝে ধৃত পার্থ চট্টোপাধ্যায়কে 'মন্ত্রী' পদ থেকে বরখাস্তের দাবিতে মুখ্যমন্ত্রী মমতাকে বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠালেন লোকসভায় কংগ্রেস দলনেতা তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Bengal Congress Chief Adhir Chowdhury) । সোমবার ব্যাংকশাল আদালত পার্থকে দ্বিতীয়বার ইডি হেফাজত পাঠানোর নির্দেশ দেওয়ার আগেই চিঠি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে ।

চিঠিতে অধীররঞ্জন চৌধুরী লিখেছেন যে রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি এখন 'ওপেন সিক্রেট' । লুকোচুরির আর কোনও ব্যাপার নেই । আদালতের নির্দেশ অনুসারে মামলার তদন্ত চলছে । পার্থকেও গ্রেফতার করা হয়েছে । এটা পশ্চিমবঙ্গ সরকারের কাছে বড় ধাক্কা । তাই, পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিত্ব থেকে সরানো হোক ।

এখানেই শেষ নয়। অধীরের অভিযোগ, 2014-2021 সাল পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায় রাজ্যের শিক্ষামন্ত্রী ছিলেন । এই দীর্ঘ সময়ে রাজ্যে শিক্ষক নিয়োগে একাধিক ক্ষেত্রে অনিয়ম হয়েছে । সেটাও সকলেরই জানা । পার্থ চট্টোপাধ্যায় দেশের বাংলার সম্মান ভুলুণ্ঠিত করেছেন বলেও অভিযোগ অধীরের ।

তিনি ধর্মতলার গান্ধি মূর্তির পাদদেশে বিক্ষোভরত চাকরী প্রার্থীদের সঙ্গে দেখা করেছেন বহুবার । গত 13 জুলাই চাকরি প্রার্থীদের সঙ্গে দেখা করতে গেলে অধীরের কাছে সুবিচারের আর্তি জানান তাঁরা । সেদিনই অধীর তাঁদের আশ্বাস দেন, "আমি সমস্ত রকম ভাবে চেষ্টা করছি । জীবনও দিতে রাজি ।" চিঠিতে সেই ঘটনার কথা উল্লেখ না করলেও বহুবার অধীর চৌধুরী দাবি জানান, তিনি বিক্ষোভরত চাকরি প্রার্থীদের দ্রুত নিয়োগের দাবি জানিয়েছেন । চিঠি লিখেছেন । একই ভাবে পার্থ চট্টোপাধ্যায় সরাতে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন তিনি ।

আরও পড়ুন : Partha Chatterjee Interrogation: কী জানতে চাওয়া হবে পার্থর থেকে ? দিল্লি থেকে পাঠানো প্রশ্নমালায় চলবে জেরা

Last Updated : Jul 26, 2022, 10:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.